[justify]চাঁদখানি ভাসছে কুয়াশার চাদরে, বুনোঘাস ঘামছে শিশিরের আদরে। তারাগুলো লুকিয়ে আকাশের আড়ালে, পাতাঝরা শিমুলটা দাঁড়িয়ে আকালে। পাড়খানি কাঁপছে পুকুরে জড়ায়ে, একপাশে কাশবন নীরবে ছড়ায়ে। আসমান বিষাদে ধূসরিত উপরে, মেঘতায় ঝুলছে শীতেফাটা গতরে।