আনমনে আনাগোনা মেঘময় মইতে, উদাসীন জালবোনা স্মৃতিগড়া বইতে; নীলহারা আসমানে মেঘালয় দুর্মর, ঝিরিঝিরি বারিধারা মায়াময় মর্মর।
এইপারে বুনোঘাস কেঁপেকেঁপে উচ্ছল, ওইদূরে তটিনীর জলনাচে চঞ্চল; মনভরে স্নানসেরে গাছসব পাতাতে চারিদিক ঝরঝর সুরময় দোলাতে।