কেলোনা
এই গ্রীষ্মে - ক্যালগেরির পথে
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: শনি, ৩০/০৭/২০১১ - ১২:৩৭অপরাহ্ন)ক্যাটেগরি:
[justify]কানাডায় সামারটা হুটহাট, আর তারচেয়েও হুটহাট করে শুরু করলাম আমি। উইন্টার টু সেশানের শেষ পরীক্ষা ছিল ছাব্বিশে এপ্রিল, আর আমার দেশে যাওয়ার টিকেটও ছিল ওইদিন রাতেই। পরীক্ষার আগে তাই পড়াশোনা গোছানোর চেয়ে ব্যাগ গোছানোর তারা ছিল বেশী, পরীক্ষা থেকে এসে গোসল করেই ছুটতে হবে এয়ারপোর্টে। তো যাই হোক দেশে যাওয়ার গল্প নাহয় অন্যদিন করা যাবে। দেশ থেকে ফিরে এসে কি করলাম আজকে নাহয় সেই গল্প করা যাক।
- ত্রিমাত্রিক কবি এর ব্লগ
- ১৪টি মন্তব্য
- বিস্তারিত...
- ৭৩৪বার পঠিত