খুব সহজেই হাসতে পারো একটু সুখেই প্রাণ খোলে, খুব সহজেই ভুলতে পারো একটু নিজের স্বার্থ হলে। তোমার কাছে ভালোবাসা সাগর পারে বালুর ঘর, ইচ্ছে হলেই সাজাও নিজে ইচ্ছে হলেই অনাদর।