মানুষের চোখ নাকি মনের কথা বলে। কবিরা চোখ নিয়ে লিখে গেছেন কত কাব্য । এক চোখের মাঝেই রাগ, কষ্ট, আনন্দ, প্রেম, বেদনা, ভয় সহ দুনিয়ার সব অনুভুতি ফুটে উঠে, একজন মানুষের ভিতর কি চলে তা হাজার চেষ্টা করেও চোখ থেকে লুকাতে পারেনা। প্রেম করার দিনগুলাতে প্রেমিক-প্রেমিকার চোখের দিকে তাকিয়ে পার করে ফেলে কত ঘণ্টার পর ঘণ্টা ...মুখে কোন কথা না হলেও চোখে চোখেই গাথা হয়ে যায় জীবনের কাব্য।