ডিসক্লেইমারঃ এই ব্লগে কুনু ছবি দেউয়া হয় নাইক্কা। এইটা একটা টিউটোরিয়াল সিরিজের পয়লা পর্ব। এইখানে আমরা HDR লয়া প্রি-প্রোসেসিং শিখুম। এর পর থিকা শুরু হইবো পোস্ট প্রসেসিং পর্বগুলান। HDR-এর ক্ষেত্রে শুধু পোস্ট প্রসেসিং-ই কিন্তু সব কিছুনা। প্রি-প্রোসেসিং এর সময় সব ঠিক মতো না হইলে কিন্তু ফাইনাল ছবিতে কুনু কারিশমা-কারিনা আইবো না। সুতরাং বাচ্চালোগ, HDR শিখতে চাইলে এখন থিকাই সব খিয়াল কইরা চলতে হইবো। তো, শুরু হো যা ... ...
এই কিলিনিকে রুগী আসে কতকগুলান এক্সটেনশন লয়া, তার মইধ্যে .NEF-ই বেশি। তয় অনেক .JPEG-ও আসে মাগার এট্টু কম আরকি! আরে ভাই, একেকজনের একেক পরবলেম, কেউ লাইট লয়া গিয়াঞ্জামে পড়ছে, কেউ দল-বল লয়া মিল্লা-মিশ্যা একটা HDR হইতে চায় আবার কারু কারু শরিল্লের রঙ সব উদাম কইরা ব্লিচ মাইরা সাদা-কালু করতে চায়। এইসব লয়া মহা ফ্যাসাদে আছে এই কিলিনিকের ডাগদর-এ-আলা। তয় আইজ নিকি এক রুগীর উড়পে কামরুপকামাক্ষা থিকা আগত নয়া একটা চাক্কু-মাক্কু অপারেশন হইবো। এই বুলুগে হেইটা এখন আমরা লাইভ পড়ুম!!! কি মজা ... কি মজা ...