এ-ঘর থেকে সে-ঘর, কোণার ঐ বারান্দাটা! নাহ, এবারও না! মার ঘর, বাবারটাও, রান্নাঘর, বারান্দা, বসার ঘর - এমনকি খাবার টেবিলের তলাটাও দেখে ফেলে টুপুর। ধুসস!