দুর্গেশ্বরী জেনে গেছি তোমার সেই সুরক্ষিত দুর্গ কপাট, কোথায় আক্রান্ত হলে বিনা যুদ্ধে হয়ে যায় হাট।
জেনে গেছি সব-ই গেছি জেনে, কেনো যে বিব্রত দ্বার-রক্ষী পথ ছাড়ে পরাভব মেনে।