ছিন্নপথটাও নগরে শীর্ণকায়ে ধুঁকে পথিকের পদপাত আটকে ধরে অকার্বন রসে তেষ্টা মেটে কিছু; শুকিয়ে তাও সবকাঠ, সূর্য ঢেলে দেয় নতুন উত্তপ্ত তরঙ্গ অবাধ- সে পথে তবু এক চিলতে শূন্যস্থান নেই- লোকের দাবানলেও পুড়ছে এ নগর!