[justify]মেঘলা আকাশ, সাগর জল মেঘলা দিনে মেঘের ঢল। মেঘলা জমিন, বাঁশের ঝাড় মেঘে ভাসছে নদীর পাড়।
মেঘলা দুপুর, ছায়ার রঙ মেঘবরণে ধরছে সঙ। মেঘলা পাহাড়, ঝরণা ধারা মেঘে নাচছে বাঁধনহারা।