সংশয়ে কামনা
- প্রখর রোদ্দুর
রেবতী তোর মাতাল ঝড় এ
কালকে যতো ডাল ভেঙ্গেছি
পাখির বুকে শিমুল বীজে
বাধ মানেনি ব্যাধ পুড়েছে
আক্রমণের সংগোপনে
জবার আগুন তারায় ফুটে
বৃন্ত খোঁড়ার লেপ তোষকে
উষ্ণ আদর আঁচল পাকে
ঘুমিয়ে থাকা জন্তুটাকে
ডাকাত হওয়ার মন্ত্র দিলি।