কয়েকদিন ধরেই গিটারটা সুদৃশ বাক্স থেকে বের করে হাত বোলাই, আবার বাক্সবন্দী করে রাখি। বাজানো আর হয়ে উঠে না। ভাবি আজ অনেক রাত, কাল হবে খন। আজ তার ব্যতিক্রম হলো। এলোমেলো সুরকে ধরে রাখার একটা চেষ্টা নিলাম। বলাবাহুল্য অ্যামেচার 'গিটারিষ্ট', তারউপর মিউজিক থিউরীর উপর দখল প্রায় শুন্যের কোঠায়। তাই উৎকৃষ্ট কিছু হবে তা আশা করা বাতুলতা। তবে এর পিছনে ভাললাগাটুকু নিখাদ। তাই সেই ভুলভাল সুরটাই সচলায়তনে সবার সাথে শেয়ার করছি।