হেনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ৷ তিনি একজন ইউপি চেয়ারম্যান৷ হাইকোর্ট যখন হেনার বাবা-বোন, স্থানীয় জনপ্রতিনিধি আর সেখানকার পুলিশকে তলব করেন তখন এই ভদ্রলোকও হাজির হন৷ সেই ইদ্রিস আলীকে পুলিশ আগে খুঁজে পায়নি৷ হাইকোর্টের নির্দেশে অবশ্য তিনি হাইকোর্ট থেকেই আটক হন৷