আমাদের বর্তমান জীবন ইমেইল একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এই গুরুত্বপূর্ণ অবস্থানের কারনে বিভিন্ন ওয়েব সার্ভিস কোনো না কোনো ধরনের ইমেইল বা মেসেজিং সার্ভিস অফার করে থাকে। একই রকম একটা অবস্থান থেকে সচলায়তনে ব্যক্তিগত মেসেজিং চালু করা হয়েছিল। সচলায়তনে বসেই পটাপট একে অপরের সাথে যোগাযোগ করা যেতো বলে ফিচারটি জনপ্রিয় হয়।
কিন্তু কতখানি ব্যবহৃত হয় এই সার্ভিসটি?
গত তিন সপ্তাহে যথাক্রমে ৬, ৪, ৩১ টি মেসেজ আদান প্রদান হয়েছে। এরমধ্যে বেশ কিছু নোটিফিকেশন আপডেট ছিলো। গত বছর ২০১০ এ একই সময় সপ্তাহে যথাক্রমে ১৭, ৩১, ৪৬, ৫৬ এবং ২০০৯ এ যথাক্রমে ২৫৭, ১২৬, ৮৮, ১৩৯ টি মেসেজ আদান প্রদান হয়েছে। সুতরাং খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এর ব্যবহার কমে আসছে দ্রুত। এমনকি ২০১১ এর শুরুতে অতিথিদের (হাচল) জন্য মেসেজিং সার্ভিস চালু করার পরও এর জনপ্রিয়তা বাড়েনি।
মেসেজিংয়ের জনপ্রিয়তা কমার পিছনে কারনটি সহজেই অনুমেয়। হাজারো রকমের মেসেজিং সার্ভিসে ভিড়ে আরেকটি মেসেজিং সার্ভিস জটিলতা বাড়ায় কেবল। উপরন্তু সচলায়তন ছোট্ট একটি গন্ডী ছেড়ে ক্রমাগত একটা সোশ্যাল রাইটিং প্লাটফর্মে পরিনত হচ্ছে যেখানে তুলনামূলকভাবে প্রচুর পাঠক আসেন কেবল পড়তে।
কিন্তু সার্ভিসটি বন্ধ করে দেয়া যৌক্তিক হবে?
ডাটাবেইজে এই সার্ভিসটি ৪৫ মেগার মতো জায়গা ধরে রেখেছে। যেটা সচলায়তনের পুরো ডাটাবেইজের প্রায় ৬%। এই অংশটি একটি ক্ষুদ্র কিন্তু উল্লেখযোগ্য আকারের। তাছাড়া পার্সোনাল মেসেজিং সার্ভিসের কোডটাও বেশ বড়সড় (১১২ কিলোবাইট)। যা কিনা ড্রুপালের কোডের প্রায় ১০.৫%। সুতরাং একটা উল্লেখযোগ্য সার্ভিস ওভারহেড আছে এই সার্ভিসটার।
তাছাড়া, এই রির্সোস ফ্রি হলে অন্যান্য সার্ভিস দেয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে।
সার্ভিসটি সরিয়ে দিলে বিকল্প যোগাযোগের উপায় কি?
সচলায়তনের কনটাক্ট ফরম ব্যবহার করে ইমেইল যোগাযোগের ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া সচলরা নিজেদের মধ্যে ফেইসবুক গ্রুপের যোগাযোগটি ব্যবহার করতে পারেন।
কিভাবে বন্ধ করা হবে এই সার্ভিস? পুরোনো মেসেজগুলোর কি হবে?
প্রাথমিকভাবে এক মাসের নোটিশে মডিউলটি বন্ধ করে সমস্ত সার্ভিস লিংকে কনটাক্ট ফরমের লিংক ব্যবহার করা হতে পারে। তারপর ছয় মাস পর মেসেজিং ডাটা মুছে ফেলা হতে পারে। এর মাঝে আপনাদের প্রয়োজনীয় মেসেজগুলো সংগ্রহ করে রাখতে পারেন।
তাহলে এই ভোটের প্রয়োজন কি?
জনমত যাচাই। যুক্তিযুক্ত কারনে এই সার্ভিসটি বন্ধ করে দেয়া হলেও, আপনাদের প্রতিক্রিয়া কি হয় সে ব্যাপারে আমরা আগ্রহী। তাছাড়া অন্যান্য কোনো আইডিয়া থাকলে সেগুলোও আলোচনা করা যেতে পারে।
মন্তব্য
মেসেজ অপশন টা খুব কাজের জিনিস মনে হয় আমার কাছে। বন্ধ করবেন না প্লিজ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
খুব সমস্যা না হইলে রাইখা দেন
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি মাঝে মাঝেই ব্যবহার করি
এটা ঠিক সাধারণ যোগাযোগের জন্য না
লেখালেখি কিংবা সচল বিষয়ে
লেখকের নামের নিচে ক্লিক করে সোজা চলে যাই
অনেকের ইমেইল আইডি যেমন নেই তেমনি ফেসবুকেও নেই
আর থাকলেও সচল নাম আর ফেসবুক কিংবা জিমেইল নামে অনেকেরই আকাশ পাতাল ফারাক
(ষষ্ঠ পাণ্ডবের ইমেইল আইডি কতজনের পক্ষে অনুমান করা সম্ভব?)
ফলে সচলদের সাথে যোগাযোগজের জন্য খুব অসুবিধা না হলে আমার মনে হয় এটা থাক
যুক্তি দুর্বল, তবু দিয়ে যাই। অগ্নি নির্বাপন যন্ত্রপাতির ব্যবহার প্রায় হয়ই না, তবু এটা আপডেট রাখতে হয় যাতে করে 'জরুরি প্রয়োজনে' কাজে লাগে।
মেসেজ সিস্টেমটা চালু রাখতে যদি খুব বড় আকারের সমস্যা না হয়, তাহলে রাখাই উচিত। এটি জনপ্রিয় হোক, এটাও প্রত্যাশিত না। সচলে লেখালেখিই হোক, চ্যাট ধরণের সার্ভিসগুলোর সঙ্গে সচলের স্টাইলটা তেমন মিশ খায় না। তবু এটা থাকা দরকার।
কারণ সবার ইমেল এড্রেস সবার কাছে নেই, সবাই সবার ফেসবুক ফ্রেন্ড না, সচল নিক আর ফেসবুক নিক অনেকেরই আলাদা-চেনা যায় না অনেক সময়ই, হাচল এবং অতিথি আছেন যাদের এক্সেস নেই ফেসবুকের নিয়ন্ত্রিত গ্রুপে...সবার জন্য কমন থাকুক এই মেসেজ অপশনটা।
অনেক সচলের সঙ্গেই আমার ব্যক্তিগত যোগাযোগ নেই, কিন্তু হঠাৎ হঠাৎ তাঁদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন পড়ে, তখন মেসেজ সার্ভিসটা ব্যবহার করা যায়।
মেসেজ বন্ধ করে দিলে কমেন্টের ঘরে 'ভাই, আমারে একটা মেইল দেন' ধরণের কমেন্ট চলে আসারও সম্ভাবনা আছে।
আমি ব্যবহার করি। আগে হাচলদের মেসেজ আদানপ্রদানের সুযোগ ছিলো না বলে বেশ সমস্যা হতো। সব কথা সবাই প্রকাশ্যে পছন্দ করেন না, সবাই গ্রুপে নেই, সবাইকে ফেসবুকে অ্যাড করা হয় না। ব্যক্তিগত মেসেজিং এক্ষেত্রে খুব কাজে দেয়। কোনো বিকল্প ব্যবস্থা না রেখে এটা তুলে দিলে ঝামেলায় পড়বো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দেন, বন্ধ করে দেন। একটাই আপত্তি আমার। সচলায়তন বড় বেশি "ছোলো"।
রিসোর্স খেলে বন্ধ করে দেয়াই হয়তো ভালো (ব্যবহারের পরিসংখ্যানে সেটাই বলে)। তবে মাঝে মাঝে মেসেজ জিনিসটা বেশ কাজের মনে হয়। সচলদের অনেকের সাথে সচলে সুসম্পর্ক থাকলেও ইমেইল আদান প্রদান আমার দিক থেকে কম। ইমেইলের চেয়ে সচলের বিষয় সচল-মেসেজের মাধ্যমে সেরে নেয়ায় আমি স্বচ্ছন্দ বোধ করি। আমার নিজের কথা বলতে পারি-- শুধু অল্প কয়েকজনের সাথেই ইমেইলের সম্পর্ক হয়েছে, বাকীদের যদি কোন কারণে যোগাযোগ করতে চাই, সচল-মেইলই সুবিধাজনক মনে করবো। কন্টাক্ট ফর্ম ব্যবহার করা যায় তবে বেশীরভাগই মনেহয় সেটা ডিজেইবল করে রেখেছে। কিংবা এনেইবল করার প্রয়োজনীতা অনুভব করেনি।
তাহলে আমার সিদ্ধান্ত কী? একান্ত মোছার দরকার না হলে আপাতত থাকুক। যখন রিসোর্সের বেশী টানাটানি পড়বে তখন মুছে দেয়া যায়।
বাড়তি আরেকটা ম্যাসেজিং অপশন রাখার পক্ষপাতি আমি নই। এ পর্যন্ত ম্যাসেজিং এর সুবিধেও নেই নি। যোগাযোগের জন্য ইমেইল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম লেখকের ব্লগে কমেন্ট। সচলায়তনে যেহেতু মিথস্ক্রিয়ার গুরুত্ব খুবই বেশী ইমেইলে যোগাযোগ না করা গেলে কমেন্টের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে পারা উচিত। আরেকটা ব্যপার করা যেতে পারে আমার ব্লগে যদি কেউ কোন মন্তব্য করে সেটা সরাসরি আমার কাছে ইমেইল চলে আসবে। অনেক সময় পুরোনো লেখায় অনেকেই কমেন্ট করেন কিন্তু নোটিফিকেশনের অভাবে দেখা যায় লেখক জানছেন না
সচলায়তন আপগ্রেডের পরে নতুন/পুরনো লেখায় মন্তব্যের নোটিফিকেশন ই-মেইলে পাঠাবার অপশন দেয়া হয়েছে তো। অন করে নিতে হবে নিজের অ্যাকাউন্টের সেটিংস থেকে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধন্যবাদ যাযাবরাপু, খেয়ালই করিনি
সার্ভিস টিকেট জাতীয় কিছুর ব্যবস্থা করা যায়? সবাইকে ফেসবুকে পাওয়া যায় না, সবাইকে ফেসবুকে বন্ধু হিসাবে যোগও করা যায় না। সচলেও সবার সাথে ইমেইল শেয়ার করা যায় না।
মেসেজিং অপশন সবার জন্য উন্মুক্ত না রেখে অন-ডিমান্ড করা যায়। কোনো সচলের সাথে যোগাযোগ করতে চাইলে মডারেশন বরাবর একটা সার্ভিস টিকেট জমা দেওয়া যায়। মডুরা তখন ম্যাচ-মেকিং করে দিলেন।
লেখা মডারেট করতেই মডুদের পাওয়া যায় না। আবার মেসেজিং ডেলিভার করার জন্য সার্ভিস টিকেট!
আর এই সার্ভিস টিকেট ইমপ্লিমেন্ট করতেও রির্সোস লাগবে। মেসেজিং বাদ দিয়ে তাহলে লাভ কি?
আহারে... দিঙমূঢ় জীবন মডুদের।
তাহলে বাদই দিয়ে দেন। কোনো সচল যদি যোগাযোগ করতে না চান, তাহলে তার ঘাড়ে এটা চাপিয়ে দেওয়ার অর্থ নেই। কাউকে বিশেষ প্রয়োজন হলে মডারেশনে ইমেইল করা যায়। মডুরা প্রাপককে আরেকটা ইমেইলে বার্তা পৌঁছে দেবেন। তাছাড়া, সচলায়তনের বর্ধন যেহেতু মূলত অর্গানিক, সেহেতু কাউকে না কাউকে ঠিকই পাওয়া যায় কমন ফ্রেন্ড হিসাবে।
এখানে একটা অভিজ্ঞতা বলি, একবার একজনকে ই-মেইল করেছিলাম এই contact form অপশন দিয়ে। কিন্তু তিনি মনে হয় সচলায়তনে সংযুক্ত মেইল অ্যাকাউন্ট নিয়মিত চেক করেন না। উত্তর এসেছিল প্রায় এক/দেড় মাস পরে!! জরুরি দরকারে এমন হলে বিপদ!
তবে সবাই যে নিয়মিত সচলেও লগ ইন করেন তাও না, বেশি ব্যস্ত থাকলে আমি নিজেই অনেকদিন লগ ইন করি না। কিন্তু কেউ কোন পোস্ট দিলে সাধারণত লগ ইন করেন পরপর কয়েকদিন / মাঝেমাঝে মন্তব্যের উত্তর দিতে, বা কখনো অন্য কোন পোস্টের কোন মন্তব্যের প্রয়োজনীয় উত্তর দিতে নতুন মন্তব্য যোগ করতেও অনেকেই লগ ইন করেন। তখন ঠিকই এখানকার অ্যাকাউণ্টে আসা মেসেজ পাবেন, এবং সেটা খেয়াল করে রিপ্লাইও করেন দেখেছি, মেসেজ অপশন তাই অনেক সময়েই বেশি ইফেক্টিভ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
১। লগ অফ অবস্থায় চেষ্টা করে দেখলাম। অনিন্দ্যসহ অনেককেই কোন রকম ই-মেইল পাঠানো যায় না। এরর মেসেজ দেয় -
২। মুর্শেদ ভাই, আপনাকে ই-মেইল পাঠানো গেলো। একটু চেক করে দেখে জানিয়েন পেয়েছেন কিনা।
৩। আরো কাওকে কাওকে মনে হলো ই-মেইল পাঠানো যাবে, কিন্তু আবারো অন্য আরেকটা এরর মেসেজ দিলো - You cannot send more than one message per hour!
তাইলে আর ক্যাম্নে কী??
৪। আগের মেসেজ অপশনে, একাধিক ব্যক্তিকে একত্রে একই মেসেজ পাঠানো যেত, এখন তো ই-মেইলে সেটা হচ্ছে না, না কি আমি বুঝি নাই কী করে করতে হবে?
৫। মেসেজ অপশনটা সবাইকেই পাঠানো যায় দেখে আমার খুব কাজে লাগে (যে কারণে এইটা অন করে দেবার ব্যাপারে আমি নিজে অনেক চিল্লিয়েছিলাম একদা! ) এই গত মাসেও যে সচল আমার ফেসবুকে নেই বা যোগাযোগ করতে পারি না, বা আসল নাম জানা নাই, ফেসবুকেও জানি না যে কে, সেরকম কাওকে জরুরি কনট্যাক্ট করতে খুব কাজে দিয়েছে। আমার খুব পছন্দ এই সার্ভিস।
৬। তবে একই রকম সুবিধাটা ঐ লগড অফ অবস্থার ই-মেইলে থাকলে ভালো। কিন্তু সেটা ব্যবহার করার জন্যে বারবার লগ অফ করা লাগলে আবার খুবই খারাপ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
১। অনিন্দ্য এটা বন্ধ করে রেখেছে। প্রোফাইল এডিট থেকে এনাবল করে নেয়া যায়।
২। পেয়েছি।
৩। এটা ফ্লাড কন্ট্রোল। বদলানো সম্ভব।
৪। সঠিক অবজারভেশন। এই একটা ইউজ কেইস অনুপস্থিত কনটাক্ট ফরমের ক্ষেত্রে।
৫। এটা কনট্যাক্টে ফরমেও সম্ভব।
৬। লগ অফ করা লাগবে না।
৫ এর ব্যাপারে - যদি কেউ ১-এর মতোন অপশন বন্ধ করে রাখেন, (এবং অধিকাংশ ইউজারই জানেন না হয়তো!) তাহলে কিভাবে জরুরি যোগাযোগ করবো?
ওকে, ধন্যবাদ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
যদি কেউ চায় যে অন্যরা তাকে যোগাযোগ না করুক তাহলে তাকে অধীকারটুকু দিতে হবে না?
হুম, তা ঠিক!
তবে এখন কিন্তু ব্যক্তিগত মেসেজ অফ করে রাখার অপশন নেই!
আচ্ছা, contact form ব্যবহার করে ই-মেইল পাঠাতে পারলো ভালো কথা, কিন্তু এখান থেকে কেউ আমার ই-মেইল আইডি দেখতে পাবে? আমি যেমন চাচ্ছি না আমারটা যে কেউ দেখতে পাক।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আছে।
শুধুমাত্র রিপ্লাই দিলে পাবে। রিপ্লাই না দিলে পাবার সম্ভাবনা নেই।
ঘটনা কী?! খুঁজে পেলাম না তো অপশন! খুঁজে দেখেই লিখলাম যে!
আচ্ছা, তাহলে ঠিকাছে। ধন্যবাদ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আইডিয়া না ঠিক, প্রশ্ন। কোনো অনিবন্ধিত পাঠক যদি কোনো লেখকের সাথে যোগাযোগ করতে চায়, সেইটার কোনো অপশন থাকা দরকার কি? কারণ সবাইকে ব্যক্তি নামে, ব্যক্তি ঠিকানায়, ফেসবুকে নাও পাওয়া যাইতে পারে।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
এটা তো এখনই আছে! লগঅফ করে সদস্যদের নামের পাশে আইকনে ক্লিক করুন।
ওকে, ব্যক্তিগত মেসেজিং বন্ধ করে দিলেও কি এইটা থাকবে?
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
অবশ্যই। দুটা আলাদা জিনিস। প্রাইভেট মেসেজিং বন্ধ করলে ওটাই প্রধান যোগাযোগর উপায় হয়ে যাবে।
তাইলে তো আর কিছু লাগে না মনে হয়। এনিওয়েস, পুরানো সুবিধা (যেমন গ্রাফ, ঐটা দেখতে ভাল্লাগতো) ফেরত আসবে না? (আর স্পিচ রিকগনিশনও দেতে হবে )
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক