সচলায়তনে প্রথম পাতায় একই লেখকের একাধিক লেখা প্রকাশে নিরুৎসাহিত করা হয়। কিন্তু সচলায়তনে এখন থেকে দ্বিতীয় পাতা বলে কোনো পাতা থাকছে না। স্ক্রল ডাউন করলেই একে একে লেখাগুলো লোড হতে থাকবে।
সচলায়তনের শুরুর দিকে ব-e নামে ই-বই প্রকাশের একটি ব্যপার চালু হয়েছিলো। অভিনব এই পদ্ধতিতে পিডিএফ না করেই ই-বই প্রকাশ এবং পাঠ করা সম্ভব হতো। বেশ জনপ্রিয় এই সার্ভিসটি সচলায়তন আপগ্রেডের পর হারিয়ে যায়। এই বেলা সেটা ঠিক করা হলো।
Sachalayatan ইংরেজি বিভাগের ধারণা কয়েক বার পূর্বে উল্লিখিত হয়েছে। Sachalayatan ঘটনার পরিবর্তন অগণ্য সঙ্গে, এই অনুরোধ রাখা কাজ করতে তালিকায় অধ: পতন। অবশেষে আমি ছিল বহুভাষী সক্ষমতার উপর Drupal সিস্টেম আমার হাতে করা এবং Sachalayatan করুন এটি করতে সক্ষম হবেন।
আমি আশা Sachalayatan পাঠকদের যতটা ইংরেজি ব্লগ হিসাবে তারা বাংলার এক কাজ ভোগ করবে।
Sachal হতে, Sachal রাখুন।
(গুগল ট্রান্সলেশন)
যুধিষ্ঠিরের সাজেশনের উপর ভিত্তি করে সচলায়তনে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে।
গতকাল অনলাইন ম্যাগাজিন প্রিয় ডট কমের প্রযুক্তি বিভাগ টেক.প্রিয়.কম এ প্রকাশিত একটি সংবাদে সচলায়তনের নাম উল্লেখ করে বলা হয়, ১ ফেব্রুয়ারি বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান পালিত হবে, যেখানে সচলায়তনও অংশগ্রহণ করবে।
আইডিয়াঃ হাঁটুপানির জলদস্যু
রেখা চিত্রঃ জেল পেন পেন্সিল
রঙঃ Corel painter 11
ইঁদুর।
সচলায়তনে অতি সম্প্রতি নতুন কিছু ফিচার সংযুক্ত হয়েছে। এদের বেশীরভাগই পরীক্ষামূলক। পারফর্মেন্স, ব্যবহারযোগ্যতা ইত্যাদি বিবেচনা করে ফিচার গুলো রাখাও হতে পারে কিংবা সরিয়েও ফেলা হতে পারে।
নোটিফিকেশন:
যে কোনো পোস্টের নীচে নোটিফিকেশনে সাবস্ক্রাইব হবার লিংক পাওয়া যাবে। দিন শেষে সমস্ত নোটিফিকেশনের একটা ফর্দ ইমেইল করা হবে আপনার কাছ থেকে।
মনের মুকুরে:
যে কোনো পোস্টে ঢুকলে এখন থেকে হাতের বামে সেই পোস্টের মতো পোস্টগুলোর একটা তালিকা দেখতে পাবেন। "আমারে নিবা মাঝি?" শিরোনামের এই তালিকাটি তৈরী করা হয়েছে আপনি যে পোস্টটি পড়ছেন সেই পোস্টে ব্যবহৃত ট্যাগগুলোর সাথে সচলায়তনের অন্যান্য পোস্টে ব্যবহৃত ট্যাগগুলোর মিল থেকে।
২০১২ নববর্ষ উপলক্ষে সচল এবং অতিথি লেখকদের কাছ থেকে লেখা আহ্বান করা যাচ্ছে। ৩১ শে জানুয়ারীর মধ্যে সচলায়তনে এ বিষয়ে প্রকাশিত সেরা ২০টি লেখা নিয়ে জানুয়ারী মাস শেষে একটি ব-e প্রকাশ করা হবে। লেখায় ট্যাগ ব্যবহার করুন: নববর্ষ ২০১২
ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।