ছড়া কাটাকাটি না করে দিয়েই দিলাম একেবারে।
কৈঞ্ছেন্দেহি এইডা কে?
ভীমকায়া, তবে সে যে কোমল হৃদয়,
কথা কহিবার কালে মাথা নিচু হয়;
হাতে লয়ে পেন্সিল আঁকিলাম তাঁকে,
খোমা তাঁর ধরে না যে কাগজের ফাঁকে
কৈঞ্ছেন্দেহি এইডা কে???
জামাত-শিবির আর নয়া-রাজাকার,
এ ছাড়া কি ছাগলের খোমা নেই আর!
তাই বুঝি হয়ে থাকে! এটা তবে কী!
নতুন এক ছাগলের ছবি এঁকেছি
ব্লগে নাকি লোকে আজ যাই খুশি তা বলে,
তাই দেখে ক্ষেপে গেছে গোটা কয় ছাগলে।
মুঠো হাতে তারা বলে - আইন কর সত্ত্বর,
"অনলাইন জয়স্টিক আইন" - খুবই কট্টর!
অতঃপর লোকে আর যাবে নাকো ব্লগেতে,
ছাগুরাম আনন্দে কফি খাবে মগেতে ...
২২ ডিসেম্বর, ২০১১ তারিখের কালের কণ্ঠে প্রকাশিত একটা খবর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এবার এমপি কোটা! দেখে চোখ আটকে গেল। ভাবলাম ব্যাপারটা এঁকে দেখলে কেমন হয়। তাই আঁকলাম নিজের মত করে।
দৈনিক প্রথম আলো পত্রিকায় ২১-১২-২০১১ তারিখে প্রকাশিত হয়েছে একটি সংবাদ যার শিরোনাম এইচ টি ইমাম বললেন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র প্রকাশ করলে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া উচিত। সংবাদটির শুরুটা এরকম,
এই ছবিটি আমার বাস্তব উপলব্ধির একটা বহিঃপ্রকাশ।
আরেকটা কথা, ছবির বিষয়বস্তুর ব্যাপারে আমি কোন ডিস্ক্লেইমারের ধার ধারলাম না।
এই ছবিতে বুয়েটের যারা মজা পাবেন, বুঝতে হবে তাদের ইস্ক্রুপ ঠিকঠাক আছে। আর যারা আহত-নিহত হবেন, বুঝতে হবে ল্যাঞ্জা বেরোচ্ছে পাতলুনের আড়াল থেকে।
হায়, কবি বলেছিলেন, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি!
জীবাণু, বৃষ্টি, মশা, গুলি ও অপমানের হাত থেকে রক্ষার জন্যে আপনার ত্বককে যেভাবেই হোক দুইশো দিয়ে গুণ করুন।