ফিরে যেতে ইচ্ছে করে আমার ছোট্ট গ্রামটিতে-
আমার ফেলে আসা শৈশব।
গ্রীষ্মের দাবদাহে ছায়ায় আশ্রিত আমি
ঘুমিয়ে পড়েছিলাম,
হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমের পতন-
বরষার ঘণ কালো মেঘ, বৃষ্টির রিমঝিমে
অন্য ভূবনে চলে যাওয়া-
শরতের সফেদ মেঘ ও কাশফুল,
আইল ধরে সামনের সুবিস্তৃত মাঠ
হেমন্তের সোনালী ধান।
শীতের পিঠা, ঘাসের শিশির
কাঁথায় লেপ্টে থাকা আমি-
গ্রামের মাঝে টলমল পুকুরটি
যার পাশে পুরোনো মসজিদ আর...
ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা দিয়ে যাও
আটপৌরে এই সংসারেতে
ধুলায় ধুসর ধরণীতে
প্রাণহীন এই জীবনধারায় প্রাণের পরশ দাও ।
ও চাঁদ তুমি মাসকাবারি লিস্টি নিয়ে যাও
জলজের চাই জলজোছনা
আকাশের নীলজোছনা
রুপালী ওই জোছনাটি দাও না আমায় দাও।
ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা ছড়িয়ে দাও।
শ্রান্ত পথিক নেবে কুড়িয়ে
শ্যামামেয়ে মাখবে গায়ে
ঘুমপাড়ানি মাসি নেবে ভাসাতে ঘুমের নাও।
ও চাঁদ তুমি মাসকাবারি জ...
সমরজিৎ সিংহ
মা তৃ ভা ষা
এ রাত তোমার নামে উৎসর্গ করলাম
এই রাতে আমার শিয়রে বসে থাকো
আমি মানি, ভুল হয়েছে আমার
ভুলে রেখে এসেছি তোমাকে
আহা জন্মভুমি
এই রাত আমার সঙ্গেই থাকো
কী নীরব রাত্রি, কথা বলার ভাষাটুকুও নেই
আমার অক্ষমতার জন্যে এই দশা
কপালই আমকে বলে,
ওই যে পাথুরে ঘাটের ওপার থেকে
আমার দোষেই অভিশম্পাত দিচ্ছে ওরা
আকাশ থেকে ঝরছে আগুরে ফুলকি
কপালে, সব আমার দোষেই
আজকের রাতে তুমি আমা...
যোগসুত্র অনড় আর অদ্বিতীয়-
তোমার আর আমার বড় বেশী নিবিড় বাঁধন!
অস্টেপৃষ্ঠে চৌপ্রহর
বড় বেশী পাংসুটে ধুসর-আলো-দিন!
অস্থির আর অনিয়ন্ত্রিত যুদ্ধদিনে
অনেকেই পেরিয়ে গেলো পথ,
ছায়া কায়া কুয়াশা আর
মোহনায় যতিক্লান্তনিকষআধার!
অথচ তখন দিন ছিল, রাত ছিল,
কারো কারো বোধও ছিল।
কৃষ্ণচুড়োর স্তরে স্তরে জমে ছিল পরাজিত
সারিবদ্ধ পিপড়ের দল।
তারই একপাশে তুমি আর আমি-
বিবমিষা, অসীম উন্মাদনার বাঁশী হ...
দিনের আলোয় ভরিয়ে দিও
আমার রাতের কালো
অন্ধকারের আসন তলে
সাঁঝের প্রদীপ জ্বালো।
রক্তরাঙা সিঁদুর তোমার,
শুভ্র হাতের শাঁখা,
আসনখানি জড়িয়ে আছে
হংসরাজের পাখা!
পূজোর গানে, আমার প্রাণে
জ্ঞানের সুধা ঢালো
অন্ধকারের আসনতলে
সাঁঝের প্রদীপ জ্বালো!!
বিগত জন্মের ক্ষয়ে যাওয়া স্মৃতি আর
মৃত্তিকা-প্রেমের পলল সমভূমির মায়া ছেড়ে আজ
হাত বাড়িয়েছিলাম আকাশের দিকে।
তখনই আকাশ উঠলো কেঁদে,
মেঘে মেঘে সে দেখাল সহস্র বজ্রের ঝঙ্কার,
অতপর: ঘৃণাভরে একরাশ অবিশ্বাসী জল
ছুড়ে দিলো আমার পানে।
হায়, আমি তো একমুঠো নীল চেয়েছিলাম,
নীলকন্ঠের চেয়েও নীলাভ হবো বলে
বাজি ধরেছিলাম প্রেমিকার সাথে।
স্টেম সেল রিসার্চ বন্ধ করে দিয়েছিল ওরা
ওতে ভ্রুণ হত্যা হয় – ওটা পাপ,
তব তা যদি শুধু ওদের ভ্রুণ হয়।
গর্ভপাতেরও চরম বিরোধী ওরা,
ওটি নাকি শিশু হত্যা – মহা পাপ,
শুধু যদি সেটা ওদের গর্ভে হয়।
কিন্তু সেই ভ্রুণ যদি ভিয়েতনামের হয়?
যদি ঐ গর্ভ ইরাকের বা আফগানিস্থানের হয়?
যদি প্যালেস্টাইনের হয়?
তবে তা থেকে হওয়া পরিপূর্ণ মানুষের
চৌদ্দগুষ্টির সমূল বিনাশেও কিছু যায় আসে না।
বর্ণবাদ নাকি উঠে গ...
কে কখন ঘুমিয়ে যায়
তা কি আর সূর্য মনে রাখতে পারে
তার দুনিয়ার এইদিকে দিন
তো ওই পাশে রাত
ভিড় করে আসতেছে সব আলোর অনাথ-
সম্ভাবনা শব্দটির ওপর
আস্থা নাই এমন মানুষ
সঙ্গীমতো দরকার
খুঁজে-খুঁজে তুমি দুনিয়াবিদারী সূর্যের কাছে
এদিকে কে কখন
ঘুমিয়ে যে যায়-
এ-কৌতূহলে তুমি
সূর্যসঙ্গে সন্ধি করতেছো
দুনিয়ার ওপর নজর রাখবে বলে...
... তাই মনফোড় কবিতা লিখবো ঠিক করলাম।
তোমাকে তিব্বতী কোন জপযন্ত্র ভেবে নিয়ে
ঘোরাচ্ছি ফেরাচ্ছি আর
তুমি
বাঁদরের ডুগডুগি হয়ে
পল থেকে পলান্তরে বেজে ওঠো, বেজে চলো
মঙ্গোল প্রান্তরে কোন অশ্বক্ষুর তাল ঠুকে
অথচ আজন্ম জানি
ভালোবাসা অশ্মীভূত হতে শেখে নাই
কিন্তু তুমি ... অবলীলে
পল থেকে পলান্তরে
সঞ্চয়, সঞ্চয় করো
একদিন জমে জমে সবটা পাথর হয়ে যাও।
পেলব পাঁজরে তাই ধরে রাখি
হে হৃদয়,
...
পুনরায় সূর্যগ্রহনের পর
----------------------
পুনরায় সূর্যগ্রহনের পর বন্ধ হয়ে যাবে আমার জবান। যে
জবানীতে এতোদিন আমি বলে যেতাম ভাষাশুশ্রুষার অদম্য
কাহিনী ,তা ও থেমে যাবে। আর থেমে যাবে বনাশ্রুর প্রবাহ।
ঝর্নার অনন্ত উচ্ছাস। উত্তাল সমুদ্রের গান। সবই থেমে যাবে।
প্রেমিকার দুরন্ত চাহনী স্থির অস্তিত্ব খুঁজবে নদীনেত্রে। নবীন
প্রেমিক, প্রেমের নামতা ভুলে গিয়ে ফিরে যাবে কোনো এক
দেউলিয়া গ্রামে। ...