Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

ভালবাসি এবং বিদায়

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ২৩/১১/২০০৮ - ১১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভালবাসি এবং বিদায়

বিদায়ের মধ্যেও তো সৌন্দর্য আছে? দেখ না কবর খানায়
নামাবার আগে সুগন্ধী-সাবান, আতর ছিঁটিয়ে অপার্থিবঅশ্রু
বিসর্জন দিয়ে, তাকে কত যত্নে সমস্ত- ক্ষমায় মাটিতে
ঘুমিয়ে রাখা হয় ; মাটিও তাকে কী আদরে গ্রহণ করে!
আমরাও তো পারি আমাদের প্রেমকে কবর খানায়
ওরকম সৌন্দর্যেই নিয়ে যেতে? আত্মাকে সহযোগিতা করো,
ওতো দরজা জানালাবিহীনই বসে থাকে চিরকাল
শুধু প্রেমের জন্যে। তুমি এসো, সর্...


ব্যাঙ এবং তরমুজ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৩/১১/২০০৮ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৃশ্যমান সাজানো সংসারে অদৃশ্য বাসনাগুলো
প্রতিনিয়ত রক্তাক্ত করে-
হৃদয় ক্রমশঃ হয়ে ওঠে নিটোল তরমুজের মত।
ভালোবাসা ও পরিতৃপ্ত আদর ধীরে ধীরে সরে যায় দূরে-
অচিরেই ভালোবাসা বাসা বাঁধে বোঝাপড়ার সাথে।

সামর্থ্য ও স্বপ্নের বিশাল দূরত্ব সাপের মত আষ্টে-পৃষ্ঠে পেঁচিয়ে ধরে
মহান মানবজন্ম আর আত্মার বিশালতাকে -
নিজেকে উভচর ব্যাঙ বা ততোধিক কুৎসিৎ ক্ষুদ্র কিছু বলে মনে হয়।

আমি ক্রমশঃ ব্যাঙ...


দোলো রাত্রি

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: রবি, ২৩/১১/২০০৮ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার অবিশ্বস্ত রাত সন্ধ্যার পরে লুকিয়ে আসে যেন
অভিসারে প্রেয়সী কাকতাড়ুয়া শুধু হাওয়ায় ছড়াতে পারে
উড়ন্ত চুম্বন- খড় গোঁজা ঠোঁটে নিয়ে কাঠকয়লার দাগ;
মাঠের উপরে নিথর আকাশ। অমারাতের নক্ষত্রমালা
নিঝুম খাঁড়ির জলে সবুজ আলো হয়ে পোড়ে
জলজ মুখোশ ছাই হয়ে পোড়ে জলের শব্দে
যুবকের হাতে সেই জল ভেঙ্গে উঠে আসে অজস্র বুদ্বুদ
শিরায় সবুজ রক্ত, বনবিড়ালির মত চকিতে সরে সরে যায়

নৌকা দোলে। সাথে দোলে
স...


বৃত্তপুরাণ

বর্ণদূত এর ছবি
লিখেছেন বর্ণদূত [অতিথি] (তারিখ: রবি, ২৩/১১/২০০৮ - ৫:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি অলৌকিক বৃত্ত।
জীবনের শুরু,
জীবনের শেষ
ফলাফল, শূন্য।

কল্পলোকের জড়াজড়ি
মহুর্মুহু চুম্বন, আনন্দ
কিংবা
ইশ্বর ক্ষমতা, চিতার দ্রুতি
সুবিশাল রেস, তারপর!

পুরনো সেই একই বৃত্ত,
সেই একই ধ্রুব শূন্যতা।


শিশিরের ট্রেন

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরু কথাঃ "স্ফটিক পৃথিবী" নামে আমার একটি আনকোড়া কবিতার পাণ্ডুলিপি আছে যেটাকে নিয়ে চলছে ঘষা-মাজা। কবিতাটি সেখান থেকেই নেয়া।

এক কণা ধুলোর আশ্রয় মিলেছিল পাতায়
সর্ম্পক গভীর গাছের সাথে তবু ক্ষুদ্র বলয়
সবকিছু তার সীমানার বাইরে মনে হয়
তবু কি এক আশা তাকে জাগায়
শত অণু স্বপ্ন আঁকে পৃথিবী দেখার নেশায়।

অতঃপর সুযোগ এসে যায়
সাহসী হতে হয় নিরুদ্দেশী এই যাত্রায়
বুকের ভেতর জানার নেশা ম...


হৃদয়ের কথকতা . . .

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ৯:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি ছিলাম স্বয়ং বুদ্ধের মতো অর্ন্তমুখী ধ্যানে মগ্ন,
আকাশের নীল, পাহাড়ের সবুজ, সাগরের ঢেউ, কপোতের শুভ্র ডানা,
নির্ঝরনীর বুকে চাঁদের টলোমলো রূপ, বরষার প্রথম
হৃদয় শীতল করা স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়া, মলিন ডায়েরি- রঙিন কলম,
মন খারাপ করা সন্ধ্যায় গিটারের টুংটাং আর হৃদয়ের ক্যানভাসে
হাজারো স্বপ্নের আঁকিবুকি- এই ছিলো আমার নিত্যদিনের সহচর।
আমার নিবিষ্টতা ছিলো একান্ত ভালোলাগায়, নিমগ্নতা ছ...


এমন তো ছিল না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২১/১১/২০০৮ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন তো ছিল না
- তামান্না কাজী

(১)
অসহায় ক্লান্ত শহুরে জীবনে
প্রতিনিয়ত প্রতিযোগিতা -
এমন তো ছিল না শহরটা
ছিল হৃদ্যতা, আন্তরিকতা।
অবসরে ফিরে যাই অতীতে
কখনো নৌকো, কখনো পাখির ডানায় ভর দিয়ে।
ঘুরে বেড়াই স্মৃতির শহরে -
প্রতিটি অলি-গলি যেখানে
গান, সুর আর কবিতায় মুখর।

(২)
আধুনিকতার কুয়াশায় ঢাকা পড়ে গেছে
দেশজ সংস্কৃতির স্বচ্ছ প্রভাত কিরণ।
মুঠোফোনের জালে জনজীবনের আত্মসমর্পন -
আড্ডা ...


আলোয় মুদ্রণ - ০১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২০/১১/২০০৮ - ১১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তেলাপোকা

তেলাপোকা দেখলে খুব মায়া হয়
কেউ যদি তাকে উল্টিয়ে দেয়
প্রচন্ড আক্রোশে হাত-পা ছুঁড়তে থাকে বাতাসে।
কিছুতেই বুঝতে পারে না কি করে উল্টে গেল
কিভাবেই বা সে সোজা হবে।
দয়া করে যদি কেউ আবার সোজা করে দেয়
দ্রুত পালিয়ে যায় বিপদসীমা ছেড়ে।
উল্টে যাবার ও সোজা হওয়ার মধ্যবর্তী সময়ের রহস্য
কোনদিন পারে না উন্মোচন করতে।

আমাদের ঈশ্বরও মাঝে মাঝে আমাদের উল্টিয়ে দেন।

[=20]রাসায়ন...


বেনজিন

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ২০/১১/২০০৮ - ৩:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জার্মান বেনজিন শব্দের অর্থ পেট্রোল বা গ্যাসোলিন

বেনজিন

চাই সময়, নয় হ্যারোইন
না অ্যালকোহল না নিকোটিন ,
সাহায্য নয়, নয় কফে'ইন
চাই ডুনামিট আর ত্যারপেন্তিন !
চাইছি তেল, হবে গাসোলিন !
দাউ দাউ জ্বলা সেই কেরোসিন
অক্টান অনেক .. লেডহীন
জ্বালানী যেন ঠিক
বেনজিন !

বেশ আছি, দেখ বন্ধুহীন
চাই না কোকেন, বা মেডিসিন
চাই না নারী, চাই ভাসেলিন
কি...


আঁধার - ২

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ১৯/১১/২০০৮ - ৫:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই আঁধারে শান্ত হবে
চির বিরহের ব্যথা,
স্তব্ধতাকে করবে আপন
না বলা সব কথা।
কী চেয়েছি, কী পেয়েছি
কিসের আসায় থাকা?
মনের কোণে সংগোপনে
কিসের ছবি আঁকা?
আলোক মাঝে সুপ্ত থাকা
গুপ্ত অনুভব,
এই আঁধারের একান্ততায়
আসবে ফিরে সব!