জন্ম-উত্তরীয় জলে ঢেলে দিয়ে
যূথচারী উঠে আসি মাটি বালি পাথরে-
আমার সব ভাষা ডুবিয়ে দিয়ে,
মন্ত্রময় ভোরের আকাশ হাসে-
সে আলোর ভাষায় কথা বলে,
যে ভাষার কোনো শব্...
সেই এক বর্ষণ নামলো ঝিরঝির
আমার এ চোখে তোমার ও চোখ
কেটে গেলো আরাধ্যের আরেক বিকেল।
সুলতার কাঁচা ঘ্রাণ আমাকেও করেছে মোহিত
বোধের ওপারে ছিলে তুমি
জানোনি ব...
আমি তোমাদের ঝাঁকের কেউ নই,
তাই বুঝি দু'পায়ে মাড়িয়ে যেতে চাও?
আমার ভালবাসা'কে তোমাদের কাছে মনে হয়
আবেগের বিলাসিতা,
যন্ত্রণায় নীল হয়ে যাওয়া এই আমি
...
চতুর্দিকে হাজারটা চোখ আমার দিকে চেয়ে,
একটু এদিক সেদিক হলেই ফেলবে বুঝি খেয়ে।
লোকের কথায় কান পেতে রই, মনের কথায় ফাঁকি,
দেখবে লোকে - সেই ভয়েতেই মুখ লুকিয়ে থ...
বনের পশুরা এখন কেউ আর নেইকো বনে,
বন ছেড়েছে কবেই তারা সংগোপনে।
নেইকো হেথায়, নেইকো সেথায় – হারিয়ে তবে গেল কোথায়?
তবে কি তারা চলেই গেল বনকে ছেড়ে!
কিংবা গেল ক...
স্বতন্ত্র আক্ষেপে নিমগ্ন
ব্যক্তিত্ব ছিঁড়ে বিক্ষিপ্ত গতি
সম্ভ্রমহীন শোকের সাগরে
গা ভাসায় আর আমি
তোমার বেগুনী চামড়ায়
লেপ্টে দিতে চাই শুকনো অস্বস্তি ...
ভোরজীবনের পরের জীবন
----------------------------
ডুবুরীর কৌশল শিখে ডুবেছিলাম রাতের রতিতে।
যখন জেগেছি ;ভোর এসে দিয়ে গ্যাছে অন্যজীবন।
অন্য এক অংকের অহংকার শিখিয়ে আমাকে ...
১.
কামার্ত হরিণী চোখের দিশা পেলে
হতেই পারি তৃষিত-উন্মুখ,
বাঁকে বাঁকে প্রেম যমুনার ছলাৎছল
আকন্ঠ জলে মজে রতি-সুখ।
২,
ঘাটে ঘাটে চন্দ্রমুখীরা যদি
ভ...
এই রাস্তার একটা দোষ আছে
দোষটা আসলে ফুলবাগানের। বাগানে মায়া মায়ায় অনর্থ।
অনর্থে উত্থান। তাই এড়িয়ে চলাই ভালো। নইলে দোষে হবে
পরিত্রাণ।
দোষটা দোকানের...
ঈর্ষাতুর নই, তবু আমি
তোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দর
জামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও,
কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও,
ফুর্তি করো সবান্ধব
স...