একদিন এমন ঘোর অমাবস্যা হবে।
চন্দ্রিমার রাতে একবারও মনে পড়েনি।
ব্যাপক জ্যোৎস্না-স্নানে
মনে পড়েনি---মিতব্যয়িতার কথা।
নাহলেতো ঠিকই--
এই ঘোর অমাবস্যার জ...
কবেই তো ম'রে গেছে লৌহজং
সাথে করে নিয়ে গেছে শৈশব-কৈশোর
ধলেশ্বরী এখনও সতেজ
তবু যমুনার চরে ওড়ে এক ঝাঁক পাখি।
নদী-খাল-বিল-গজারীর বন ঘেরা
সেই স্নিগ্ধ সবুজ শ...
কি নিয়ম শুদ্ধতার?
অন্তরস্থ সমস্ত অগ্নি প্রজ্জ্বলিত করে
কাষ্ঠ বৎ পুড়ে যাবে কাষ্ঠ-পুত্তলিকা?
এমন জ্বলন-
জ্বলন্ত শবের তাপে তৃণখন্ড ছাই?
বিষদাঁত ভেংগে দি...
কথা বললেই মুখোশ প'রে ফেলবার
কথা বললেই মুখোশ বেরিয়ে যাবার
ভয় থেকে কথা বলি না
মানুষকে তবু করুণা করে কেউ? কথা
নিজের মতো অনবরত নিজেকে ব'লে যায়
আর মুখোশ জমে ...
আমি আছি, তাই আছে পৃথিবীর রূপ,
আমি নেই - কিছু নেই, সব নিশ্চুপ!
যত কথা, গান, আছে যত ভালবাসা,
বেঁচে আছি, জেগে আছে সুদিনের আশা।
জগতের পরিসীমা মনে লেখা আছে,
যা দেখি...
মেঘমিনারের জ্যোত্স্নারঙের পাখি
রাতমোহনার অলীক চক্রবাকী-
হাত বাড়িয়ে যেই না ধরতে চাওয়া
মুঠায় থাকে হাল্কা হাওয়ার ফাঁকি!
আঁক কষলেই শুভঙ্করের ফাঁকি
চা...
যামিনী ঘনায় কালো,
কামিনী সুরভি ঢালো,
ডাকি নি - তবুও এলে কাছে।
নিরবে নিশীথে এলে
গোপনে চরণ ফেলে,
দেখি নি - হারিয়ে ফেলি পাছে!
আমার শহর নাই কালোনদীর ওপারে আমাদের গ্রাম
সৌহার্দপূর্ণ মাটির ঘ্রাণে ডুবে থাকা কালচে রঙের মানুষেরা আমার পূর্ব-পুরুষ
মাঠের চোওয়ালে তাদের ছায়া – কোকিল, ভ...
কৃষ্ণবন
পাহাড়, তোমাকে নিষ্ঠুর কষ্ট দিয়েছে এই কৃষ্ণবন,
বুক কেটে বসিয়ে দিয়েছে লম্বা রেলপথ, বানাতে চেয়েছিল
তোমাকে নাকউঁচুনগরী, অথচ এমন তার ভাবখানা
যেন ...
নিঃসংশয় অন্ধকার থেকে
হেঁটে যাই সংশয়ী আলোর দিকে-
পায়ে বাধা আসে, শঙ্কায় কেঁপে ওঠে দখিণ হাওয়ার মর্মর
তবু পুরানো দীর্ঘশ্বাস মুছে ফেলে
এগিয়ে যাই আস্তে আস্...