জন্ম নাও উত্তরের পাখি, প্রশ্নগুলো আমারই থাক
কেউ দেখা পাক কিংবা না পাক
তুমি ঠিকই একদিন জেনে যাবে
প্রকৃত উড়ালের গোপন হলফনামা , পাবে
দেখা সকল বিরহী বয়নের
...
সুপ্রাচীন পর্বতের আড়ালে লুকিয়ে থাকে
আমাদের সোনালী সাধের দেশ, দুধ মধু বহমান যে দেশে-
হীরামুক্তার ঝলকানিতে যেখানে চোখে ধাঁধা লাগে।
যেখানে ঘুরে বেড়ায় গো...
ঝড়ের মাঝে জন্ম তোমার
উড়িয়ে দিলে আমায়
বৃষ্টিফোঁটা নকশী হলো
আমার সাদা জামায়
ঠান্ডা জলের হিম ছোঁয়াতে
গায়ে কাঁপন ধরে
অশ্রু ধারা তপ্ত গালে
জলপ্রপাত ...
উদীয়মান সূর্যের দিকে চেয়ে আছি
এক চক্ষু মেলি,
আরেক চক্ষু আঁধারে দিয়েছি জলাঞ্জলি।
সবুজ পাতায় শিশির ঢল,
মনের গহীনে ঝড়ের মাদল;
বৈপরীত্যের দ্বন্দে জয়ের পা...
কয়টি শিকে দাঁড়িযে থাকে
একটিমাত্র ছাতা-
বরষায় এমন অনুসন্ধিৎসা
সহজ সরল
স্বাভাবিক
মন, গোপন কথা
বলো না কাউকে
এ-যুগে শেষমেষ
আমরা কেউই
গোপন থাকতে পারবো ন...
"কথামালামেঘ কথামালামেঘ, কোথায় তোমার বাড়ি?"
-আমার বাড়ি অনেক দূরে, অনেক দিনের পাড়ি।
-"সেই যে শুনি সূর্যপ্রাসাদ পুব সাগরের তীরে-
সেই প্রাসাদেই থাকো বুঝি শঙ্...
সকালে বেরিয়েছিলেম বাইরে।
একটু বাতাস ছিল, সামান্য কনকণে ঠান্ডা- গতকালের মতোই,
তেমন বেশী নয়, একটু রোদও ছিল কুয়াশার ফাঁকে।
কিন্তু সহসাই সে বাতাস কৌণিক হয়ে...
আজ ২৬ সেপ্টেম্বর ২০০৮। শুক্রবারের এই ভোরটি বৃষ্টিতে ভিজে
জেগে উঠেছিল নিউইয়র্ক নগরে। সূর্যটাকে ঢেকে দিয়েছিল মেঘ।
একধরনের বিমূর্ত শূণ্যতা ঘিরে রেখেছ...
নিকষ ঘন আঁধার মাঝে
কোথায় অচিন ঘুঙুর বাজে,
স্বপ্নপুরীর কোন রমণী
ত্রস্ত লুকায় কপট লাজে!
প্রাণের মাঝে জাগলো কী ঢেউ,
কেউ জানে না, গোপন থাকে,
আঁধার শুধু কষ্ট ...
বৃষ্টিরাতের কান্না চোখের পাতায় ঢাকা থাক
দুঃখকুঁড়ির বুকের ভিতর জলের ফোঁটার ঝাঁক,
আশমানি ভোর, তুলোর পালক
ঢেউয়ের তীরে অবাক বালক-
আকাশ-সাগর উজান বেয়ে আলো...