নতুন শহরে আমি রাস্তা হারাই বারবার
ঝকঝকা কাঁচের দালানে পুরোনো ইটের স্পর্শ খুঁজে খুঁজে হয়রান
মসৃণ ধাতব ক্যানভাসে রঙচঙা শিল্পের মিশেল
প্রকট উৎকট এখন সম...
কাঁদছে মানুষ, কাঁদছে দেখ
দিবস কিম্বা রাত্রিভরে-
স্তব্ধ পায়ে- আদুল গায়ে
ভর-দুপুরে কাজের ঘোরে -
কাঁদছে মানুষ, কাঁদছে মানুষ
জরায় কিম্বা ঝড়-তুফানে -
কুকুর-স...
কথাগুলো থেকে যাক বুননের বিক্ষিপ্ত সীমানায়
যারা চলে গেছে কিংবা প্রতিদিন যায়
ফুল কুড়িয়ে , নগর সাজাতে
অথবা ধর্ষিতা কিশোরীর সমাধিতে
জানাতে অর্ঘ্য, তাদের ...
আর একবার যদি ঘৃণা কর
এই শেষবার বলে রাখলাম
কেউই রেহাই পাবেনা তোমরা
শরীরে আমার ক্যান্সার কোষ,এইডস এর জীবানু
রক্তকে দূষিত করবো আমি তোমাদের।
আর একবার যদি...
আর কত শোনাবে তুমি দুঃখের ভৈরবী ?
আমি তো শুনতে চাই ট্রাম্পেটে উৎসবের সুর ।
অথবা তোমার মুক্তোঝরা কণ্ঠে-
আশার বাণী, বসন্তের গান কিংবা
অনাগত সুখে ঝলসানো সব ...
নাগরিক
হে নগর সন্তান
আজ রাতে বাইরে তাকাও
মেঘ মুক্ত আকাশে সেরে নাও তোমার জোছনা বিহার
কারণ?
হয়ত বা কাল তোমার দৃষ্টি কে করবে আড়াল কোন কঙক্রিেটর দেয়া...
১॥ পাহাড়চূড়ায় উঠছি
খাটো দেখাচ্ছে কাউকে কাউকে, খাটো দেখাচ্ছে
খাটো হয়ে যাচ্ছি , আমিও খাটো হয়ে যাচ্ছি ।
২॥ টেবিল থেকে পড়ে যাওয়া কাঁসার থালার মত বেজে যাচ্ছ...
যুদ্ধের ময়দানে ট্রেনার না থাকা স্বাভাবিক
কেননা মন্ত্র দেয়া হইছে আগে-
এক শত্রু এক বুলেটে।
তখন মনে শুধু
ধনে পরাস্ত মৃত-গৌতম হাসে
বুলেটের বদলে জীবন
শত্...
তুমি এসে আর কভু দাঁড়াবেনা এই জনপদে,
আর কভু দেখবেনা-
গাছের পাতায় তোলা উদাস কাঁপন।
সকালের সোনা রোদে, আর কভু হাসবেনা
আমাদের রঙীন স্বপন।
প্রতিকূল ঢেঊ ভেঙে...
বাবা-মা আমার ওপর ভরসা রাখে না আর
আমার চশমা-পরা চোখ ধরা পড়েছে
তোমার সঙ্গে দেয়াল রাখি না দেখতে পাচ্ছে
এখন বর্ষা ছাড়া আকুল হওয়ার নেই
শুধু বর্ষা এলেই
দ্যাখ...