Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

ভাঙতে ভাঙতে

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ৩০/০৬/২০০৮ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাঙতে ভাঙতে

বিমূর্ত শব্দগুচ্ছের পালক খুঁজতে বেরিয়েছে
গুটিকয় স্বজনের চোখ।
সমস্যা হলো শঙ্খের সাদার মতো
পৃথিবীর ধূল-জমায় লেপ্টে থাকা বুক
সমুদ্রকে ধুইয়ে দিতে বললেই
দু’কদম পিছিয়ে গিয়ে সমুদ্র বলে কিনা
কবি আর কথক থেকে বিচ্ছিন্ন ...


দিন ঝরে যায়

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: রবি, ২৯/০৬/২০০৮ - ৪:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিন ঝরে যায়
সোনালী সবুজ নাকি কালো?
অলস বিছানা এলোমেলো
ছেঁড়া স্বপ্ন, বিচ্যুত সময়
কি যেন করার কথা ছিল
যাবার কথাও ছিল কি কোথাও?

স্বপ্নে চলি পথ
কালো আঁধার পথের বাঁকে
যে জোনাকীরা বলেছিল পথ দেখাবে
লুকিয়েছে তারা আজ ঝোপের আড়ালে
দিশাহ...


সেইসব পাখিরা আর পাখিদের মত ঘুরে বেড়ানো মানুষেরা

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: রবি, ২৯/০৬/২০০৮ - ৭:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অজস্র মাইল ঘুরে আসে সেইসব পাখিরা
অস্থিতে কনকনে শীতের গন্ধ ,সামান্য উষ্ণতার আশা
সাইবেরিয়ার অরন্য দু চোখে বয়ে নিয়ে
এইসব ধানের দেশে আসে সেইসব পাখিরা -
কোন শীতের সকালে বিলের পানিতে পা ডুবিয়ে উষ্ণতা খোঁজে
ঘোলে চোখে দেখে যায় মৃদু বৃ...


হে মকর কূলের অন্ধ-কালা পুরোহিত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: রবি, ২৯/০৬/২০০৮ - ৪:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কখনো শিখিনি আত্মসমর্পণ;
নোয়াতে শিখিনি মাথা রক্তচক্ষু আর
তেল চকচকে ব্যাটনের কাছে। কখনো ভুলেও
প্রভূর পা-চাটা গোলামের মত কিংবা সৌখিন
কোনো প্রভূভক্ত কুকুরের মত
প্রকাশ করতে শিখিনি বিনয়। যদি তুমি ভেবে থাক
দু মুঠো অন্নের প্রতিদান...


স্মৃতি মাতৃক খুচরা কষ্ট

সুমন সুপান্থ এর ছবি
লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: শনি, ২৮/০৬/২০০৮ - ৩:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্মৃতি মাতৃক খুচরা কষ্ট

সু ম ন সু পা ন্থ

সারারাত মুখরিত দহন; মথুরার গল্প নেমেছে পদ্যসুরে
ঘুমহীন মফস্বল কবি গ্রন্থিত হই শিশিরে পুনবার
কতোবার বলেছি আমার শহর দেখতে আসো যোজন দূরে
নিভৃত নিধুবনে নিঃস্বরাত জানে মর্ম, হৃদি যাতনার !...


ভুলো মন, স্বস্তি চাই

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ২৭/০৬/২০০৮ - ১১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এতোটুকু স্বস্তি চাই, ভুলো মন যাস নে রে ভুলে
তোরও কপালে আছে লেখা মাটির গভীরে ঠাঁই
শহরে বন্দরে ঘুরে ঘুরে যা কিছু মাড়ালি তুই
সেখানে কালের ভাঁজে যতো পদছাপ চিহ্ন জুড়ে
তোর কোনো আলো করা স্মৃতিছবি সুখছোঁয়া নাই
ভুলো মন তোর ভুল করা জীবন...


শব্দের খোঁয়াড় (খণ্ডকাব্য)...০৪

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২৭/০৬/২০০৮ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[একটু কৃতজ্ঞতা তোলা থাক্ ব্লগার নজরুলের জন্য]

(১৬)
মানুষ যতোটা নির্দয় হয়, আত্মপ্রেমী ততোটাই ;
প্রেমিকের চেহারাও কি তাই সমান নির্দয় ?

(১৭)
অন্যের পাগলামো দেখে এতো যে আমোদ খুঁজি
নিজের পাগলামিকে সুড়সুড়ি দিতে ?
মানুষ অসুস্থ প্রাণী, এ...


পিঙ্গলাকাঠির বুবুজান

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: বিষ্যুদ, ২৬/০৬/২০০৮ - ৪:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকগুলো বছর পার হয়ে গ্যাছে
ছুটি না চাঁদেও সাথে। রাজা-ফড়িঙ আর
বর্ণিল প্রজাপতির পেছন পেছন দিগবিদিগশুন্য চলি না আর ছুটে
অবাধ মধ্যাহ্ণ রৌদ্র-রুদ্র খোলা মাঠে।

কাদা মেখে সারা গায়ে, দুটো কি একটি মুরলা বঁইচা
ডানকিনি আর কৈয়াবান্দি প...


শুধুই ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ৪:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১. আমার বুকপকেটে তার আধখানা ছবি,
আর আধখানা খেয়েছে উইপোকা কোন কালে,
আধখানা মুখ খুঁজে বেড়ানোই সবই,
শুধু আধখানা দিয়ে কি আর চলে?

২. আতাতায়ী প্রেমিক আজ
উড়িয়েছে শান্তির নিশান,
ভালোবাসা পোষ মেনেছে হীরে আর জহরতে
প্রেমিকা ত...


নৈঃশব্দে একাকী বাস

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ৩:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

নৈঃশব্দের পাঁজরে রেখেছি গেঁথে আমার নির্মল একাকীত্ব
সব সম্পর্কের সূতা ছিঁড়ে বেছে নিয়েছি অচিন বাস বহুদূরে
হাসি নেই, কান্না নেই- আছে শুধু নৈঃশব্দের রিক্ত হাহাকার
উদাসী স্বপ্নেরা হাসে বেদনার সুনীল দিগন্তে মিলেমিশে।

নিরালায় মৌ...