Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

পয়দা হয়েছি দুর্ঘটনাক্রমে ১

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২০/০৬/২০০৮ - ১:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন সেরকমই মনেহয় তোমাকে

জীবন এগুতে থাকে আর হিসেবের কম্পাস নির্দেশ করে
আচানক আজগুবি ফলাফল -
বিশ্বাস করতে মন চায় না সেসব!

তুমি দূরে সরে যাও অচিন অতিথি পাখির মতো
তুমি দূরে সরে যাও মেঘের ছায়ার মতো
আর এগিয়ে আসো বাবা-কুমিরের নিষ্পল...


শব্দের খোঁয়াড়(অণুকবিতাগুচ্ছ)- ০৩

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০/০৬/২০০৮ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শব্দের খোঁয়াড়(অণুকবিতাগুচ্ছ)- ০৩

(১১)
আপন চেহারা যার অনুপুঙ্খ পরিচিত খুব.
নিজেকে সে চেনে কি আদৌ ?
জীবন শুধুই তার প্রসাধনময়।

(১২)
তৃষ্ণার্ত মানুষ কি ক্ষুধার্তও হয় ?
আসলেই ক্ষুধার্ত যে
সে কি তৃষ্ণার্তও নয় ?

(১৩)
মূর্খের হাতে পরেছ...


অমীমাংসিত পাথরের কাজ

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ৬:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অমীমাংসিত পাথরের কাজ

বলতে যেয়েও বলোনি
অপেক্ষায় আছি
একদিন সময় আসবে
নিজ থেকেই বলবে তখন
ভারী ভারী পাথরগুলো জড়ো করে
আসলে করো কী তুমি?

মীমাংসিত নয় কোনো কিছু
তুমিও তা জানো
কেন অনর্থক জীবন গোছাতে বলো?

এই পাথরভাঙা শ্রমিকের কাজ
কা...


বৃক্ষ সংলাপ

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বৃক্ষ সংলাপ

- আচ্ছা, বলতে পারো
এরকম মাতাল জ্যোৎস্নায় চাঁদেরা উচ্ছল হলে
বৃক্ষেরা এতো বেশী নুয়ে পড়ে কেনো?
- বৃক্ষরমণীর বুকে রাতেরা সরব হয়, তাই
- বুঝতে পারি না যে...
- তুমি তো বৃক্ষ নও
- তবে তুমি কী?
- আমি যে আর জন্মে বৃক্ষই ছিলাম
- তুমি জন...


নন্সেন্সঃ ১ - ভূত চেপেছে ঘাড়ে!

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ১২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবি অকবি নির্বিশেষে আমার সব বন্ধুরই কবিতা লেখার অভ্যাস নাকি খুব ছোট কালের। আমার নিজের বেলায়ই কেবল ব্যতিক্রম। পুরনো ডায়েরী ঘেঁটে তাই মশাবিষয়ক হতাশা কাব্য ছাড়া আর কিছুর খোঁজ পাওয়া যায়না। বাঙালি আর দশজনের মতই দ্বিতীয়বার কবিতা ল...


বৈপরীত্য

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ১৮/০৬/২০০৮ - ১২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বছরে একটি দিনে রাজাকে ঘরে ডেকে নিয়ে যায় রাণী মৌমাছি। শৃঙ্খলে শৃঙ্খলে শোষণ করে পুরো একটি বছরের জন্য তাকে ছেড়ে দেয়, মুক্ত কিংবা স্বাধীন হতে। বাতাসে তখন কথা ভাসে- মুক্তি যেখানে উপেক্ষার নামান্তর, স্বাধীনতা সেখানে স্বর্গের মতো একঘ...


প্রতিশোধ

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ৬:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।

ধোঁয়ায় মিশে যাই
ডুবে যাই কালোয় সাদায়
বুক ভরে ধোঁয়া তবু পাওয়া যায়
সিগারেট ফেলে না ধাঁধায় ।


বছরগুলো সেকেন্ড হ'য়ে কম্প তোলে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমায় ভেবে একলা একা উদাস দুপুর
দীঘির জলে পালক ঝরায় হংস মিথুন।
হাট-খোলা ঐ জানলা দিয়ে আকাশ নামে
মনের পাখি নীল ছুঁয়ে যায় উড়াল দিয়েই।
মৌনতা খায় ব্যাকুল দু'চোখ দূরের দেশের
স্মৃতির পাতা উল্টে দেখি তোমার ছবিই;
থই থই থই জ্যোছনা প্লাবন ঝ...


বসুর অক্ষরগুলো

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বসুর অক্ষরগুলো

পঙক্তির নাভিমূলে অচেনা খোড়ল দেখে
বিস্মিত হচ্ছো কেন !
অভিধান কেটে গেছে অনিচ্ছের উঁই ;
অক্ষরেরা আপাতত স্বাধীন এখন।
আরেকটু উপরে দেখো-
যন্ত্রণার ঢিবি দুটো নরোম পাথর হয়ে
অবাধ্য মাথা নেড়ে না না নয়,
ডাকছে কাকে !
দুঃসহ ...


কী করে ভুলবো আমি কী করে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: সোম, ১৬/০৬/২০০৮ - ১১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনে পড়ে ম্লান সেই সব দিন
লম্বা তালপাতা ফুটন্ত পানিতে
সিদ্ধ করেছে মা
নারকেল ছোব্রা পুড়িয়ে কয়লা
তার থেকে কালি
দোয়াতের মুখ ভালো করে আঁটা
কালিতে কাপড় নষ্ট হতে পারে!
বাঁশের কঞ্চিতে বানানো কলম
গোল করে বাঁধা পাতার মাদুর
এই তো প্রস্ত...