অবশেষে থাকে না কেউই
সব চলে যায়, সব চলে যায় স্বার্থপরতার মোহে
অকাট্য সম্পর্ক সূতার বাঁধনে আটকাতে পারে না কাউকে
ভরাট নদীর ছলাৎ ছলাৎ জল শূন্য হয়ে যায় শেষে
হৃদয়ে ফারাক্কা বাঁধ শুষে নেয় সম্পর্কের সুজলা আধার
তারপর রক্ষশ্বাস শীত এলে ...
পাঁচিল
- কমলেশ পাল ("সেই মুখ সেই আর্তনাদ" কাব্যগ্রন্থ থেকে)
============================
দুটি বাড়ি পাশাপাশি, তাদের সম্পর্ক পঁচিলের৷
এ বাড়িটি বড় নয়,
ও বাড়িটি এর চেয়ে বেশি কিছু নয়৷
কেবল দু-পাশ থেকে দুই জোড়া হাত
বড় করে উঁচু করে তুলেছে পাঁচিল...
আজ আষাঢ়ের প্রথম দিনে-
আসলে তুমি,
বললে কথা তোমার সুরে,
অনেক দূরে
পরীর দেশে ঘুম মেঘেরা-
ঠাসবুনোটে
মর্ত্যবাসীর স্বপ্ন আঁকে।
আজ আষাঢ়ের প্রথম দিনে-
হাসলে তুমি,
তোমার হাসি বৃষ্টি নামায়
ভিজিয়ে আমায়
দেয় ফিরিয়ে স্বপ্নগুলো-
হাত পেতে ন...
(সুদীর্ঘ প্রায় পাঁচ বছর কবিতা না লেখার পর প্রথম লেখা কবিতা)
বহুদিন মাথার ওপরে ছাদ
ছাদের ওপর আকাশ অন্ধকার
বহুদিন পূর্ণিমার চাঁদ দেখা হয়নি, অমাবস্যাও না
বহুদিন এই পা স্পর্শ করেনি মাটি
এই হাত ছোঁয়নি কোনো পাতার শরীর
বহুদিন নদীতে ...
সন্ধ্যায় বৃষ্টি এলে
সু ম ন সু পা ন্থ
সন্ধ্যায় সামান্য বৃষ্টি... বৃষ্টি খেলতে শহরে এসেছেন বাল্মীকি
বিভঙ্গ চৈতন্যের কাব্য হবে এবার, এ সন্ধ্যায় আমরা কি লিখি!
প্রত্ন সভ্যতা বার্ধক্যে গ্যাছে এমনই প্রশ্নের তোড়ে -
ফি-সন্ধ্যায় আমরা উ...
পলিপ্যাকে মাদার ডেয়ারি
-কমলেশ পাল
----------------------
অঝোরে রোদ্দুর ঝরছে
লোকটি যাচ্ছে তারই মধ্যে দারুণ মেজাজে৷
ছাতা নেই, অথচ কী ভাবে
দুপুর অগ্রাহ্য করে হাটছে স্বাভাবিক! -
তোমার বিস্ময়৷
অবশ্যই ছাতা একটি আছে
যা অদৃশ্য আমাদের ধুলোপড়া ...
স্বপ্নগুলো আকাশ জোড়া
স্বপ্নগুলো মেঘের ঘোড়া
স্বপ্নগুলো জোনাক পোকা
জ্বলছে নিভছে থোকা থোকা
বৃষ্টি ভেজা মুখটি তোমার
দেখেছিলাম গাঁয়ের বাঁকে
সেদিন থেকে স্বপ্ন-ঘোড়া
দিচ্ছে পাড়ি জীবনটাকে
স্বপ্নগুলো ছিলো বলেই
ছুঁলাম তোমার ভরা ...
অণুকবিতাগুচ্ছ- ০২
(০৬)
স্বপ্নের লাল ফিতে মেপে মেপে বানিয়েছি ঘর,
সব কিছু আছে তার
নেই শুধু ভিতের পাথর।
(০৭)
আকাশটা বড়ো খুব, স্বপ্নটা আরও,
যে শুধু স্বপ্নই দেখে
আকাশ কি হারিয়ে যায় তারও ?
(০৮)
শব্দের বন্ধনে এলে অক্ষর অমর্ত্য হয়,
জীবনে...
কতো সহজেই মানুষ সবকিছু যায় ভুলে
অতীত স্মৃতি, ভালোবাসাও তুচ্ছ হয় বৈষয়িক যাপিত জীবনে!
তার সাথে কথা হয় সাধারণ বোলচালে, বলি হাই-হ্যালো
বুকের গভীরে আকুপাকু করে স্মৃতির পায়রা পাখ নেড়ে
মন খুলে যতো বলি 'ভালো থেকো, মাঝে মাঝে দিও ফোন'
তবু ফ...
তুমি পাগল হয়ে যাচ্ছো
তুমি আবার পাগল হয়ে যাচ্ছো
এটাই আমার দুঃখ।
শিশিরপংক্তিগুলো মুছে, মাড়িয়ে হেঁটে যাচ্ছো,
এটাই আমার দুঃখ।
তুমি কল্পিত হয়ে যাচ্ছো, কল্পনা হয়ে যাচ্ছো,
তুমি নদী ভুলে যাচ্ছো,
এটাই আমার দু:খ।
তুমি কবিতা ভুলে যাচ্...