অনুকবিতাগুচ্ছ- ০১
(০১)
চোখের উঠোন জুড়ে গভীর সাঁকো,
কে যে কোন্ পথে যাবে ডুববে কোথায়
চোখও কি জানে তা !
(০২)
দৃষ্টির পাড় বেঁধে চোখের সীমানা দেবে ?
গভীর কলঙ্ক হবে। বৈধতার ঘোড়াটাকে
কী করে খাওয়াবে বলো কেটে রাখা সংস্কারের ঘাস !
(০৩)
নামে...
২০০৮ এর বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ কষ্টালজিয়া প্রকাশিত হয়। বিভিন্ন কারণে পরিচিত অনেকের কাছেই বইটি পৌছেনি। কষ্টালজিয়ার প্রথম তিনটি কবিতা এখানে দিলাম। পর্যায়ক্রমে অন্য কবিতাগুলোও সচলে প্রকাশ করার আশা রাখি।
তুইপিডিয়া
...
আকাশ ঝলসাতে চায় হৃদয়ের আলো, জ্বলে অন্তর্লোক
ভুলে যাই হৃদয়ের যতো পুরাতন ব্যথা, আছে যতো শোক
মাকড়সার জালের মতো বুকের অলিন্দগুলোতে
ঢাকা যতো আছে সুখস্মৃতি মলিন ধূলোতে
আজ দু'হাতে তাদের টেনে তুলে আনি বুকে
মেলে ধরি সকালের আলো দৃষ্টির ...
অনবধানবশত ছিঁড়ে পড়া দড়িটা মেঝেতে লুটিয়ে খুঁজতে লাগলো কিছু একটা- এ প্রান্তে তো একটা গলা থাকার কথা! দড়ির দু'প্রান্তই শাসায় অন্যকে- জানিস না, গলা ছাড়া ছিঁড়ে পড়া দড়ির কোনো মূল্য নেই?
তখুনি সিটি কর্পোরেশনের গাড়ি এসে দাঁড়ায় দুয়ারে।
ঝরে গেছে চিরল চিরল ঝাউয়ের পাতা
খরার প্রতাপে সারা মাঠ চৌচির, ফাটা
মাথার ওপরে মেলে ধরে মেঘের ছাতা
চৈত্রের রাস্তায় এইতো চলছে পথ হাঁটা।
পথ চলে গেছে কোথায়, কে জানে!
দূরের সারথী কাছে এসে বলে
পথের নেশা দূরকে কাছে টানে
কপালের ভাজে বাল...
আজকাল অধিকাংশ রাত কাটে নিদ্রাহীন
পক্ষাঘাতগ্রস্ত সিংহের মতো শুয়ে থাকি
যৌবনের সিংহময় স্মৃতিগুলো হুংকার দিয়ে ওঠে তন্দ্রা কাঁপিয়ে
আমি শূন্যে হাত ছুঁড়ে তাড়া করি অলীক মাছিদের
আর উদ্ভট সব স্বপ্নের ভেতর দেখি -
বাকশক্তিহীন সেই পশু...
নিঝুম (উৎসর্গ: নিঝুম নামের মায়াবী সচল ব্লগারকে)
মৃত্যুর কাছে দিয়ে খুব হেঁটে যায় যারা
এরা তো মৃত্যুকে চিনেই ফেলে ঠিক !
আর মৃত্যুও আপন ভেবে ভুলে যায়
অনিবার্য ধ্বংসের গ্রাস, ভাবে-
সে তো আমারই লোক।
অতঃপর হয়ে ওঠা মৃত্যুঞ্জয় এরা অমর্...
এক এক করে সব সয়ে যায় ঘোরলাগা দিনে
সহ্যের অতীত থাকে না কিছুই কোনোকালে
দুঃখের বসত পাল্টায় গলির মোড়ে এসে
ঠিকঠাক সাজিয়ে নেয় তৈজসপত্র, আসবাব, বাড়ি
নতুন ঠিকানা খোঁজে পোড়খাওয়া মাটির হৃদয়
যে দেনায় কেটেছে অতীত দিনলিপিভার
মৌসুমী প্রণ...
ডোনাও আমার দু:খ আমার প্রেম
ডোনাও এর তীরে আমরা বসতে চেয়েছিলাম
তোমার পরিচিত এক পাথরের পরে
দু'পায়ে জল ছুঁয়ে ছুঁয়ে
রৌদ্র খেলবে জলে
গাঙচিলেরা উড়ে যাবে মাথার উপর দিয়ে
রোদ মাখা রঙে
আকাশটা হবে অসম্ভব নীলা
তরুকুল ছায়ার আল্পনা আঁকব...
যে বুঝতো সে এখন আর কাছে নেই
অনেক অনেক দূরে, দ্বন্দ্বের গিরিগহ্বরে
হেমন্তের ঘোড়া তাকে নিয়ে গেছে উত্তরে
উতসব পড়ে রইলো শূণ্যতা ঘিরে
সব কিছু শুনশান শূন্য শূন্য হয়ে গেলো
যে বুঝতো সে এখন আর কাছে নেই
অকস্মাত মাঝরাতে
যখন চাঁদের আলো হ...