অকস্মাৎ আলো নিভে গেলে থোকা থোকা অন্ধকার
দৃষ্টিপথে নৃত্য করে অবিরাম। জ্বলে জোনাকীরা
যেন হতাশার কালোতে আলোর বুদবুদ অগণিত।
অচেনা আঁধার ভাসানের স্রোত হয়ে
টেনে নিয়ে যায় বুঝি বাকি অবলম্বন; অতি প্রিয়জন সব
হয়ে যায় যেন দূরলোকে মেঘেদ...
মাঝে মাঝে ঘোরের মধ্যে ঠিক এ রকম একটা পথের দেখা পাই,
স্পষ্ট দেখি - একটা অন্ধগলির শেষ প্রান্তে এসে ঘুরে দাঁড়িয়েছি
একটা তীব্র যতিচিহ্ন এসে রোধ করেছে চলমান গতি
আর আদেশ পেয়েছি সমাপ্তের বন্দর থেকে নোঙর তুলে
আবার শুরুর দিকে ফিরে যাওয়া...
স্বাধীনতার সাথে হঠাৎই দেখা,
এক টুকরো শুকনো রুটি হাতে দাঁড়ানো-
মোড়ের মাথার সেই,
আলীশান প্রাসাদ ঘেসে-
বাঁ'পাশের ঘিন্জি বস্তির,
ছেড়া চটের বস্তির মলিন আড়ালে।
গন্ধশরীর একাত্তুরের বারুদ,
সামান্য হলেও প্রতিবাদী।
সীমানাহীন সীমান্...
সময়ের ঘড়ি এখন মাঝরাত ছুঁই ছুঁই
জীবনের ঘড়ি ছুঁয়ে আছে বিষন্নতা
আর মনটা ছুঁয়ে আছে তোমায়।
জোনাকীর জ্বলা-নেভা নেই এই শহুরে জঙ্গলে
নেই কোন অজানা পাখির প্রহর ঘোষণা
আছে কেবল কাঁকের কর্কশ স্বর
আর হিসেবের খাতা খুলে বসে থাকা কিছু কাঠের ...
বয়সের বাগান
- কমলেশ পাল
--------------------
বাগানের গাছগুলো থেকে পরিচর্যা গুটিয়ে নিয়েছি৷
এখন আর বড় একটা সারে-জলে আদর করি না
গাছেরা যে যার মতো বেড়ে উঠছে তাচ্ছিল্যের হাতে৷
ক্রমশ অসভ্য হচ্ছে শুকনো ডালে, মাকড়সার জালে
তাদের পাতার ফ্রকে...
প্রচ্ছদ
- কমলেশ পাল
======
বানিয়েছি আদ্দির পাঞ্জাবি
বুকে কাজ, কাঁধে কাজ, কুর্তা কলিদার৷
আসলে পাঁজর থেকে পেশীর বাহার
নেমে গেছে বিশ্রীভাবে খাদে৷
ভিতর প্রকোষ্ঠে আদালত
চলছে বিচ্ছেদ মামলা, দুপক্ষই নগ্ন বিপ্রতীপে৷
অথচ বসার ঘরে অভ্...
সূর্যোদয় হতে এখনো অনেক বাকি
ঠায় তিনজন আমরা দাঁড়িয়ে থাকি
আমাদের আয়োজন শেষ হয়ে এলো
সব ঠিকঠাক, শুধু সময়টা এলোমেলো
অবলম্বন যেটুকু আছে সাথে
প্রয়োজন হবে সম্মুখ সংঘাতে
আমাদের বহু দূর যেতে হবে
সম্বল আরও কিছু আছে নাকি
তিনজন ঠায় আমরা দ...
স্বপ্নচোরা সত্যের সীমানা ডিঙিয়ে আমি
ঢুকে পড়লামই যখন
নিভৃত কক্ষে তোমার
কী করে অস্বীকার করবে আর,
এখন তো শুধুই ঘৃণা !
হোক তাই ; ওটুকু বরাদ্দেই চলবে আমার-
তবু তো তোমারই দেয়া !
উল্কি হয়ে আঁকা থাক হৃদয়ের ত্বকে।
(০৯/০১/২০০৬)
অণুকাব্য ১
যে পাখিটি বাসা বাঁধে, ছোট্ট এক আমগাছে,
আকাশ যতো বড়োই হোক, গাছটি বিশাল তার কাছে।
অণুকাব্য ২
অনেক তো দিয়েছ, আর দেবে কি?
সমুদ্রে পানি থাকলেও তেষ্টা মেটে কি?
অণুকাব্য ৩
সাঁতার না জেনেও কন্যা জলে ডুব দাও,
অতি দূর ভেসে যাবে ত...
অফিস শেষ করে ক্লান্ত গাধার মতো হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসি
ছেলেবেলায় বাবাকে দেখতাম প্রখর রোদের নিচে
হলুদ হাতলওয়ালা কাঠের ছাতা মাথায় বাড়ি ফিরছেন
মাটিতে দৃষ্টি রেখে, কী অনন্ত দুর্ভানায় ডুবে ডুবে হাঁটতেন
সারা দেহ ভিজে একাকার, এ্য...