একটি ইঁদুর দ্রুত যাচ্ছে পালিয়ে। প্রকাশ্যে।
ঠিক যেন ভোর বেলা রমনায় মোটা সোটা কোনো ঘুষ-খোর
অথবা অবৈধ কারবারী
ব্যস্ত প্রতিদিনকার সৌখিন জগিঙে।
পেছন পেছন তাড়া করা মিশ মিশে কালো এক হুলো;
ব্যস্ত জনপদে আরেক পাতানো খেলা; পণ করে বসে আছি ...
রাগ ভৈরবী
কী চায়, চায়তে পারে, পৃথিবী আমাদের কাছে?
মাটির সাথে মিশে, পুড়ে কয়লা হয়ে পড়েছিলাম
কোনো অন্যায় যুদ্ধ ক্ষেত্রে। অথবা
জন্ম কোনো অর্থ বহন করে,
তাও জেনে যায়নি, যাবো না আমরা!
এখানে ধেয়ে আসে রাত্রি, স্বপ্ন জ্বলতে থাকে চিতায় :
এদি...
কথা সত্যি, মরতে লাগে না তেমন কোনো সময়
নিজের মাঝেই লাগিয়ে দিলে কোনো একটি প্রলয়
আলগোছে সব সরে যায় যেনো তা শুষ্ক কোনো মরু।
মুখটি ফসকে বলে ফেলা প্রবল কোনো সত্য কথা
রাখবে ধরে কেউ সযতনে, পাবেই তো প্রবল ব্যাথা
জীবনটাও লম্বা ভীষণ, চারদি...
এসো যত খুঁতখুঁতে মন
চলে এসো আজ এই রোদের নিচে
কাঁপাকাঁপা হাতে তৈরী করি একটি খুঁত
হতে পারে তা একটি নৌকা
যার গলুইয়ে থাকবে একটি কোমল ফুটো
অথবা মাস্তুলটি হবে নড়বড়ে
কি নৌকা নয় ? আচ্ছা ..
এসো তাহলে বানাই একটা নদী
যার বানে ভেসে যাবে সবকি...
লিমেরিক এক:
মন নীরিখের ছবি আমার, মন পবনের নাও,
তীর বেভুলার পাখি আমি, দিক বেভুলার বাও।
ইস্টিশনের সৃষ্টিকূটুম
কায়েদখানার শিকে হুতোম,
তিল তিলকের নয়ন আমি, মন পথিকের গাঁও।
লিমেরিক দুই:
জল পড়ে পাতা নড়ে, কাব্যে বেজায় জোর,
আমার চোখে রোদ...
জানালার পাশে আমি বসে নিশ্চুপ,
বৃষ্টির ফোঁটা এসে বলে যায়, ‘টুপ’।
সামনে গাছের ডালে পাতাদের ফাঁকে,
মেঘের সারথি ঘুম চোখ নিয়ে ডাকে।
হাতে পড়ে থাকে কাজ, মিছে আঁকিবুকি,
অতীতেরা গুটি পায়ে এসে দেয় উঁকি।
আঁধারে লুকাই মুখ বৃষ্টি চাদরে,
সেও ...
সাক্ষাত্ কার
- আচ্ছা, আপনি শহরে যান-না কেন?
সুধীজনের- আড্ডাতেও আজকাল, তেমন দেখা যায় না,
দয়া-করে একটু কিছু, বলবেন?
: শহর থেকে আমি নির্বাসিত, তাছাড়া আমার যানবাহন নেই,
গাধার পিঠে করে যেতে হয় বলেই, যাই না শহরে।
- মানে?
: মানে, তেমন কিছু নয় ; ...
জানি না চিনি না বুঝি না জীবন
জানি চলে যায়
চলে চলে যায় ...
কোথায়? কে জানে?
চলছে জলজ কলরোল কিছু
আমিও চলেছি হেঁটে
চলার নিয়তি লেখা আছে হাতে
জ্যোতিষী জানেনা হাতের রেখায় অতীত আগামী
আমিও জানি না কিছু
প্রতিদিন সূর্য আমাদের ছায়া ছোট বড় কর...
চাপানউতোর চাপকানো পড়ে চাবকানোর মন্ত্র
পড়ে গেছে কোনো এক হোমরার গায়ে
গরমসিদ্ধ তার লাফানো দেখে আমরা শিখি অ্যাক্রোব্যাট
অলিম্পিক দৌড়ে 'বিজয় আমাদের সুনিশ্চিত' বলতে দ্বিধান্বিত হই না তাই;
আমরা দেখি তেলের দাম বাড়ানোর সাথে বাড়ে তৈল...
এতোটা প্লাবন যে, ধ্রুবতারা ভেসে যায়
বৃথাই বানাও তুমি মনুমেন্ট পীড়ামিড