Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

ধনঞ্জয় রাজকুমারের তিনটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার অনুবাদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি কুকুরের প্রতি

মানুষের বারান্দায় এসে
ঘুমানো কুকুর
আমার সম্মানে গড়া স্মৃতিসৌধটিকে
আজন্ম তোমার নামে লিখে দিয়ে যাবো
দুঃখ করো না।

বলে দাও

আমরা যেদিন জলের কাছে গিয়েছিলাম, জল ছিল ঘুমে। ঘুম ভাঙাতে মায়া হলো বলে স্নান করিনি...


শীতকালীন পাখির মতো বাড়ি ছেড়ে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ৭:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শীতকালীন পাখির মতো বাড়ি ছেড়ে
অনেক অনেক দূরে
আটকা পড়েছে প্রাণ নগরের সুরে
বাড়ি ছেড়ে বহু বহু দূরে।

এখানে চোখ ধাঁধাঁনো আলোয় পাথুরে দেয়াল ভাসে
সন্ধ্যার অনেক আগেই দু'চোখে সন্ধ্যা নেমে আসে
উদ্দাম নৃত্যে ঝলকিয়া ওঠে সোনারঙা হার
আমার...


কান্নার মুহূর্ত এলে

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কান্নার মুহূর্ত এলে

কান্নার মুহূর্ত এলে
কেউ কেউ এতো বেশি হেসে ওঠে যে,
কান্নার বিভ্রান্তি নিয়েই অবশেষে
ঘুমোতে যায়।
অথচ স্বপ্নে কান্নার কোন অপশন নেই !
ওখান হাসি আছে, আনন্দ আছে, দুঃখ আছে,
আছে আশঙ্কা, ভয়,
দৌঁড়তে না পার...


শামুক জীবন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১০:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতি ধীর গতি, কঠিন খোলসে মোড়া-
স্যাঁতস্যাঁতে দেহ।
নিজেতে আত্মমগ্ন থেকে
সুনির্ধারিত লক্ষ্য।
সম্ভাবনা অনিশ্চিত। যদিও-
স্বপ্ন অপরিবর্তিতই থেকে যায়।

প্রায়ই এমন হয়
সীমার কাছাকাছি এসে
অদৃশ্য আঘাতে-
মুহুর্তেই সরে আসে সে নিজ পথ থে...


আমাদের আর কথা নেই কোনো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১০:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার কাছে মনের কথা বলি
কিছুটা তার শুনতে পাও
কিছুটা যায় স্রেফ জলাঞ্জলি।
তোমার আছে নানান কাজে হাজার মতামত
কিছুটা তার বলতে পারো
কিছুটা তার হারিয়ে ফেলে পথ।

পথের খোঁজে আমরা হাঁটি পথের চারিপাশ
যে যার পথে যোজন দূরে হাঁটছি বারো মাস
...


আঙুলের ডগায় মহাকবি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আঙুলের ডগায় মহাকবি

আঙুলের ডগায় ভর করেছে এক মহাকবি।
আমি কিছুই না, সে যা বলে আমাকে তাই করতে হয়।
ফলাফল-বিযুক্ত হয়েছি শুধু। যুগের মহামানব, মহানশিল্পীরা
যেমন- মোনালিসা-ক্লেদজকুসুম এঁকে-লিখে, যুগদর্শনের
মনোলোকে আলোড়ন তুলে, ডাক দি...


বিবৃতি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২২/০৫/২০০৮ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাতটুকু শেষ হয়ে যায় - মুহূর্তের স্বপ্ন-চূর্ণ
ডানা ঝাপটিয়ে উড়ে চলে যায়, শূণ্যে;
চোখ মেলে চেয়ে দেখি আলোর পসারা মেলেছে আকাশ।

আমাকে বিবর্ণ করে তোলে উজ্জ্বল ভোরের আলো
আলোর রেখায় ভেসে ওঠে রেললাইনের মতো পথ
তারপর পথ চলা - আগুনের ফুলকি উ...


আত্মার সাথে তর্ক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

যাও আত্মা-
ছুঁয়ে নক্ষত্রের আকাশ।
পবিত্র এ দেহ ফেলে
পবিত্রতর হবার নেশায়-
তুমি নিমগ্ন হও পাপাচারে
পূণ্যের স্পর্শ থেকে দূরে।

যাও আত্মা আমাকে ছেড়ে
তোমাকে ধারন করার চেয়ে
আমি মৃত্যুকে পছন্দ করব।
বলো উল্লাসিত হয়ে
পচাঁ কাঠের মত বি...


কেন যে কবিতা লিখি

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ৬:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন যে কবিতা লিখি!
কবিতা খেয়েছে এ পোড়া শরীর, রয়েছে কিছুটা বাকি
খেয়েছে সুখের ধন, যাপিত তাবৎ জীবনের টুকিটাকি
পুড়েছে অন্তর, ভিতর বাহির, স্বপ্নীল চোখের মণি
বৃহস্পতি তুঙ্গেতে যখন এনেছে দারুণ শনি
তবু লিখেছি কবিতা কতো করেছি তাতেই বাস
...


কাকে বলে সম্পর্ক. (শেষপর্ব)

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২০/০৫/২০০৮ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাকে বলে সম্পর্ক

সড়কে পদশব্দ থেমে যায়
পড়ে থাকে পায়ের ছাপ, স্বপ্ন আর
আমাদের কালত্তীর্ণ প্রেম

আমরা হেটে চলেগেছি বহুদূর
বহুদিন আগে
যেমন শেষ হলে সবুজের দিন
বৃক্ষের তলে পড়ে থাকে শুকনো পাতা

ধুলো বৃষ্টি বাতাস
দৌড়ে আসে মহাকাল
শ...