Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

সংলগ্নতা থেকে দূরে

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শনি, ১৫/০৩/২০০৮ - ১১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাত্র বছর দশেক আগের কথা, উপর্যুপরি ধর্ষণ করে সংলগ্নতাকে আমরা প্রায় মেরে ফেলি, তার সমগ্রতাকে, ধানক্ষেতে তার চটকানো শরীর ফেলে রেখে দল ছেড়ে পালিয়েছিলাম আমি

চরএলাকায় যারা সংলগ্ন অসংলগ্নতার, তাদের পাশাপাশি চালা করে থেকে গেছি আমি, ম...


কালো মেয়ে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ১৪/০৩/২০০৮ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কালো মেয়ে, কাজল মেঘের পরী-
হরিণী চোখের মাঝে বিন্দু বিন্দু জল
কার লাগি কাঁদছে হৃদয়?
ভেঙে গেছে বিয়ে-
বরপক্ষ ফেরায়নি চোখ গায়ের শ্যামল বর্ণ দেখে?
নাকি ও-পাড়ার সোনা মিয়া
ঘরে এনেছে হঠাৎ লাল টুকটুকে বউ
দিয়েছে কি দাগা অবুঝ শৈশব প্রেমে!?

...


বলেই রেখেছি সবুজ-সম্মতি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ১৪/০৩/২০০৮ - ৭:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বলেই রেখেছি সবুজ-সম্মতি

জীবন আমাকে সবুজ দেখতে সম্মতি দিয়েছে।
কথাটা বলতেই তুমি দৌড়ে গেলে আদিগন- সবুজে।
আর তোমার পছু-পিছু, কিছু ভ্রমণবিলাসী প্রজাপতি।
তখনো আমার হাতে ধরা তোমার নীল-জব্‌জব্‌ে শাড়ী।
আমরা কী জানি, জন্ম আমাদের প্র...


যে পথে হয়নি যাওয়া

উলুম্বুশ এর ছবি
লিখেছেন উলুম্বুশ [অতিথি] (তারিখ: শুক্র, ১৪/০৩/২০০৮ - ৫:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ডিসক্লেমারঃ রবার্ট ফ্রস্ট এর the road not taken এর অনুবাদ করার চেষ্টা। কবিতাটা পড়ে খুব ভাল লাগল তাই এই চেষ্টা ]

দুটো পথ আলাদা হয়ে গেল বনের ধারে এসে
থমকে দাড়ালাম আমি,
যে কোন একটা বেছে নিতে হবে আমার
একটাই, দুটোতে পারব না যেতে।

স্বিদ্ধান্তহী...


তোমাদের শহরে

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বুধ, ১২/০৩/২০০৮ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের শহরে ট্রেন থেকে নেমে
করেছি নদীপাঠ, মৌনতার ঘাটে জলের স্মরণ

আরো বেশী স্ফীত হয়ে গেছে এই শহর
শহরের মজ্জা ও মেদ
মোড়ে মোড়ে বেড়েছে প্রসাধিত বিলবোর্ড
ভ্রমের বিভেদ
পুরোনো সড়কগুলো সব নতুন পাথরে বাঁধা-পাষ...


কাল্পনিক প্রচ্ছদের কল্পিত কবিতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১২/০৩/২০০৮ - ২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবি এবং নবীতে আদতে খুব একটা পার্থক্য নেই।

তবুও নবীকে - কবি বললে
নবীর আঁতে ঘা লাগতেই পারে;
নবীকে তো আর কবির মতো অলস হলে চলে না।

অন্যদিকে ভাবুন একবার:
কবিকে - নবী বললে
ব্যাটাদের অহংকার
মাতারীর দেমাগে রূপান্তরিত হয় কত দ্রুততায়...


পিপড়া

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ১২/০৩/২০০৮ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রেমের গন্ধ মাতাল না নীল?
শ্বাসের আকাশে ধোঁয়ার মিছিল।
আমি রোদ চাই, আমি রোদ চাই।
শেকল বিছানা যাপিত জীবন
চিনিখোর পিপড়ার ক্ষুধা নিবারণ।

পাপের স্বপ্ন স্বগত না ভোগ?
চোখের ভেতরে ক্যাকটাস রোগ।
আমি চিনি চাই, আমি চিনি চাই-
জঙ্গলে কানা...


একলব্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ৪:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

( খেকশিয়াল )

কেউ করেনি খোঁজ তারপরে
বনের পথে শুকিয়ে ছিল রক্ত
হয়ত দেখেছিল পথ
উন্মাদ কোন নিষাদ কিশোর
হতবিহবল স্মিতমুখ দেখে শিউরে উঠেছিল বা কেউ
হাতের রক্তে হয়ত জন্মেছিল কোন নদী
জানি না , জানার চেষ্টা করিনি কখনো

সেদিন শব্দসন্ধানী ...


দাবানল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ১১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমে
দু’জন মানুষ
তৃতীয় নয়ন এবংএকটি উপত্যকায় দাবানল শুরু।

তৃণেরা জ্বলতে থাকে
মাটি জ্বলে
পৃথিবীও।

দুটি মানুষ, সংগে নিয়ে আসা ক্যাম্পফায়ার,
তারপর একদিন পৃথিবীটা জ্বলতে শুরু করে।

-মাছরাঙ্গা, http://machranga.blogspot.com/2008/03/blog-post_9164.html


গীতিকবিতায় প্রতিবাদ

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ৮:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গীতিকবিতার আভিধানিক অর্থ গীতধর্মী আত্মনিষ্ঠ কবিতা। এই মাধ্যমটি ঐতিহ্যগত ভাবে আমাদের সংস্কৃতিতে বিচরণ করেছে। মহাকাব্য সৃষ্টির পরবর্তী সময় হতেই এটি লোকসাহিত্যের অন্তর্ভুক্ত ছিল এবং এর মাধ্যমে বিভিন্ন কাহিনী নিরক্ষর লোকদের ...