জনৈক বিরহী স্বামীর পত্র
তুমি ছিলে দিনের সাথী, তুমি রাতের কাম
লজ্জাবতী বৌগো আমার, পেয়েও হারালাম
সাগর ফেরা হাওয়া কেবল কষ্ট বাড়ায় মনে
শূন্য ঘরে লুকিয়ে কাঁদি, কেউ না যেন শোনে
আমার হূদয় তোমায় দিয়ে বয়ে বেড়ায় দেহ
বৌগো তুমি আমার থেকো, ক...
কবিতার পোকা
-----রাতুল
[শেখ জলিল ভাই এর লেখার শুরুটা পড়ে এ কবিতাটা লেখার চিন্তাটা মাথায় এসেছে]
কাব্য পোকা এমন জিনিস যখন যারে ধরে,
ভাবের সাগর ঊথলিয়া যায়,কলম নাহি সরে।
ছন্দে আমার কথা বলা ছন্দ আমার ভাষা,
কাব্যে প...
বনের বেঞ্চিতে ওম শান্তি
হাওয়া হাওয়া হাওয়া
রোদ রোদ আর রোদ
অজস্র ঝিলমিল পাতা :
এখানে আলস্যে শুয়ে থাকতে চাই একা, বিরক্ত করো না, যাও।
অন্য কখনো লিখবো, এখন যাও, এখন কোনো কবিতা থাকবে না।
দেখ-দেখ সাদামেঘ, দু:খ ; যাচ্ছে ভেসে কোথাও দল বেঁধ...
এখনও হিমঘরে...
নন্দিনী
আমার মাথায় একজন ‘মেয়েমানুষ’ বাস করে
একজন আপাদমস্তক মেয়েমানুষের
বসবাস ঘুটঘুটে অন্ধকারে।
আলো দেখে ভয়ে মরে, মনে হয়
চারিদিকে গিলটিতে মোড়া সব
নকল ফানুস। টুকরো টুকরো কাহিনী
জমে গোপনে,গভীর ক্ষত নিয়ে
হিমঘর...
মধ্য রাতের কাঁধে হাত রেখে যখন
জ্যোৎস্নার পিছু পিছু হাঁটি
এলোমেলো পায়ের আওয়াজ হয়তোবা আছড়ে পড়ে
আজো কারো বুকে। যে কীনা
রাত বুনে চলে একের পর এক
চাঁদনী ভেজা স্বপ্নগুলো আমার জন্য আগলে রেখে।
সময় আঁচলে ঘুমিয়ে থাকা কড়া মিঠে অতীত
কিংব...
বিকাল
--------------------
রাতুল
সারদিনের দহন শেষে সূর্য যখন হেলে
আলোয় থাকা মানুষ তাকে বিকাল হওয়া বলে।
বিকাল বেলা হরেক রকম হরেক মজা তার,
শত দেশের কোটি মানুষ করছে বিকাল পার।
একেক মানুষ বিকাল কাটায় একেক রকম করে
বয়স ভেদে কারো বিকাল “সকাল আস...
প্রস্ফুটিত মুকুর, শুয়ে আছি বিধিবিধান আর সহজের সরল হল্লায়
কান্নাকণ্ঠের রোল মানুষেরই কণ্ঠের মতো মানুষের দিকে ডাকে নিজেকে
এগুনোর আগে নিজেই নির্বাক, নিজেই ভাবি ফেরার পথলক্ষণ
বলি, আবারও ডাকো তো দেখি? যাই না, যাইনা, যাবোও না
অশরীরী প...
হৃদয়ের সন্চয়
মাঝরাতে যদি হঠাত্ ভেঙেছে ঘুম
অপলকে আমি দেখেছি তোমার মুখ
ভালবাসা ছিল বিছানার চারপাশে
পূর্ণিমা চাঁদ জানালায় উন্মুখ।
চুরি করে আমি স্পর্শ করেছি ঠোঁট
যাদুর ছোঁয়াতে জন্ম নিয়েছি আমি
তুমি দেখোনিকো এসবের কোনকিছু
স্ব...
কি এক ঘোর লাগা কবিতা...
কি এক নেশা জাগানিয়া উচ্চারণ।
কি এক ভালবাসা খেলা করে
শব্দের পরতে, জেগে ওঠে জনমানুষ...
গতবার লিখেছিলাম। কি লিখেছি জানিনা। এই দিনটা আসলে শরির কেমন চনমনিয়ে উঠে। ঠিক বুঝতে পারিনা, বুঝাতে পারিনা। পুরনো বাড়ি থেক...
যতদিন না হতে পেরেছি বিমুঢ় ধাতব
হাড়মাংসমজ্জার ভাঁজে পোক্ত করে অযুত লোহিত আগুন
আমি তো আর কিছু নই
শুধু বিমুর্ত বীর্যের নরোম ছায়া
ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো আষাঢ়ের ঠুনকো কাদার ইমেজ
জীর্ণ ক্যানভাসে অমুলক ভাঙ্গনের চিত্রকল্পকলা
লো...