Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

সেই তুমি আজ

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ১১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহুদিন পর হলো দেখা
তোমার সাথে-
যাবার পথে।
এতোদিনে কেটে গেছে,
উড়ে উড়ে ভেসে গেছে
প্রায় তেরশ বছর।
তুমিও অনেকটা বুড়িয়ে গেছো।

ভাবিনি, তবুও আবার
পেলাম তোমার দেখা,
যে তুমি ছিলে আড়ালে- অদেখা।
কিন্তু এতটাই বুড়িয়ে গেলে এখন!

তোমাকেই দেখ...


মুলতবী আলোর গান

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ৮:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুলতবী আলোর গান
ফকির ইলিয়াস
======================================
প্রেমের পাঁজর খুঁড়ে ঘুনসূর্য। অনাগত বর্ষা এসে ধুয়ে নেবে পাপ,
এমন প্রত্যয় নিয়ে ভোরগুলো নমিত হয়। চারপাশে রঙের দ্রবণ
মিশায় নুনতন্ত্র। সে আরেক বিধান ! যারা চিনে তামার ধাতুধর্ম,
কেবল তারা...


অনুভুতির প্রস্থান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ৫:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(১) ভোর

এই প্রহরের নীরবতা বড়ই বিচিত্র
বখনো ভুলিয়ে দিতে চায় জীবনকে
ছন্দ, উত্তাল ঢেউ, আবেগঘন ভোর
মুখবন্ধ. শুধু সুরের আহব্বান।

(২) অরণ্য

পাখিদের কলতান যেন মুগ্ধ পরিবেশ
মনের জড়তা আর নেই
শান্তি চায় মন, আর কি!

(৩) জেগে উঠা

এই প্রকৃতি ...


নিশিকাব্য-০১

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ১:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানো ঢাকাতেও না ঝি ঝি পোকা ডাকে
মাঝে মাঝে মনে হয়
দিগন্তব্যাপী এই নিকষ কালো রাতের নিঃস্তব্ধতা
লেখা হয়েছে ঝি ঝি পোকারই ডাকে
ছোটবেলায় অন্ধকার মানেই গা ছমছম করা ভয়
অথচ সেই আমরাই কিছুদিন আগে
অভেদ্য অন্ধকারে হেটে বেড়ালাম সাগরের বি...


একমাত্র কবিই পারে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ১২/০১/২০০৮ - ১০:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ন্যায়ত কবিকে আটকাতে পারে না কেউই
না সংসার, না সমাজ, না রাষ্ট্রের বাউন্ডারি
কোনো কিছুই তোয়াক্কা করে না কবির শব্দ
যা কিছু প্রেমের, যা কিছু শ্বাশ্বত মানবি...


দূরের ঝলক

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ১০:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাঙিয়া রুদ্ধ কপাট সেটা পাহাড়ে পঞ্চমবার
ঢালে নামে কৃষ্ণবল ফণাবিস্তৃত যে অন্ধকার
একাকী সঙ্গের ভিড়ে মাত্র একটি হলুদ পাতা
কখন ঝরেছি কোথা কেউ একটুও জানে নি তা

ভেঙে মচমচ গুঁড়ো বালির শরীরে গেছি মিশে
প্রথমে কয়লা পরে পিচে খুঁজে নেই দ...


Funeral Blues (1936)

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ৬:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

Funeral Blues W. H. Auden 1936

সব ঘড়ি থামিয়ে দাও,কেটে দাও সবগুলো টেলিফোন
রসালো হাড় দাও কুকুরটাকে গর্জন শান্ত হোক ওর
স্তব্ধ করো পিয়ানোর সঙ্গীত,মৃদু ড্রামের আওয়াজ
বাইরে আনো কফিন,শবযাত্রীরা আসুক আজ।

শোকার্ত গোঙানিতে এরোপ্লেন ঘুরুক মাথার ওপরে
...


ইন্ সমনিয়্যা

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেই পরিচিত ঘরে আমি বারবার যাই
পুরোনো ঘর
পুরোনো পায়রা
পুরোনো বেড়াল

গৃহবাসীদের অবিন্যাস্ত কেশ দেখতে পাই
যত্রতত্র পড়ে থাকা অসীম অবজ্ঞার জঞ্জাল
ঘনিষ্ট গন্ধের বাতাসে ঝুলতে থাকা স্নানের চিহ্নে
আমার সমস্ত ক্লীবতার ইতিহাস ফি...


কম্পোজিশন

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কম্পোজিশন
ফকির ইলিয়াস
--------------------------------
কতগুলো শব্দের খেলা। কতগুলো রেখার মানচিত্র সাজিয়ে
আমরা কিবোর্ড নিয়ে মনের সাথে মিতালী গাঁথি। জল এবং
জেলে সম্প্রদায়ের মাঝে যেমন কোনো বিবাদ থাকে না, ঠিক
তেমনি অবারিত আলো হাতে ছিটিয়ে যাই ছায়ার চ...


স্বীকারোক্তি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১০/০১/২০০৮ - ১১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বীকারোক্তি
( খেকশিয়াল )

তারপর সব ঘুমিয়ে গেলে
আধখানা চাঁদ হাতড়ে হাতড়ে
বেড়িয়ে আসে সে অন্ধকারে ;
টেনে হিঁছড়ে নিয়ে চলে
অস্তিত্বের লাশটা
অনেক দিনের
অনেক ভারী ।
কুয়াশার হেয়ালি ঠেলে চলে
অনেকটা চার হাত-পায়েই
"এইত!.. এইত আর কিছুটা পথ .....