Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

আম্মুকে মনে পড়ে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৫/১১/২০০৭ - ১০:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আম্মুকে মনে পড়ে

অথচ কান পাতলেই শুনি তোমার শব্দ।কিন্তু দেখ না,বুবু আমাকে ফোন করে বলে তুমি নেই।বুবুর উপর কোনদিন রাগ করিনি,ও সবসময় নাকি কান্না করত বলেই না ওকে একটু খেপাতাম।তাই বলে আমাকে এত বড় শাস্তি দেবে?(বুবুকে বলে দিও, আমি ওর জামা...


এই অগ্রহায়ণে

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: রবি, ২৫/১১/২০০৭ - ৮:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেন যে মাটির দেয়ালে ঝুঁকে থাকে চাঁদ- এই অগ্রহায়ণে
ভালোবাসার নরম রুটির গায়ে সন্দেহের ছত্রাক
প্রতিস্থাপনযোগ্য কোনো কিছুরই কোনো উপমা নেই তবু
সে জড়ায়ে থাক বিমূঢ়তার জালে যখন বেধেছে সংসার।

উপযোগী টেবিলের উপর তাই গুটিকয়েক মরা কাল...


খুনের কবিতা

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ২৫/১১/২০০৭ - ৮:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

খুব ইচ্ছা ছিল তোমাকে খুন করি
তাই তো কাছে টেনে নিয়ে,
ছুরিটা আমূল বসিয়ে দিলাম তোমার বুকে
যেখানে মাথা রেখে কত রাত ঘুমিয়েছি

কালচে রক্তের সুনামিতে ভেসে যাচ্ছে আমাদের পৃথিবী
ক্রমশ ঝাপসা হয়ে আসছে কোনারকের ঐ পাথুরে ভালোবাসা
শক্ত হাত...


বিবাগিনীর অনুকাব্য ৩

বিবাগিনী এর ছবি
লিখেছেন বিবাগিনী (তারিখ: রবি, ২৫/১১/২০০৭ - ৪:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

::এক::
চোখের পানিতে চোখ ধুই আমি বারবার।
চোখ ভেসে যায়।
বারবার মুছি ;আবার যে কেন
চোখে জল এসে যায়!
চোখের পানিতে চোখ ডুবে যায় বারবার।

::দুই::
একটা রুপালী চুল ভেসে আছে
কালো টিপ পরা কপালের কাছে।
চিরুনী চালাই চোখ ফিরিয়ে।
সিঁথিটাকে দেই উল...


নোনতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ২৪/১১/২০০৭ - ১০:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

.


'নোনতা এক.
নোনতা দুই..
নোনতা তিন...

-আমার ঘরে কে রে?
-আমি রে ।
-কি খাস?
-লবন খাই ।
-লবনের সের কত?
-এইটা ।
-কয়ভাই,কই বোন?
-পাঁচভাই,পাঁচবোন ।
-একটা বোন দিয়ে যা...
-ছুঁতে পারলে নিয়ে যা '


বোনকে ছুঁয়েছে তার...


পর্ণমোচী

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: শুক্র, ২৩/১১/২০০৭ - ৬:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভোজনের আতিশয্যে
বিষম লাগে; প্রবল
বর্ষণে প্লাবিত
হয় চরাচর;
অনুভূতি সব সেইমত শব্দবহে একাকার
হয়ে গেছে।দু:খের রেশ সকলের উদ্গারে
(আর আহার্য বঞ্চিত যেন এক আমি!)

সুখটাও পরকীয়।
নেই নিশ্চুপ রাতের
নি:শব্দ কোলাহল হৃদয়ের আরেক গেহে;
বেতা...


সুমন চৌধুরীর স্বয়ম্ভু আবৃত্তি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৩/১১/২০০৭ - ৫:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এইবার বদ্দারে ধরলাম। স্বয়ম্ভু কবিতটা বিশেষ পছন্দ হইছে। কিন্তু আবৃত্তি করতে গিয়া ঠেলা বুঝলাম।


0:49 মিনিট (386.37 কিলোবাইট)

সারাক্ষন দুঃখ ছুঁয়ে থাকা

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শুক্র, ২৩/১১/২০০৭ - ৩:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকেল নেমেছে এইখানে
বাতাসে কি জানি এক নাম না জানা ফুলের গন্ধ
এখানের মানুষগুলোর মতন
ফুল গুলোও বড্ড অচেনা
এই শহরে আমাকে চেনে মাত্র দুইজন
আমার দুঃখ আর আমি......দুই একান্ত স্বজন

আমার জন্মভুমির ঠিক উলটো পাশে
উলটো হয়ে ঝুলে আছি আমি
তাই...


বোবা শিশু/ ফেদেরিকো গারথিয়া লোরকা

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বিষ্যুদ, ২২/১১/২০০৭ - ৮:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিম্নকণ্ঠ স্পেনীয় কবিতার ধারায় ফেদেরিকো গারথিয়া লোরকা (১৮৯৮-১৯৩৬) এক কিন্নরকণ্ঠী কবি। আটত্রিশ বছরের এই ছোট্ট জীবনে শিল্পের অজস্র শাখানদী পেরিয়ে রওনা হয়েছিলেন তিনি: কবি, গায়ক-গীতিকার, পিয়ানো ও গিটার-বাদক, চিত্রী, ভ্রমণকাহিনীকার...


স্বয়ম্ভু

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২২/১১/২০০৭ - ৫:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারপর স্বয়ম্ভু বিস্ময়ে
পরস্পর শোঁকাশোঁকি,

ঠোকাঠুকি নিয়মিত
অনিয়ম মনে রেখে;

চেখে চেখে হাড়িসুদ্ধ
বাতিলের দিন ফুরোলে
টেকোবুদ্ধ
কোনাকুনি মাথা নাড়ে

কাড়ে
টোনাটুনি ইচিঙ বিচিঙ
কাঁথা ফুরনোর ঠিকুজি,
ঘুঁজি ঘুরে ঘুরে
গলির সুলুকে
...