আমার বসে থাকতেই ভাল্লাগে
ঘাড়,গ্রীবা ,হাঁটু এইসব।
কখনো মাথা হেঁট করে
কার্পেটের নাড়ি নক্ষত্র,আবার-
জানালায় ওই দূরে
লীভারপুল স্ট্রীট এর ডিম দালানটা…
কখনো বা যিফ্রান দের সামনের চারচটার দিকে
তাকিয়ে এ... এ... এ... এ... এ... এ... এ
ঢং ঢং করে বেজ...
অপরাজিতা-
দিনমান বিবর্ণ রং ফেরী করে ধুলোয় মিলায়
বিষন্ন বিবশ সন্ধ্যায়।
ছাই হয়ে গেছে সব বুনো ঘাস,
বাতাসে বাতাসে জড়ানো শুধু বিগত সময়ের হাহাকার।
তবুও যে পাখি আর নীড়ে ফিরবে না বলে
আকাশে মেলেছে আহত ডানা,
বলো, কে তারে আজ করিবে মানা?
যে ...
কোথায় দাঁড়াবো যখন একে একে দখল হয়ে যাচ্ছে সব মাঠ হাট ঘাস
ভাবনার চিলতে আকাশ, কোথায় দাঁড়াবো গিয়ে যদি অস্তিত্বে লাগে টান
যদি চেনা পরিচয় অস্বীকার করে কেউ বলে অনেক তো হলো বক্তিমে
বাবু এবার বাসা যান, পশ্চিমের রাস্তা ধরে আর দরজাটাও লাগি...
হায়রে অভাগা দেশ
স্বাধীন বাংলায় যুদ্ধাপরাধীর দেখি আজ একি বেশ।
কোথায় তাহারা থাকিবে লুকায়ে আলোহীন কোন কূপে
অথচ তাহারা গলাবাজি করে রাজনীতিকের রূপে।
বৃটিশ বেনিয়া সাতচল্লিশে দেশ ছাড়িবার পর
ধর্মের লাগি বাঙালি বাধিল পাকিস্তানে ঘর...
কোন এক নিবিঢ় গভীরতায় ভালবাসা মিশে আছে
অশান্ত রজনীর দ্বারে ঘুমের আকুতি
হৃদয় দিয়ে পালন করা তোমার অপারগতা
উপমাহীন অশ্বর ভালবাসা বিস্মরনশীল যেন তুমি।
চিঠির পাতায় গোপন সংবাদ পৌছে যাবে ভালবাসার
জেনেছো দুর থেকে জানি তবু চলে যাবে
...
তোমরা চলে যাচ্ছ, ট্রাকে মালামাল উঠে গেছে সব, এক জীবনে মানুষের কতবার যে বাড়িবদল জরুরি হতে পারে মানুষও বুঝি তা জানে না
একদিন এভাবেই ট্রাকে মাল বোঝাই করে রেলিঙ ঘেরা এই বাড়ির একতলায় তোমরা নোঙর ফেলেছিলে-- অতিথি পাখি ও গৃহস্থ বিড়াল একদ...
মাকাল
উঠানে মাকাল গাছ খাড়া একখান
এতো বাইঠা যে চিনাই যায় না ।
লোক ঠেকাইতে
জাংলা আবার দিছে ঠিকঠাক।
এই বাট্টুর কপালে বড় হওয়া নাই ,
খালি হাউস আছে পাক্কা ;
রোইদ পায় ঠিকঠাক ,
ওইটা ঠিকাছে ।
ম...
ইস্টি কুটুম গেলাস আমার
অমল ফেনায় ভরা
দে সারিয়ে বোধের অসুখ
মেধার তাবৎ জরা।
'মনে হলো
মৃত-পাখা ঝাপটে উড়ে যায় কবিতার আত্মা
নির্বোধ কবির দেহ নামাবলি ঢাকা
চোখে তুলসি পাতা
বুকে একখানি গীতা...'
(কল্পনার অশেষ অথর্বতা)
''ইতিহাস, এমনকি মৃত্যুও কাউকে কাউকে স্পর্শ করবার আগে কুর্ণিশ করে। তাই যখন সে রক্...
বোধের অস্তিত্বে অন্ধকার, তুমি দূর হও।
কালো রাতের আঁধার থেকে অসহায় আত্মারা তোমাকে ডাকে
নিকানো উঠান থেকে ধর্ষিতা শাড়ির আঁচল তোমাকে ডাকে
এ নিশ্চুপ অন্ধকারে তুমি জ্বলে ওঠো
তুমি জ্বলে ওঠো বহ্নিমান চোখ
জ্বলে ওঠো ভোরের আকাশ
বিদেহ...