Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

কহিল গৌড়িয় সাধু প্রহর ধরিয়া

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ৩১/১০/২০০৭ - ৫:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

যতই সুষম হতে চাই
কুঁচকির টানে পরিধি ঢেউটিন ;
কৌপিনের নীচে -
কেলভিন ক্লাইনের গূঢ় রসায়ন,
ফসফরাস আয়নের মকরক্রান্তি;
অথাৎ উপ-আঞ্চলিক সমাবেশে
হেজিমনিক ক্রাইসিস ।

একপিস কাঁচামরিচ খাই কচ কচ করে ;
জ্বরের উপর ভালো রোচে, তেতে ওঠে চাঁ...


স্বপ্নের কুয়াশারা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০০৭ - ৯:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং কুয়াশা খুব গাঢ় হয়ে পড়ে
হিম হিমে শীতের ভোরে
লেপমুড়ি আড়মোড়া ভেঙ্গে এপাশে ওপাশে গড়াগড়ি শেষে
আমার অলস সময়
বাইরে জবুথবু একপাল হৈ-হল্লা মানুষ আগুন পোহায়
কেঁপে কেঁপে প্রশান্তি জড়ানো আদরে আদরে

গাছি আসে
খেজুরের রস তেমন টলটলে ...


বাসবো ভালো

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০০৭ - ৩:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাসবো ভালো
একশোয়েরো অধিক বছর
কথা দিলাম।

পাখির মতো
মুক্ত স্বাধীন
ফুলের মতো
রঙে রঙিন
ঝড়ের মতো
ওলট পালট
নদীর মতো
দু-কূল ভাসা
বাসবো ভালো
কথা দিলাম।

দূর আকাশের
নীলের মতো
বিস্তারিত সবুজ ঘাসের
শয্যা যেমন
তেমন করে বাসবো ভালো
তো...


মজমা

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ২৯/১০/২০০৭ - ৫:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রুবিকসকিউব মজমার
প্লাটিপাস চাম
রীতিমতো
ছ্যাঁদা মনোবিজ্ঞানের দোহাই -
সিঙ্গেল রণ-পায় চড়ে
গড়ে পিটে
চিটেগুড়ের বৃত্তান্ত
গেঁথে যেতে থাকে
পেট কাটা ঘুপচিতে


কাঙাল হরিনাথ

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ২৮/১০/২০০৭ - ৩:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

হবে না। কিচ্ছু হবে না। হিন্দি চুল করবা তোমরা এইসব আশাবাদী লেকচার দিয়া
এক নিঃশ্বাসে কথাগুলো বলে তালঢ্যাঙ্গা লোকটা ব্রিজের রেলিংয়ে উঠে হাগু-আসনে বসে

তারপর কামলা-স্টাইলে বিড়িতে দু-তিন টান মেরে দু হাত ছুঁড়তে থাকে সামনে
ঠিক যেমন...


অলৌকিক মদের গেলাস

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২৮/১০/২০০৭ - ৩:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গেলাসে অলৌকিক মদ
মদ নয় যেনো রক্ত
রক্তের'চে বেশী নীল বিষ
নীল বিষে শিস্ কাটে ঠোঁট।

**১৯৯৫ সালে প্রকাশিত 'নীল বিষে শিস্ কাটে ঠোঁট' বই থেকে নেয়া।


প্রাগাধুনিক চীনা কবিতা অনুবাদ (মনিপুরিতে)

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: রবি, ২৮/১০/২০০৭ - ১২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ওয়াং ওই[৭০১-৭৬১]
ইচিল-ইনাওগি দমক শৈরেংমা

মসিগি চিংশাংসিদা লোত্তুনা বৌদ্ধ শ্রমণ মায়াম্মা
পুল্লপ পুন্দুবা ধ্যান, ইনাত্থৌনি শাজেনগি থবক চত্থরি;
মীয়ামনা লাপখ্রবা শহরদা চেকলাংদগি কোয়...


ঘাম ও জলের কম্পোজ

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ২৭/১০/২০০৭ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটুখানি জল! একটুখানি জল!!
সুস্নিগ্ধ গোলাপ জলে ভরে উঠবে সূক্ষ্ম জ্বালামুখ।
ঘামে নুনের তেতোতে ফোটে যে তিক্ততা
ত্বক ও জলের কম্পোজে তা শুচিশুভ্র হয়।

প্রেম ও গোলাপ সেই জলের কম্পোজ
জলের মতোন সরল যে মন
হৃদয়ে হৃদয়ে চাই স্নিগ্ধতার আক...


:: আলবাব'র সময় ::

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ২৭/১০/২০০৭ - ৯:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধার অন্ধকার মিলিয়ে যেতেই নেমে আসে মিহি কুয়াশা।

রমনীর স্তনের মত জেগে উঠা জোড়া পাহাড়ের
ফাঁকে মুখ তুলে রুপালি থালা, চাঁদ বলি তারে।

কালো পিচের ওপর দিয়ে দ্রুত হেটে যায়
সন্ত্রস্ত শিয়াল, কু ডেকে উঠে অচেনা পাখি

কাটা পাহাড়ে চাঁদ আ...


মেঘবার্তা

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ২৭/১০/২০০৭ - ৪:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাংস ও আধখানা চাঁদের কাবাব
আকাশ মোড়ানো গ্লাসে নক্ষত্র ময়ুরের নাচ
আর কিছু সেতারের শ্রাগ

তার কতটুকু আমার
ঠিক কতটুকু পান করে তবে
হারাবো আমি শরত সন্ধ্যার ভান