Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

জেগে থাকো বাবা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ৩০/০৮/২০০৭ - ৫:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

------শব্দগুলো আছঁড়ে পরে কানের দরজায় -_-_-_-_নিশব্দ দরজাটা আগলে রাখে;---___---তবুও রিডেবল আমার কন্ঠের ধ্মনী!_______হেইই______ইইই তুমি ভালো আছো ?? অনেক ইচ্ছে ছুটে যায় অন্ধকারের দিকে-----------আলোতে কি আর বিশ্বাস রাখা যায় ??? তবু কেন বাচঁতে ইচ্ছে করে অবিশ্বাসের সাথে !!!

ধ্রুব


জলপাইবিনা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ২৭/০৮/২০০৭ - ৪:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুনয়না
ও চিপায় যেও নাকো তুমি
রেখো নাকো হাত ওই সোহেলের হাতে
ঘুরে দেখো সুনয়না
কুয়াশার হিমভরা শীতের প্রভাতে

ঘুরে দেখো এই পকেটে-কলারএ
গোল গোল মেডেল আমার
Rank থেকে rank এ, আরো ওপরে
ক্যাপ্টেন থেকে আমি হয়েছি মেজর

কি দিবে সোহেল বেকার? কি আছে?
সেশনের বড়জট শেষে
কেচে যাবে প্রেম তার
নগদ পেয়েও কেন রবে বসে?

সুনয়না
আমার ...


আকাশলীনা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ২৭/০৮/২০০৭ - ৩:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুরঞ্জনা
ওইখানে যেওনাকো তুমি
বোলোনাকো কথা ওই যুবকের সাথে
ফিরে এসো সুরঞ্জনা
নক্ষত্রের রূপালী আগুনভরা রাতে

ফিরে এসো এই মাঠে-ঢেউএ
ফিরে এসো হৃদয়ে আমার
দূর থেকে দূরে, আরো দূরে
যুবকের সাথে তুমি যেওনাকো আর

কি কথা তাহার সাথে? তার সাথে?
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ
তার প্রেম ঘাস হয়ে আসে

সুরঞ্জ...


২৫ আগস্ট

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ২৫/০৮/২০০৭ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

৫ দিন ধরে ক্রমাগত ভাবছি
ভাবছি আর বাল ছিড়ছি
ছেঁড়ার মতো আর কিছু
আপাতত বিনা পয়সায় পাচ্ছি না

বাজারের কোষ্ঠিতে টৈটুম্বুর;
কাৎ হতেই ছলকে পড়ে
ত্রাহি ত্রাহি পরিসংখ্যান
ডানে বামে চালানের খুশবু,
ব্রহ্মতালুতে ঝুমুর ঝুমুর
টাপুর-টুপুর
বোকাচোদাদের রক্ত ঝরে।
রেডিও ফেলে মোবাইল টিপি
কামোদ্দীপক আনকোরা সেট
রগড়ে ...


একটা অবিবাহিত ফন্টেমা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ২০/০৮/২০০৭ - ৫:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা অবিবাহিত ফন্টেমা
একটা নিরীহ কাঠবিড়ালি
একটা সবুজ রঙের ঘুড়া
একটা বিপ্রতীপ কোণ
একটা পলেস্তরা একটা নীল রঙের ডিম
একটা বালরংঙের তাল গাছকে ঘিরে
অযথাই ঘুরছিল। একটা ভাউতা বিজ্ঞান
হাতে কাজ নেই বলে সেখানে পাকনামি চুদাতে গেল।
বলল, এভাবে দৌড়াচ্ছিস কেনে চুদির পুত্ররা?
নিরীহ ফন্টেমা সরহ গলায় উত্তর দিল,
আ...


সংঘ

অণৃণ্য এর ছবি
লিখেছেন অণৃণ্য (তারিখ: রবি, ১৯/০৮/২০০৭ - ৩:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এরচে বরং চলো করুণ কাব্য করি,-বলে
আমরা সংঘ ভেঙ্গে দিয়ে
যে যার ব্যাক্তিগত জীবনে ডুব দিলাম

পূর্ণিমার স্রোতে স্বর্বহারা অস্ত্র ভেসে গেল।।

উলেটা বাতাসে -পতাকা - আমাদের চুল থিতু হলো
বটে,...মগজ লেপ্টে আর ঘাম নেই

প্রেম পুরানা হলো,

ঘরে ঘরে ব্যবহ্রিত নারী,অসুখ-বালাই


বিরহের কবিতাও লেখা দায়-

অণৃণ্য এর ছবি
লিখেছেন অণৃণ্য (তারিখ: শনি, ১৮/০৮/২০০৭ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইকার আকার নাই-

মেঘ বর্ণনাচ্ছলে করছি বটে
নায়িকার ব ংকিম ভ্রু'র বিবরণ ।।

বিরহের কবিতাও
লেখা দায়-

পরনারী কন্যাসহ
বাঘে খেয়ে যায় ।।

আকাশে শকুন ওড়ে,
জলে ভাসে মায়া-

এ শকুন কুমিরেই খাক,
দেহে তার মাটির অভাব

বাঘ ও নায়িকা ছেড়ে
গে -রা -মে হারাই ।।


ফিরে আসবেই কালের ঈগল অভ্রভেদী আলোক ডানার বিস্তারে

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ১৬/০৮/২০০৭ - ৯:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

_____________

কতদূরে যাবে?
মৃত্যু মানেই কি
চিরতরে চলে যাওয়া?
না, তা নয়। বরং-
তার চেয়ে বেশি ফিরে আসা বার বার।
তুমিই তো গেয়েছিলে ইলেকট্রার গান,
নিহত জনক এ্যাগামেননকে শুনিয়েছিলে
আগামীর বিশ্বাস, হাওয়ার নীলিমায়
জ্বলন্ত মেঘের মতো উড়িয়েছিলে আসাদের শার্ট,
মৌলবাদীর শিশ্নসমাবেশে জ্বালি...


বঙ্গবন্ধু

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: বিষ্যুদ, ১৬/০৮/২০০৭ - ১২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বড় বেশি প্রয়োজন তোমাকে আজকের এই বাংলায়
তোমার তর্জনী ঈশারায় শোষকের ভিত্তি নড়ুক।
আবার তোমার বজ্রকন্ঠে ধ্বনিত হোক আমাদের কথা
বাহিরিয়া আসুক বুকে চাপা বিপ্লব।
হে পুরুষোত্তম পিতা আমার
তোমারে বধিয়া তোমারেই খুঁজিতেছি আজ!

আমি যেন তাঁর কন্ঠ শুনিতে পাই
মৃত্যুন্জয়ী সে,
জাগিয়া উঠিছে তোমাতে আমাতে
সহসাই যেন দা...


২৮

জিফরান খালেদ এর ছবি
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: বুধ, ১৫/০৮/২০০৭ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইনডেক্সে এরপর খুঁজে
নিও নাম
তোমার-আমার-
হৃদয়ের দুঃখের,

চায়ের কাপে
ডুবে যাচ্ছে
শরীর, বিবর্ণ
ইচ্ছে -

ভাঙছে আলো, অন্ধকার
একাকী সময়, একটি
মেয়ের মুখ,
শান্ত নিদারুণ,

বর্ণগুলো ঘুড়ির মতো,
ওড়ে শুধু নিরর্থ,
নিরর্থ, ডুবে
যাচ্ছে শরীর,
বোহেমিয়ান
চামচ;

তারপর ইনডেক্স
ছিঁড়ে ফ্যালো, টুকরো
টুকরো,
যেখানে লেখা
ছিল ন...