Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

সুফি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৮/০৩/২০১১ - ১১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতজনমের ঘাটে জেগে আছে শ্যাওলা,পিছল
এ জন্মের স্নান তাই বুঝি এত পতন-বিহ্বল?
দেখি এক ঘড়া ভেসে যায় দূর জলে
কার কাঁখ চ্যুত যে ও? ভাবি আর ঘড়াটির অদৃশ্য অতলে
বুঝি নেই কোনো জল,বুঝি নেই অন্নের সংস্থান
দেবতা,তোমার যতটুকু ছিল পরিপূর্ণ দান
ততটুকু গ্রহণে তো ওই ঘড়া হয়নি সমর্থ
তাই বুঝি মনে পড়ে এই দেহ,কী যে তার অর্থ?

এ দেহের একভাগে আজও কেন জেগে ওঠে স্থল?
যতটা ডোবার কথা ছিল তার ডোবেনি সে,


আমাদের গল্প

সুমন তুরহান এর ছবি
লিখেছেন সুমন তুরহান [অতিথি] (তারিখ: সোম, ২৮/০৩/২০১১ - ৯:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের গল্প

শঙ্খসাগরে উঠবে নতুন চর
অদূরে সূর্য সোনাঝরা লাল তিল,
আমাদের ঘিরে কাঁপবে রৌদ্রঝড়
বধির বিকেল তোমার ছোবলে নীল।

ঢেউয়ের সিঁড়িতে ঢেউ ভেঙে যাবে ক্ষয়ে
পাখিরাও যাবে সূর্যাস্তের বাড়ি,
রঙধনুমাঝে অষ্টমরঙ হয়ে
বন্যবাতাসে উড়বে তোমার শাড়ি।

নীলিমা-মাতাল মেঘেদের আনাগোনা
দু'পায়ে বাজাবো গীতবিতানের গান,
শরীরে ছড়াবো অজর রৌদ্রকণা
চুলে গুঁজে দেবো গুচ্ছ গুচ্ছ ধান।


প্রত্যাবর্তনের অনুষঙ্গ

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ২৮/০৩/২০১১ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাঁকে দেখি আমি কুয়াশার পথ হেঁটে হেঁটে
আবার এলেন ফিরে এই বাংলায়।
নিপুণ আতশি কাঁচ তাঁর বারবার
আদিগন্ত খুঁজে ফিরে সবুজ ফড়িং,
নির্মোহ তাঁর দুটি চোখে অজস্র নক্ষত্রের ঝাঁক
নির্জন রাতের কোলে রূপোলী ইলিশের মতো জেগে উঠে।
এই বাংলার মিহি ঘাসে, জলসিড়ি নদীটির পাড়ে শুয়ে
অশ্বত্থের সাথে কথা হয় তাঁর
ঘুমের শান্তির সাথে কখনো বা হয় অভিসার।

মাঝরাতে দেখি অদ্ভুত আঁধার ঠেলে


সাধে কি বলি, বাঙ্পাকিরা পাকিস্তানে হিজরত করুন

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: বিষ্যুদ, ২৪/০৩/২০১১ - ১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পোস্ট খুব সংক্ষেপ।

আজ ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তানের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলা ছিলো।

খেলার আগে ইন্টারনেটের বদৌলতে এক চ্যানেলে শুনলাম ইমরান খান বলছে, বাংলাদেশিরা পাকিস্তানকে সমর্থন করবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের হারের বদলা নিবে পাকিস্তান।


কল্পনায় ভাসে কবিতা, মনে বাজে গান

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ১৮/০৩/২০১১ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

লোকেরা বলাবলি করে এডমন্টন শহরের মানুষ নাকি খুব ধনী! কথাটা মিথ্যে নয়। পুরো আলবার্টা প্রদেশ চলে তেলের টাকায়। কানাডার সবচেয়ে বেশি তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। রাজধানী এডমন্টনের শহরের লোকেরা বেশিভাগ চলাফেরা করে গাড়িতে। বাস, ট্রেন, মেট্রো বা সাবওয়ের ধার ধারে না। এখানকার ট্রানজিট ব্যবস্থাও বোধ করি কানাডার অন্যান্য বড়ো শহরের তুলনায় অনেকটা পিছিয়ে আছে।


প্রেম

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: শুক্র, ১৮/০৩/২০১১ - ৩:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন বিকেল ক্যাম্পাস নিরিবিলি
পাতায় পাতায় সোনালী আলোর মায়া
আলগোছে কেউ বুকে এঁকে দিয়ে ছায়া
ক্লাশ শেষ করে ফিরে যায় হোষ্টেলে
সারাটি দিনের মুগ্ধতা পিছে ফেলে।

আমি বসে রই বুকে নিয়ে শূন্যতা
একা একা সেই বুড়ো গাছটির নিচে
পড়ে থাকে বই, পড়ে থাকে খেরো খাতা
একটি দিনের সঞ্চয় খুলে দেখি―
কিছু ছেঁড়া আশা, কিছু প্রেম-ভালোবাসা।

শুধু চেয়ে থাকি এর বেশী কিছু নয়
তবু কেন তার মনে জাগে এত ভয়?


রাইনের মারিয়া রিলকের কবিতা

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ৪:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবি রাইনের মারিকা রিলকে আমদের সবার কাছেই কমবেশি পরিচিত। “The Landscape of Love” তাঁর একটি নিটোল প্রেমের কবিতা। স্বল্পদৈর্ঘ এই কবিতাটির অনির্বচনীয় সুরেলা আবহ আমাদের মনে বিষণ্ণতা মাখা মুগ্ধ আবেশ ছড়ায়। নান্দনিক স্বচ্ছতায় স্নাত প্রথম চরণটিতে কবি যথার্থেই ‘Landscape’কে প্রেমের রূপক হিসেবে ব্যবহার করেছেন। ‘Again and again’ পুনরুক্তির মাঝে প্রেমের চিরচেনা রূপটিকে নতুন করে নতুন রূপে চিনে দেবার মাদকতাময় আহ


অণুকাব্য

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বনলতা সেন

বনলতা সেন,
টেক্সট ম্যাসেজে জানালেন,
দেরী হবে - জ্যামে আটকে গ্যাছেন।

কবি

কবিদের আকাল চিরকাল। তাদের কেউ মরে যক্ষায়, কেউ ক্যান্সারে, কেউ রেল রাস্তায়। তাদের কপাল ভালো হয় বন্দুকের জন্য কবিতা লিখে। তা না হলে টিভি নাটক কিংবা চটজলদি উপন্যাস।


ক্ষীণ আশায় ভালোবাসায়

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বপ্নগুলো মরে যায় জেগে থাকে শুধু আশা
আশার অপর নাম শ্বাস- বুকে যাওয়া-আসা।

উড়ায়ে রঙিন ঘুড়ি শক্তহাতে না ছাড়ি নাটাই
জীবন ছাড়ে না পিছু, যাপনের ঘোড়াটা ছোটাই
যাচ্ছে চলে নাছোড় ঘুড়িটা একেবারে দিগন্ত ওপারে
মাঝখানে ধূ ধূ মাঠ অবিরাম ওই পথের কিনারে।

ফিরবে কি ফিরবে না এই প্রশ্ন এখন বাতাসে
প্রতীক্ষার তারা জ্বলে ঘোরলাগা অমার আকাশে
যে ছিলো হৃদয়কোণে খুঁজি তারে অচেনা প্রান্তরে


শিরোনামহীন

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ০৬/০৩/২০১১ - ২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বীজতলা নেই বলে হলোনা বীজ় বোনা ;
হরিণী চোখ নেই, কাকে দেই চোখের কাজল,
হাতের কাঁকন, নাক-ফুল সোনা?

মুঠো ভরে পাবে বলে রোজরাতে যে খোঁজে ওম -
হায়, তারই ঘাটে ভেড়ে ভিনদেশী সদাগরী নাও,
ঢাকাই শাড়ী, রেশমী চাদর, আর মিথ্যা শ-র-ম।

রাখালের জোটেনা বলে যে ছিলো চোখের আড়াল,
সেতো আছে সুখে - দাসী-বাঁদী, বিছা-বাঁজু, নিকানো উঠান;