Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

আমরা!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[আরিফ বুলবুল]

আমরা কোনদিন ছিলাম না শিশু
কিন্তু শৈশবস্মৃতি দুরন্ত শিশুর মতো
কলকলিয়ে আমাদেরর তাড়া করে ফেরে
আমরা কোনদিন পাই নি ব্যাথা
তবু ব্যাথাতুর হৃদয়ের কান্না
বেজে চলে প্রতিক্ষণ আমাদের বুকে।

এরকম আমরা কয়েকজন;
সন্ধ্যায় সূর্যাস্তকে সামনে রেখে
দিগন্তে তৈরি করি কিছু স্বপ্নময় সিলুয়েট;
দূরবর্তী কোন জীবনের সম্ভাবনা আমাদের
উদ্দীপ্ত করে; যেমন আচ্ছন্ন করে রাখে
অতীতের ম ...


শিরোনামহীন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৮:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[বিষণ্ণ বাউন্ডুলে]

..পথ চলছে,
খেয়াল থাকুক আর নাই থাকুক..

তারপর কোন একদিন..

প্রতিদিনকার চেনা ঘুম,
অচেনা পথের পথিক করে দিবে..

প্রিয় ডায়রী'র লেখা পাতাগুলো হঠাৎ করেই দিশেহারা,
শুকনো ঝরা পাতা যেন..এক নিমিশেই স্তদ্ধ..

ক'ফোটা চোখের জল আর ঠোটের কোণে আলতো হাসি,
হঠাৎ করেই কোন একদিন..ফিকে হয়ে আসবে..

অতঃপর..

পথচলার খেরোখাতা আর এলোমেলো স্মৃতিধূলো,
বয়ে যাবে নিরন্তর..রয়ে যাবে..অমলিন..

অসী ...


জ্বরস্পর্শ

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৮:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি রাখছো আচ্ছন্নতায়, সুতোপথে
পৃথক সত্তায়
নিজেকে ব্যবহৃত করি পৃথক অর্থে—
ডালের ছায়ায়
ভরা ভাদরে জ্বরস্পর্শ ছুঁয়ে আসো
কথা ও ঘটনায়
আমাকে বিদ্ধ করো যাচ্ছো বারবার যৌনহাওয়ায়
যাত্রাপথে কতবার শীতজন্ম চুরি করেছো মেঘহৃদয়?

তুমি রাখছো টেনে গতি, কোলাহল ভরা
রাত্রি-আঁধার
নিজেকে জানতে স্বপ্নরা নিকটে এলো
উড়াল হাওয়ার
রহস্যে দেখে অতি সহজে বেলা গেলো
তারপর…
নিজেকে গুটিয়ে রাখছি দূরে, উচাট ...


মান ভাঙানোর ছড়া

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৭:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বরবৃত্তে বাঁধতে পারি
তোমার চুলের বেণী
দিলেম না হয় চারের চালে
মাত্রা একটুখানি;

আঁধার করে গড়িয়ে পড়ে
তোমার চুলের ঝাড়
নিলেম না হয় একটুখানি
ছন্দ ভাঙার ছাড়;

তাই বলে কি কল্পনা মোর
মেলবে নাকো পাখা
নইলে কেন চোখ রাঙিয়ে
কপট ও রাগ আঁকা ?

রোমেল চৌধুরী


রাত ভ'রে বৃষ্টি

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ২৫/০৮/২০১০ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ সারারাত ভ'রে
অঝোর ধারায় বরষণ হবে ধরনী শীতল করে
শ্রাবণের ধারা সেঁচে
হাসবো-খেলবো-গান গেয়ে যাবো-আমরা বেড়াবো নেচে


এ জার্নি বাই লাভ

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ২৫/০৮/২০১০ - ৯:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে উড়ে এলো
একরাশ হাসি- প্রতীক্ষা যদি হতো
শূন্য টিনের থাল তবে
ঝনঝন শব্দ হতো নিশ্চয়ই আর
মোহর ছুঁয়ে যেভাবে মূল্য চেনে অন্ধ ফকির
সেভাবে এ মন বুঝে নিতো
--অবজ্ঞা...

কিন্তু, অপেক্ষারত একটি চিরজীবী দেবদারুর
মাটির শামুক বনবার মতোই
হৃদয় যখন কেঁদে মাটি হয়ে যায়
তখনও সেখানে ভালোবাসা কাদা হয়ে থাকে তাই
সুরাইয়া সুলতানা আপনার হাসি
একটি গন্ধ গোলাপের গোপন চারায় আমাকে আকড়ালো
বলে-

ঘুম ঘুম চ ...


আমিও মানুষ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

শারমিন,
তোমার চোখের তিক্ততাগুলো
একবার ভালোবাসায় বদলে দেবে?
আমি আধুনিক কালের এক রোমান্টিক যুবক
তবুও তো ঘর ছেড়েছি,
তবুও তো ঝাঁপ দিয়েছি জীবন যমুনায়।

শারমিন, তোমার চোখের ভাষা বুঝতে
তাজিনডং থেকে বঙ্গোপসাগরের অতলে
লক্ষ-কোটি নির্জনতাকে পাশ কাটিয়ে
খুঁজে গেছি অন্ধকার প্রহরেও;
---খুঁজে পাইনি---

তোমার কপালে ফুঁটে ওঠা
বিরক্তির সুস্পষ্ট ভাঁজগুলো
একবার অদৃশ্য করে তাকাবে?

শারমিন,
প্রখ ...


পরিব্রাজন

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরও কিছু দূর যেতে হবে
আরও কিছু পথ
তারপর থেমে যাওয়া।

তবে দু'দণ্ড এখনি
থামা যেতে পারে
কয়েক ঢোঁক জল
দু'চার মুঠ মুড়ি-বাতাসা
গার্হস্থ্য অর্থনীতি
হেঁসেলের খবর।

তারপর শরীর যখন
এলিয়ে আসতে চাইবে
তক্ষুণি দে ছুট্ ।

থেমে গেলেই থেমে
যাবে সব
তারপর চাইলেও
পথ দেবে না পথ।


স্বপ্ন ছিল. স্বপ্ন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বপ্ন ছিল বুকের ভিতর
স্বপ্ন ছিল একা
চোখের জলে স্বপ্ন ছিল
হয় নি তারে লেখা।

স্বপ্ন ছিল ঘরের কোণে
ঘুরত পথে পথে
স্বপ্ন ছিল নীল আকাশের
সাদা মেঘের রথে।

স্বপ্ন ছিল সহজ-সরল
স্বপ্ন ছিল ভালো
যেমন ভালো রাতের আঁধার
এবং দিনের আলো।

স্বপ্ন ছিল চেনা আলোয়
অচেনা এক ছায়া
স্বপ্ন ছিল হাতের মুঠোয়
স্বপ্ন ছিল মায়া।

স্বপ্ন ছিল রাতের তারা
চাঁদের সাথে জাগে
স্বপ্ন ছিল স্বপ্ন মাখা
গোপন অনুরাগে।

...


এমন যদি করবিরে তুই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন যদি করবিরে তুই
প্রখর এর কবিতা______

এমন যদি করবিরে তুই
কেন আমার মনটারে ছুঁই
দ্বীপ জ্বালায়ে আধাঁর সাঁঝে
হারিয়ে গেলি অতল মাঝে

দেখবি বলে অমরাবতী
আকাশ খুলে মেঘের ছাতি
স্বপন খুলে ঘুমের দেশে
আমায় পাবি রাজার বেশে

এমন হাজার গল্প মেলে
রুপোলি চাষ নৌকো জেলে
শুন্য ছিলো উঠোন কায়া
ছড়িয়ে ছিলি মনের মায়া

আমিও কেমন বেখেয়ালে
ঘুম দুপুরে মায়ার কোলে
নিঃস্ব সেজে সকলে দিয়ে
একলা জীবন য ...