সচলায়তনের জন্য একটি নতুন লোগো নকশা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সচলের বর্তমান লোগোটি ওয়েবসাইটে ব্যবহারের জন্য অ্যাডহক ভিত্তিতে নির্মাণ করা হয়েছিলো। সে সময়ে লোগোশিল্পীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাইনি আমরা। কিন্তু সময়ের পরিক্রমায় সচলে এখন শিল্পীর সংখ্যা অনেক। দু'টি নতুন নকশা আমরা চূড়ান্ত করেছি। সচলের সদস্য ও অতিথিদের কাছ থেকে তাই নকশাগুলোর ব্যাপারে মত সংগ্রহ করার জন্যেই এই পোলের অবতারণা।
নকশা ১: সচলের বর্তমান লোগো |
নকশা ২ |
নকশা ৩ |
নকশা ৪ |
নকশা ৫
|
মন্তব্য
রেজাল্ট কী হলো তাহলে, পুরনোটাই?
আর শেয়ার করবো যখন পোস্ট, তখন লোগো বাদে, অন্য ছবিও পছন্দ করতে পারবো, এমন অপশন দেয়া যাবে না?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভোট দিলাম।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সচলায়তনের এখনকার লোগোটাই ভাল লাগে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
লোগো সবগুলোই চমৎকার। কিন্তু বর্তমানটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি খুব সিম্পল। তাই এক নম্বরেই ভোট দিলাম।
ভোট দিলাম। তবে আমারও বর্তমানটাই বেশী ভালো লাগে।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ভোটটা এবার দিয়েই দিলাম...
তবে আরও অপশন থাকলে ভালো হত...
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ভোট দিলাম......তবে আমার কাছেও বর্তমানেরটাই বেশি ভাল লাগে......
২ নাম্বার ভাল্লাগছে কিন্তু ভোট দিলাম ১ নম্বরকেই। এই বৈপরীত্যের কারণ বিবাহিত মানুষমাত্রেই জানেন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
দিলাম্ভুট!
চার নম্বরটা আসলেই গুগল-গুগল লাগে... চারের ঘোরতর বিপক্ষে।
এক আর পাঁচকে Favicon করলে ভালো আসবে না।
দুই বা তিনের পক্ষে আমি।
#mamnun#
টিপি দিসি
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
বর্তমান লোগোটা বদলানোর দরকার পড়লো কেন সেটা বুঝতে পারিনি। তাই বর্তমানটাকেই ভোটাইলাম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অদ্যবধি কোনো ভোটকেন্দ্রে যাবার সুযোগ না ঘটলেও ভাবলাম এখানে একটা ভোট দেয়া যায় কিনা? কিন্তু না ঢুকতেই দেখি
যাই হোক যে নমুনাগুলো দেয়া হয়েছে তাদের চাইতে বর্তমানটাই আমার কাছে বেশি ভালো লাগছে। তবে এগুলোও চমৎকার।
এগুলো দেখে আমিও কিঞ্চিৎ উত্তেজনার বশে একটা নমুনা বানিয়ে ফেললাম পাওয়ারপয়েন্টে। আমাদের জাতীয় পতাকার রঙ এর আদলে। যদিও তা নিতান্ত এক উজবুক কাঁচা হাতের কাটাকাটি, তবুও এখানে দিলাম।
সচল লোগো নমুনা
-অতীত
দেখে মনে হচ্ছে ব্রিক গেইম।
-অতীত
সচলের বর্তমান লোগোই সবচেয়ে ভাল লাগছে।
খন্দকার আলমগীর হোসেন
দিলাম
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ভোটালাম #১-এর পক্ষে।
#২ থাম্বনেইলে কেমন দেখাবে নিশ্চিত না। "স" বোঝা দুষ্কর হয়ে যেতে পারে।
#৩ দারুণ পছন্দ হয়েছে, কিন্তু বামের অর্ধে অনেকটা জায়গা অপচয় হচ্ছে মনে হয় যেন।
#৪ -ও দারুণ পছন্দ, কিন্তু গুগুল-মাইক্রোসফটের কালার প্যালেটের সাথে মিলে যায় খুব।
#৫ এবং #১ একই ঘরানার, কিন্তু #১-কে বেশ ছিমছাম, গুরুভার লাগে দেখতে।
টা ছোটো করলে আরো ভালো বোঝা যাচ্ছে। বাকিগুলোও দিয়ে দিচ্ছি রেফারেন্সের সুবিধার্থে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
১ নম্বরটাই ভোটাইলাম। সাদা কালো রঙিন সব জায়গাতেই ওটার একটা সীল মোহর সীল মোহর ভাব আছে যা অন্যগুলোতে নাই
লোগো গুলোর পাশে ছোট ভার্শনগুলোও দিয়ে দিলে ভাল হত না?
৪ নাম্বার নকশা এর রং এর কম্বিনেশন গুগল এর লোগো এর মতো লাগলো। আমার ভোট ২ নাম্বার
যাদের "এলিজেবল না" মেসেজ দেখাচ্ছে তাদের জন্য: ভোট দিতে লগ ইন করতে হবে।
ভোটতো দিলাম কিন্তু আমার মনে হয় প্রেফারেন্স অর্ডারে ভোট দিলে ভাল হত কেননা আমার সবগুলো লোগোই পছন্দ হয়েছে, কোনটা সামান্য কম আর বেশি। প্রেফারেন্স অর্ডার থাকলে ১,২,৩,৪,৫ এভাবে ভোট দিতে পারতাম।
এভাবে ভোটের ব্যবস্থা করা যায় কি?
সবশেষে যারা লোগোগুলো ডিজাইন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু লোগো ডিজাইনের জন্য। লন (গুড়) আর
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
আমিও লোগো দিতে চাই (যদিও কিছুই পারি না)...
এখন কি লোগো দেওয়ার সময় নাই???
হিমাগ্নি
দিলাম... তবে এখন পর্যন্ত এক নাম্বারটাই বেশি ভালো...
_________________
ঝাউবনে লুকোনো যায় না
১ আর ৫ ছাড়া কোনটাকেই ছোট করলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। m.sachalayatan.com ব্যবহার করে মোবাইলে অপেরা মিনি দিয়ে, অথবা মোবাইলের ব্রাউসার দিয়ে ঢুকলেও আমি নতুন লেখা দেখতে পাচ্ছি না, পোস্ট ভিসিট সংখ্যা সংক্রান্ত সন্দেশের মেসেজটাই সর্বশেষ পোস্ট দেখাচ্ছে, কাজেই মোবাইলে কেমন লাগছে বুঝলাম না।
আপাতত ভোট দিলাম, কিন্তু আরো দুই/একটা অপশন থাকলে ভালো হতো।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
লোগোর প্রশস্ত ব্যবহার হবে আসলে সচলের লেখা শেয়ার করার সময়, যেমন ফেসবুকে লেখা শেয়ার করলে লোগোটা দেখা যাবে ইমেজ হিসেবে। এখন যেমন দেখা যাচ্ছে, সেরকম আকারেই।
অন্য ছবিও শেয়ার করতে পারবো, সেই অপশনটাও রাখা হবেনা?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
১। ঠিকাসে
২। বুঝা যায় না
৩। আঁতেল আঁতেল লাগে
৪। গুগলের কপি মনে হয়
৫। সূক্ষ কারুকাজ পিচ্চি করলে ভচকায়ে যাবে মনে হয়
নতুন কোনটাই চোখ ধাঁধানো+প্রতিদিনের ব্যাবহারযোগ্য আটপৌরে বলে মনে হল না।
ব্যাক্তিগত মতামত
ভোট তো দিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনটা আগায়া আছে তা তো দেখি না!
প্রকাশ না করাই ভালো। প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
কী জানি, আগেও তো ভোটটা দেবার পরে গা প্রকাশ পেত, এখনো ঐরকম হলে বেশি ভালো হতো না?
অবশ্য ভোট হলো ভোট, দেবার পরে ফিরায়ে নেবার ব্যবস্থা থাকা ভালো নয়, বা কে, কোন্টায় দিয়েছে, তা জানতে চাওয়ায় উচিত নয়। কিন্তু এইখানে মনে হয় আরো লোগো অ্যাড হতে পারে, সেক্ষেত্রে ভোট ফিরিয়ে নেয়ার ব্যবস্থা আপাতত ঠিক আছে মনে হয়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভোট তো নিতিছে না। কতিছে আমি না'ই এলিজিবল না!
ঘটোনা কি? বোঝলাম না তো!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
দিয়েছি
...........................
Every Picture Tells a Story
এখন যেটা আছে সেটাই বেস্ট।
৬ নম্বর চয়েস হওয়ার দরকার ছিলো "উপরের সবগুলোই"।
কোনটা রেখে কোনটায় ভুটাই! সবগুলোই এতো অসাধারণ!
এমন কি করা যায় না যে সবগুলোই ড়্যান্ডম ব্যবহৃত হবে? ব্যানারের মতো, একেকটা বিশেষ উপলক্ষ্যে। যেমনঃ স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে নকশা-২। বৈশাখ বা এ রকম ঝলমলে কোনো উৎসবের দিনে নকশা-৪। কোনো শোক দিবসে নকশা-৩। অন্য যেকোনো স্যুইটেবল দিবসে নকশা-৫। আর বাই ডিফল্ট হিসেবে থাকবে নকশা-১।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভোট দিলাম।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ভোট দিবার পরে দুইটা যোগ হইছে। ভোট ফেরত চাই।
ভোট দিবার পরে দুইটা যোগ হইছে। ভোট ফেরত চাই।
ঠিক করা হয়েছে
ফিরিয়ে নেওয়ার বোতাম আছে তো!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ভোট দিতে গিয়ে টাস্কি খেলাম," You are not eligible to vote in this poll."
ক্যাম্নেকী?
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
ভোট দেওয়ার অপশন ৪ টা। কিন্তু আমি নকশা দেখতেছি ৩ টা। এবং নকশার নাম নকশার উপরে নাকি নিচে লেখা বুঝতে পারতেসি না।
হেল্প! হেল্পে!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ভোট দিলাম। আরো দুয়েকটা অপশন থাকলে ভালো হতো।
নতুন করে ভোট দিলাম।