কোন ফল সবচাইতে গুরূত্বপূর্ণ?
যারা বিজ্ঞান কিংবা একশ্বরবাদী ধর্ম মানেন সেই দুপক্ষের কাছেই আপেল কিন্তু সাধারন চর্ব্য চোষ্য পেয় কোন আহার কিংবা ফলার নয়...
স্রষ্ঠা এই আহারটিকে মানুষের জন্য নিষিদ্ধ করেছিলেন ... প্রথম দ্রোহী হাওয়া যদি এই ফলটি না খেতেন তবে অনেকের মতে দ্্বিতীয় কান্ডটা ঘটতোই না... মানে পৃথিবীতে মানুষের আগমন না ঘটলে গাছ থেকে আপেল পড়ার জন্য অপেক্ষা করার জন্য নিউটন নামক বিজ্ঞানীর জন্ম হতো না... এবং সেই মাধ্যাকর্ষন শক্তির সূত্র আবিস্কার এর প্রয়োজনও পড়তো না... নানাভাবে নিজেকে মূল্যবান হবার কথা ভেবেছি মনে মনে .. কিন্তু এক টুকরো আপেল হয়ে নিজেকে এত মহা মূল্যবান করে তোলার ইচ্ছে হলো না কখনো....
ঝরাপাতা বললেন এক টুকরো আপেল হবো ভাবিনি কখনও - কবিতাটার কথা ..
এটা কি কবিতা ছিল.. একবছর আগে (প্রায়) চোরাবালি নামে আমার প্রথম কিংবা দ্বিতীয় দিনে ফিরে যাই। যতদুর মনে হয়- গদ্যেইতো তো লিখেছিলাম .. পুরনো নোট খাতা খুলে দেখি জোনাকীর বাগান আর এক ঘোরসওয়ারের গল্প প্রথম লেখা এর পরেই এক টুকরো আপেল হবো - ভাবিনি কখনও
সে সময় কি লিখবো বুঝতে পারছিলাম না... ছোট দুই একটা লাইনে লেখা দিয়ে চুপচাপ বসে থাকি আর ভবতে থাকি কিরকম করে লেখা যায় -
ঝরা পাতা – আপনাকে খুব ধন্যবাদ আমাকে একবার পুরনো দিনে ঘুরানোর জন্য
মন্তব্য
তোমার উপন্যাস কৈ?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
somoy ... ghorar moto chute chute..
ঘোড়া?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ossho-o bola jai
দু:খিত বস, ওটা গদ্যই ছিলো। সবটুকু মনে ছিলো না কিন্তু শেষ লাইনটা ঠিক বুকে গেঁথে গিয়েছিলো যার রেশ সারাজীবনই রয়ে যাবে বলে আমার ধারণা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ লেখাটি রিপোস্ট করার জন্য।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন