আবদুসের ছবিগুলো ০৩

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০০৭ - ১২:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম ভেঙে গেলেও চোখে অন্ধকার লেগে থাকে .. সে ধীরে ধীরে উঠে বসে ..।
চাদ এখন আকাশের কোনায় ঢলে পড়েছে তার ীয়মান হলুদ আলোর খানিকটা গুহার ভেতরের অন্ধকারটা ফ্যাকাসে, সবকিছু চোখে ভাসে। ধীরে সে উঠে দাড়ায়, ভঙ্গিতে কেমন সন্তর্পনের চিহ্ণ। যুগটাই তখন চিতাদের, শিকার অথবা শিকারী । আর কারো ঘুম ভাঙেনি .. কুন্ডলী পাকিয়ে সব ঘুমিয়ে আছে। সে ওদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে চোখ পড়ে দেয়ালে.. কাল রাতের মৃত সিংহটা ওর উপর ঝাপ দেয়ার জন্য দু পায়ে ভর কওে দাড়িয়ে পড়েছে। সে চিৎকার করে সরে যায়, এরকম তার বহুবার হয়েছে, তার গোত্রে সে সবচাইতে কুশলী শিকারী - সে কেন এতে ভয় পাবে। এর মধ্যে সবাই জেগে উঠলে নে তার বিভ্রম টের পায়।
গুহা পটে আকা বাকা এলোমেলা দাগে চাদের আলো পড়ে কেমন সিংহের মতো লাগে। ওরা বিষ্ময়ে তাকিয়ে থাকে .. তাদের চোভের সামনে সিংহ নেচে যায়.. কার মুখ থেকে প্রথম বের হয় বোঝা যায় না কিন্তু সে ধ্বনি সবাইকে আচ্ছন্ন করে...
আবদুস ..!!
মানুষ প্রখমবারের মতো আবদুসের ছবি আবিস্কার ওঠে।
এরপর আবদুসের ছবি কতবার তাদের নিয়তির গতিরেখা পাল্টেছিলো সে আগত ইতিহাসের গল্প..


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

হুম ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সৌরভ এর ছবি

হুমমমম।


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।