১ | লিখেছেন উৎস (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ১০:৫১পূর্বাহ্ন)
আমার ধারনা নীতিমালায় এতগুলো ধারা উপধারা না করে সংক্ষেপে হয়তো এরকম করা যায়ঃ
ধারা ১: সচলায়তনে ব্লগারদের চিত্ত হবে ভয়শুন্য, উচ্চ হবে শীর। নির্ভয়ে লিখুন। ব্লগাররা সচলায়তনের প্রান, আপনার লেখা সচলায়তনকে সমৃদ্ধ করবে এটাই প্রত্যাশা। সচলায়তন যা কিছু ভালো তাকে ধারন করতে চায়। সচলায়তনের বিশ্বাস তার ব্লগাররাও এমনটাই ভাবেন এবং এই মুল্যবোধকে তারা ধরে রাখতে দায়িত্ববোধের পরিচয় দেবেন। সচলায়তন তার সদস্যদের যেকোন যুক্তিসঙ্গত এবং সর্বসম্মত দাবী মেনে নিতে বাধ্য যদি না সম্পদের সীমাবদ্ধতা থাকে।
ধারা ২: সচলায়তনে লিখতে পারা আপনার অধিকার, সচলায়তনের উদ্যোক্তারা এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। যদি আপনি মনে করেন আপনার কোন বন্ধু ব্লগারের পোস্ট আপনার অধিকার ক্ষুন্ন করেছে, তাহলে যুক্তিসঙ্গতভাবে আপনার অবস্থান তুলে ধরুন। আপনার কোন লেখা বা লেখা প্রকাশের ধরন নিয়ে সচলায়তনে আপনার সহব্লগার প্রশ্ন তুললে যৌক্তিকভাবে তার জবাব দিন। সচলায়তন যেহেতু কোন বিশেষ ব্লগারের দিকে পক্ষপাতিত্ব প্রদর্শন করবে না, সেজন্য সাময়িক ভাবে আপনার প্রশ্নবিদ্ধ লেখা মুল পাতা থেকে সরিয়ে নেয়া হতে পারে আপনার বন্ধু ব্লগারদের অনুরোধে। অভিযোগকারী ব্লগার তার অভিযোগের সত্যতা প্রমান না করতে পারলে আপনার পোস্ট আগের অবস্থানে ফিরিয়ে দেয়া হবে।
ধারা ৩: সচলায়তনের আপনার সমস্ত লেখার স্বত্ত আপনার নিজের। সচলায়তন অনুমান করে তার সমস্ত সদস্য নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে দায়িত্ব নিয়েই তাদের লেখাগুলো প্রকাশ করে থাকেন। সচলায়তনের বাইরের কেউ প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ব্লগার গ্রহনযোগ্য জবাব দেবেন এটা সচলায়তন প্রত্যাশা করে।
ধারা ৪: সচলায়তনে কোন অভিভাবক নেই। ব্লগাররা নিজেরা মিলেই সিদ্ধান্ত নেবেন। কোন সমস্যা হলে উণ্মুক্ত আলোচনা করা হবে, সচলায়তন প্রত্যাশা করে আপনারা নিজেদের সন্মান, মুল্যবোধ এবং আপনার সহব্লগারের অধিকারের দিকে লক্ষ্য রেখে বিতর্কে অংশগ্রহন করবেন। সবার অধিকার যেন সমানভাবে রক্ষিত হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব সচলায়তনের ব্লগারদের নিজেদের। সচলায়তনে প্রচলিত কোন নিয়ম নিয়ে আপনার প্রশ্ন থাকলে আলোচনা আহ্বান করুন, এবং আপনার বক্তব্য তুলে ধরুন। সচলায়তনের যে কোন নিয়ম ব্লগারদের সম্মতিস্বাপেক্ষে পরিবর্তনযোগ্য।
ধারা ৫: যেহেতু সচলায়তন অলাভজনক প্রতিষ্ঠান, এবং কোন ব্যবসায়িক লক্ষ্য নেই। সদস্যভুক্তির একমাত্র উদ্দ্যেশ্য সচলায়তনকে সমৃদ্ধ করা। এজন্য নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাছাই প্রথা থাকতে পারে। বাছাই প্রথার কোন সুনির্দিষ্ট নিয়ম নেই, সময়ের সাথে সাথে সবাই আলোচনা করা বিভিন্ন কৌশল প্রয়োগ করা হতে পারে।
৩ | লিখেছেন উৎস (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ৯:১৮পূর্বাহ্ন)
পুরোনো ধারাগুলোর মধ্যে
১। প্রয়োজন নেই
২। এখানকার ধারা ১ ধারন করা হয়েছে, open-ended।
৩। এখানকার ধারা ১ ধারন করা হয়েছে।
৪। ধারা ২
৫। ধারা ২
৬। ধারা ২
৭। ধারা ২ ও ৪
৮। ধারা ৩
৯। ধারা ৫
১০। দরকার নেই (একই লক্ষ্য ২ ও ৪ দিয়ে করা যায়)
১১। ধারা ৫
১২। ধারা ৪
১৩। দরকার নেই, ধারা ৪ আছে
১৪। দরকার নেই, ধারা ৪ আছে
১৫। ধারা ৫
৫ | লিখেছেন উৎস (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ৯:৪১পূর্বাহ্ন)
এজন্য কোন মডু দরকার নেই। মডু থাকলে লেখা লেখি করে মজা নেই। ধারা ৪। কোন সমস্যা হলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, মডুরাম, হেডুরাম আসলে কোন সমাধান নয়। মডু ঘাপলা করলে লোকে ভেগে গিয়ে আরেকটা প্ল্যাটফর্ম করবে। সুতরাং বোকার মতো এই সাইকেল না চলতে দিয়ে ভিন্ন সমাধান দরকার।
৭ | লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ১০:১৪পূর্বাহ্ন)
নিয়মের এই প্রকাশটা মনে ধরেছে বেশি। আগেরটা দেখে ভয়ভয় লাগছিলো। প্রয়োজনটা বুঝি, কিন্তু কেমন যেন জড়তা ধরে যায় ওরকম করে লেখা দেখলে। কিছু মনে নেবেন না কেউ, শুধু নিজের চিন্তাটুকু বললাম। আপনাদের উপর ভরসা আমার অনেক।
৯ | লিখেছেন উৎস (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ১১:২১পূর্বাহ্ন)
মনে হচ্ছে আরো স্বচ্ছ কেবল দুটো ধারায় নিয়ে আসা যায় এগুলো।
ধারা ১: সচলায়তন ব্লগারদের একটি কমিউনিটি, যা গনতান্ত্রিক এবং আধুনিক মুল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এর সদস্যরা নির্ভয়ে তাদের যে কোন মতামত বা লেখা প্রকাশের অধিকার রাখেন। সচলায়তনের ভিত্তি তার সমৃদ্ধ ব্লগারগন আর তাদের লেখনী। যদি কোন সদস্যের লেখা অথবা প্রকাশভঙ্গী অন্য এক বা একাধিক সদস্যের বিরক্তি বা অস্বস্তির কারন হয় তাহলে যুক্তিসঙ্গত ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে উভয়পক্ষকে তাদের অবস্থানের যৌক্তিকতাকে প্রমান করতে হবে। যেহেতু সচলায়তন নিজে কোন পক্ষ নয়, প্রশ্নবিদ্ধ লেখাকে সচলায়তন মুলপাতা থেকে সাময়িকভাবে সরিয়ে দেবে, যতক্ষন না আলোচনা থেকে কোন সিদ্ধান্ত হচ্ছে। সচলায়তন তার সদস্যদের সর্বসম্মত এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য যদি না সম্পদের সীমাবদ্ধতা থাকে। এজন্য কারো লেখা বা মন্তব্য নিয়ে কোন বিতর্ক তৈরী হলে আলোচনার পর যে সিদ্ধান্ত হবে সচলায়তন সেটা মেনে নেবে।
ধারা ২: সচলায়তনের সদস্যদের লেখার স্বত্ত এবং এ সংক্রান্ত সমস্ত অধিকার লেখকের নিজের। সচলায়তন আশা করে কোন লেখা বা মতামত নিয়ে কোন প্রশ্ন উঠলে লেখক নিজেই তার দায়িত্ব নেবেন। সদস্যভুক্তির সময় সচলায়তন বিশ্বাস করে নতুন সদস্য সচলায়তনের মুল্যবোধ, আবহ এবং গনতান্ত্রিক চেতনা ধরে রাখার জন্য দায়িত্ববোধের ব্যপারে সম্পুর্ন সচেতন হয়েই অন্তর্ভুক্ত হয়েছেন। সচলায়তন এজন্য ভীষনভাবে আশাবাদী যে তার ধীমান, সমৃদ্ধ এবং মুক্তমনের সদস্যদের জন্য কোন ধরনের নিয়ন্ত্রনের (মডারেশন) প্রয়োজন নেই।
১০ | লিখেছেন উৎস (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ১১:২৪পূর্বাহ্ন)
আরেকবার সংশোধন করলাম, সবাই প্লিজ দেখে দিন কোথাও অসঙ্গতি আছে কি না। সবাই মিলে মিশেই দায়িত্ব নিয়েই করতে হবে না হলে সামহয়্যারে যেগুলোর সমালোচনা করেছি সেগুলো যদি এখানেও থাকে সেক্ষেত্রে সামহয়্যারের দোষ কি।
মন্তব্য
আমার ধারনা নীতিমালায় এতগুলো ধারা উপধারা না করে সংক্ষেপে হয়তো এরকম করা যায়ঃ
ধারা ১: সচলায়তনে ব্লগারদের চিত্ত হবে ভয়শুন্য, উচ্চ হবে শীর। নির্ভয়ে লিখুন। ব্লগাররা সচলায়তনের প্রান, আপনার লেখা সচলায়তনকে সমৃদ্ধ করবে এটাই প্রত্যাশা। সচলায়তন যা কিছু ভালো তাকে ধারন করতে চায়। সচলায়তনের বিশ্বাস তার ব্লগাররাও এমনটাই ভাবেন এবং এই মুল্যবোধকে তারা ধরে রাখতে দায়িত্ববোধের পরিচয় দেবেন। সচলায়তন তার সদস্যদের যেকোন যুক্তিসঙ্গত এবং সর্বসম্মত দাবী মেনে নিতে বাধ্য যদি না সম্পদের সীমাবদ্ধতা থাকে।
ধারা ২: সচলায়তনে লিখতে পারা আপনার অধিকার, সচলায়তনের উদ্যোক্তারা এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। যদি আপনি মনে করেন আপনার কোন বন্ধু ব্লগারের পোস্ট আপনার অধিকার ক্ষুন্ন করেছে, তাহলে যুক্তিসঙ্গতভাবে আপনার অবস্থান তুলে ধরুন। আপনার কোন লেখা বা লেখা প্রকাশের ধরন নিয়ে সচলায়তনে আপনার সহব্লগার প্রশ্ন তুললে যৌক্তিকভাবে তার জবাব দিন। সচলায়তন যেহেতু কোন বিশেষ ব্লগারের দিকে পক্ষপাতিত্ব প্রদর্শন করবে না, সেজন্য সাময়িক ভাবে আপনার প্রশ্নবিদ্ধ লেখা মুল পাতা থেকে সরিয়ে নেয়া হতে পারে আপনার বন্ধু ব্লগারদের অনুরোধে। অভিযোগকারী ব্লগার তার অভিযোগের সত্যতা প্রমান না করতে পারলে আপনার পোস্ট আগের অবস্থানে ফিরিয়ে দেয়া হবে।
ধারা ৩: সচলায়তনের আপনার সমস্ত লেখার স্বত্ত আপনার নিজের। সচলায়তন অনুমান করে তার সমস্ত সদস্য নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে দায়িত্ব নিয়েই তাদের লেখাগুলো প্রকাশ করে থাকেন। সচলায়তনের বাইরের কেউ প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ব্লগার গ্রহনযোগ্য জবাব দেবেন এটা সচলায়তন প্রত্যাশা করে।
ধারা ৪: সচলায়তনে কোন অভিভাবক নেই। ব্লগাররা নিজেরা মিলেই সিদ্ধান্ত নেবেন। কোন সমস্যা হলে উণ্মুক্ত আলোচনা করা হবে, সচলায়তন প্রত্যাশা করে আপনারা নিজেদের সন্মান, মুল্যবোধ এবং আপনার সহব্লগারের অধিকারের দিকে লক্ষ্য রেখে বিতর্কে অংশগ্রহন করবেন। সবার অধিকার যেন সমানভাবে রক্ষিত হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব সচলায়তনের ব্লগারদের নিজেদের। সচলায়তনে প্রচলিত কোন নিয়ম নিয়ে আপনার প্রশ্ন থাকলে আলোচনা আহ্বান করুন, এবং আপনার বক্তব্য তুলে ধরুন। সচলায়তনের যে কোন নিয়ম ব্লগারদের সম্মতিস্বাপেক্ষে পরিবর্তনযোগ্য।
ধারা ৫: যেহেতু সচলায়তন অলাভজনক প্রতিষ্ঠান, এবং কোন ব্যবসায়িক লক্ষ্য নেই। সদস্যভুক্তির একমাত্র উদ্দ্যেশ্য সচলায়তনকে সমৃদ্ধ করা। এজন্য নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাছাই প্রথা থাকতে পারে। বাছাই প্রথার কোন সুনির্দিষ্ট নিয়ম নেই, সময়ের সাথে সাথে সবাই আলোচনা করা বিভিন্ন কৌশল প্রয়োগ করা হতে পারে।
আরো কয়েকবার ঝাড়াই বাছাই করা যায়। কোনটা যদি অগনতান্ত্রিক মনে হয়।
পুরোনো ধারাগুলোর মধ্যে
১। প্রয়োজন নেই
২। এখানকার ধারা ১ ধারন করা হয়েছে, open-ended।
৩। এখানকার ধারা ১ ধারন করা হয়েছে।
৪। ধারা ২
৫। ধারা ২
৬। ধারা ২
৭। ধারা ২ ও ৪
৮। ধারা ৩
৯। ধারা ৫
১০। দরকার নেই (একই লক্ষ্য ২ ও ৪ দিয়ে করা যায়)
১১। ধারা ৫
১২। ধারা ৪
১৩। দরকার নেই, ধারা ৪ আছে
১৪। দরকার নেই, ধারা ৪ আছে
১৫। ধারা ৫
আঁকি বুকি করছিলাম মনের সুখে, হঠাৎ দেখি বেত হাতে হেডু (নাকি মডু) দাঁড়িয়ে পিছে। আমার আর শিল্প হলো না
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
এজন্য কোন মডু দরকার নেই। মডু থাকলে লেখা লেখি করে মজা নেই। ধারা ৪। কোন সমস্যা হলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, মডুরাম, হেডুরাম আসলে কোন সমাধান নয়। মডু ঘাপলা করলে লোকে ভেগে গিয়ে আরেকটা প্ল্যাটফর্ম করবে। সুতরাং বোকার মতো এই সাইকেল না চলতে দিয়ে ভিন্ন সমাধান দরকার।
সচলায়তনে বড় করে ঘোষনা করা দরকার "মডারেটর বিহীন ব্লগ"।
নিয়মের এই প্রকাশটা মনে ধরেছে বেশি। আগেরটা দেখে ভয়ভয় লাগছিলো। প্রয়োজনটা বুঝি, কিন্তু কেমন যেন জড়তা ধরে যায় ওরকম করে লেখা দেখলে। কিছু মনে নেবেন না কেউ, শুধু নিজের চিন্তাটুকু বললাম। আপনাদের উপর ভরসা আমার অনেক।
-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------
প্রায় একই জিনিষ,তবে পজিটিভলি লেখায় এ জিনিষটি সুন্দর হয়েছে বেশি।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
মনে হচ্ছে আরো স্বচ্ছ কেবল দুটো ধারায় নিয়ে আসা যায় এগুলো।
ধারা ১: সচলায়তন ব্লগারদের একটি কমিউনিটি, যা গনতান্ত্রিক এবং আধুনিক মুল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এর সদস্যরা নির্ভয়ে তাদের যে কোন মতামত বা লেখা প্রকাশের অধিকার রাখেন। সচলায়তনের ভিত্তি তার সমৃদ্ধ ব্লগারগন আর তাদের লেখনী। যদি কোন সদস্যের লেখা অথবা প্রকাশভঙ্গী অন্য এক বা একাধিক সদস্যের বিরক্তি বা অস্বস্তির কারন হয় তাহলে যুক্তিসঙ্গত ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে উভয়পক্ষকে তাদের অবস্থানের যৌক্তিকতাকে প্রমান করতে হবে। যেহেতু সচলায়তন নিজে কোন পক্ষ নয়, প্রশ্নবিদ্ধ লেখাকে সচলায়তন মুলপাতা থেকে সাময়িকভাবে সরিয়ে দেবে, যতক্ষন না আলোচনা থেকে কোন সিদ্ধান্ত হচ্ছে। সচলায়তন তার সদস্যদের সর্বসম্মত এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য যদি না সম্পদের সীমাবদ্ধতা থাকে। এজন্য কারো লেখা বা মন্তব্য নিয়ে কোন বিতর্ক তৈরী হলে আলোচনার পর যে সিদ্ধান্ত হবে সচলায়তন সেটা মেনে নেবে।
ধারা ২: সচলায়তনের সদস্যদের লেখার স্বত্ত এবং এ সংক্রান্ত সমস্ত অধিকার লেখকের নিজের। সচলায়তন আশা করে কোন লেখা বা মতামত নিয়ে কোন প্রশ্ন উঠলে লেখক নিজেই তার দায়িত্ব নেবেন। সদস্যভুক্তির সময় সচলায়তন বিশ্বাস করে নতুন সদস্য সচলায়তনের মুল্যবোধ, আবহ এবং গনতান্ত্রিক চেতনা ধরে রাখার জন্য দায়িত্ববোধের ব্যপারে সম্পুর্ন সচেতন হয়েই অন্তর্ভুক্ত হয়েছেন। সচলায়তন এজন্য ভীষনভাবে আশাবাদী যে তার ধীমান, সমৃদ্ধ এবং মুক্তমনের সদস্যদের জন্য কোন ধরনের নিয়ন্ত্রনের (মডারেশন) প্রয়োজন নেই।
আরেকবার সংশোধন করলাম, সবাই প্লিজ দেখে দিন কোথাও অসঙ্গতি আছে কি না। সবাই মিলে মিশেই দায়িত্ব নিয়েই করতে হবে না হলে সামহয়্যারে যেগুলোর সমালোচনা করেছি সেগুলো যদি এখানেও থাকে সেক্ষেত্রে সামহয়্যারের দোষ কি।
এভাবে লিখে দিলেই হয়:
ধর্মান্ধ, রাজাকার,জামায়াত-শিবির ও মডুরাম মুক্ত ব্লগ
__________
কি মাঝি? ডরাইলা?
তাও হয় একলাইনে।
(বলেন কী, আব্বা ছাড়া মজা নাই!)
হ্যাঁ, ঘোষণা গুলো এখন যারা আসছেন আর সামনে আসবেন তাদের জন্যে একটু অন্যরকমভাবে উপস্থাপন করাটা জরুরি। কৃতজ্ঞতা, উৎস।
আবার লিখবো হয়তো কোন দিন
এক লাইনের নীতি:
দুই পেয়ে বিশিষ্ঠ প্রানীদের মাঝে শুধু মানুষের প্রবেশাধিকার।দুইয়ের বেশি পা বিশিষ্ঠ প্রানীদের জন্য এই ব্লগ নহে।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
নতুন মন্তব্য করুন