মডারেশন কি শুরু হয়ে গেছে?

উৎস এর ছবি
লিখেছেন উৎস (তারিখ: রবি, ০৮/০৭/২০০৭ - ১২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মডারেশন কি শুরু হয়ে গেছে? মডারেশন কি শুরু হয়ে গেছে? মডারেশন কি শুরু হয়ে গেছে?


মন্তব্য

উৎস এর ছবি

সুমন রহমানের লেখায় মন্তব্য করলে সাম্প্রতিক মন্তব্যে দেখছি না।

উৎস এর ছবি

ওকে, শুরু হয়ে গেছে নিশ্চিত, সুমন সাহেবের পোস্ট এখন গুতোগুতির শীর্ষেও নেই। অরূপ, খুবই দুঃখজনক, খুবই। সুমন রহমানকে এত ভয়ের কিছু ছিল না। একদুজন সুমন রহমান সচলায়তনের কোন ক্ষতি করার সামর্থ্য রাখে না কিন্তু তুমি রাখো।

কনফুসিয়াস এর ছবি

উৎস,
এটা মনে হয় মডারেশন নয়। অল্প কিছুদিনের পুরোনো পোষ্টে কমেন্ট করলে আপডেট হয় না। আমার কয়েকটা পোষ্টে এরকম হয়েছে। এই বাগ-এর কথা গতকালই জানিয়েছি মেইল করে, অরূপদাকে। দেখা যাক কি হয়।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কনফুর পোস্টে আমি এ সমস্যায় ভুগেছি।

অছ্যুৎ বলাই এর ছবি

উৎস, এই সমস্যা আমার আর সম্ভবত ঝরাপাতার পোস্টেরও আগে হইছে। আর কোনো পোস্টে হয়েছে কি না, খেয়াল করি নাই। এইখানে শেষের দিকে ঝরুর মন্তব্য দেখলে বুঝন যাইবো।

আসলে কাহিনী কি?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

উৎস এর ছবি

হুম, তাহলে হয়তো তাই হয়ে থাকবে।

উৎস এর ছবি

কাহিনী তেমন কিছু না, সুমন রহমানের পোস্টে মন্তব্য করে দেখলাম ওটা লিস্টে নেই। তারপর রিফ্রেশ দিয়ে দেখলাম গুতোগুতি থেকেও ঐ পোস্ট টা মুছে গেল, এজন্য ভাবলাম মডু এক্টিভ কি না।

আরিফ জেবতিক এর ছবি

হেডিংটা পরিবর্তন করুন।যারা লগইন নাই,তারা বিষয়টা কি বুঝতে গিয়ে ভেজাল লাগাবে।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

উৎস এর ছবি

পরিবর্তন করে কি দেব?
মডুদের কাছে জেনে দেখি তারা জড়িত কি না।

অছ্যুৎ বলাই এর ছবি

পারসোনাল বিষয় নিয়ে কারো পোস্ট/ পোস্টের মন্তব্যকে প্রথম পাতায় না আসতে দেয়ার মত মডু সচলে থাকবে না - এটা নিশ্চিত। থাকলে গণধোলাই খায়া বেচারা ত্রাহি ত্রাহি করবো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

উৎস, এই পোস্টের মনে হয় দরকার নাই। খামাখা ভুল বুঝাবুঝি হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরিফ জেবতিক এর ছবি

প্রথম কথা হচ্ছে,এধরনের বিষয়গুলোর জন্য মডারেটর অরূপ কিংবা সুমন চৌধুরী ও মাহবুব মুর্শেদকে মেইল করাটাই আমার কাছে ভালো মনে হচ্ছে।
মেইলে রেসপন্স না পেলে হয়তো কমেন্ট আকারে আসতে পারে এবং তারপর হয়তো পোস্ট।

যেহেতু এখানে অনেকেই বলছেন যে এটা একটা বাগ,সেক্ষেত্রে এটাকে বাগ হিসেবে ধরে নেয়াই মঙ্গল।আমি পজেটিভ থাকতে চাই।

আর মডারেশন শুরু হয়ে গেল বলে তো কিছু নেই,মডারেটর যেদিন থেকে আছে সেদিন থেকেই তো মডারেশন চালু আছে ধরে নিতে হবে।

মডারেটরদের উপর আমার অন্তত:এই আস্থাটুকু আছে যে,তারা কাউকে ব্যান করতে চাইলে ঘোষনা দিয়ে করবেন।
এখন পর্যন্ত সেই আস্থা যাওয়ার মতো কোন কারন দেখি না।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

উৎস এর ছবি

হয়তো তাই, আচ্ছা দেখি। আর এই পোস্ট এমন কি বিশাল ক্ষতি করছে বুঝলাম না। ফালতু পোস্ট হয়ে থাকলে মোছার জন্য মডারেটর আছে।

নজমুল আলবাব এর ছবি

আমার একটা পোস্টেও এমন সমস্যা করছে। আর এই পোস্ট কি সমস্যা করছে এটা মনে হয় উৎস মাথা ঠান্ডা না হলে বুঝবেননা। এখন আপনে বেশ গরম মনে হয়।

আরিফ জেবতিক এর ছবি

উৎস,এই পোস্ট কোন বিশাল ক্ষতি করে নাই।যে কোন বিষয়ে যে কোন প্রশ্ন করার অধিকার আপনার আমার সবার আছে।সেটার উত্তর পাওয়ার অধিকারও আমাদের সবার।

কিন্তু বিষয়টি হলো ঘরের ব্যাপার।
আপনি নিশ্চয়ই জানেন যে এখন সচলায়তন বাইরের অনেক পাঠক পড়ে থাকেন,এবং দূ:খজনক হলো তাদের সবাই আমাদের শূভার্থী নন সম্ভবত:।

এর আগে আরেকটি ঘটনায় এই সাইটের একটি ব্যক্তিগত পর্যবেক্ষন মূলক পোস্টকে বিকৃত করে কেউ কেউ বাইরে পোস্ট দিয়েছেন,সেই ঘটনাটি যাতে আরেকবার না ঘটে এ জন্য আমি আপনাকে পোস্টের শিরোনামটি বদলাতে অনুরোধ করেছি।

যে কোন সমস্যা সম্মিলিতভাবে আমরা সমাধান করতে চেষ্টা করতে পারি,কিন্তু এটাকে নিয়ে যাতে বাইরে কেউ সুযোগ না নেয়,এই বিষয়টি দেখার জন্য আপনাকে অনুরোধ করছি।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

দৃশা এর ছবি

আমার পোস্টেও এমন হইছে মন্তব্য দেখায় না

দৃশা

নজমুল আলবাব এর ছবি

সহমত আরিফ ভাই। উৎস এবার কি বুঝতে পারছেন?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নজমুল ভাই: আপনার 'গিয়াসউদ্দীনের পতাকা পূরাণ' এ কমেন্ট করলাম কাল। কয়েকবার আসলো না, পরে আসলো কিন্তু প্রথম পাতায় 'সাম্প্রতিক মন্তব্যে' আসে না।

দৃশা এর ছবি

এটি একটি চুলকানি মূলক পোস্ট...এই পোস্ট সচলায়নের ভাল থেকে খারাপটাই করবে বেশী...আমি একজন থার্ড পার্টি হয়ে যদি এটা বুঝতে পারি... যারা এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত তার তো আরও বেশী বোঝা উচিত।

দৃশা

নজমুল আলবাব এর ছবি

এটি একটি চুলকানি মূলক পোস্ট...এই পোস্ট সচলায়নের ভাল থেকে খারাপটাই করবে বেশী...আমি একজন থার্ড পার্টি হয়ে যদি এটা বুঝতে পারি... যারা এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত তার তো আরও বেশী বোঝা উচিত।

আরিফ জেবতিক এর ছবি

ঠিক,আমি একমত।
শুধু বলার আগে দরজায় কপাট দিলে ভালো,যাতে প্রতিবেশীরা এটা শুনে গুঞ্জন শুরু না করে।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

দৃশা এর ছবি

ইমরুল ঠিক বলেছেন...ডরাইবার কিছু নাই...
তবে ঘরের গেঞ্জাম ঘরের মানুষরা নিজে বসে সমাধান করাটাইতো শোভনীয়...তাই না?
নিজেদের চুলাচুলি পাড়া প্রতিবেশীকে দেখান কেন?

দৃশা

দৃশা এর ছবি

এখানে ঘরের মানুষ বলতে অরুপ আর উৎস রে বুঝাইছি ইমরুল ব্রাদার...

আপনে আর আমি তাগো অনেক ইন্টারনাল বেপারই জানি না যা হয়ত এরা দুইজন জানে...চুলাচুলি করার প্রসংটা আপনাকে আমাকে নিয়ে করা না...তাই আমরা কি যোগ্যতা অর্জন করলাম কি করলাম না সেটাও মূখ্য বিষয় না...
আর পাড়া প্রতিবেশী বলতে আমি এখানে আমার মত পাব্লিকদের আর অতিথিদের বুঝিয়েছি...সামহযোয়ার কিংবা কবিসভা না...
এতোটা যে ভাঙ্গিয়ে বুঝিয়ে দিতে হবে ঠিক বুঝি নাই ব্রাদার ...সরি বুঝলে আগেই ভেঙ্গে ভেঙ্গে বলতাম।

দৃশা

ভাস্কর এর ছবি

দৃশার বক্তব্য আমার কাছে আপত্তিকর মনে হইছে...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

উৎস এর ছবি

উপরে সবার মন্তব্যের এক এক করে উত্তর দেয়া সম্ভব নয়। একবারে বলি, মডারেশনে আমার আশঙ্কিত হবার কিছু নেই। এখানে যদি ইনার সার্কেল বলে কিছু থাকে তাহলে সেই ইনার সার্কেলের সদস্য আমি। যাই লিখি না কেন আমার লেখায় বা মন্তব্যে মডারেটরের হাত পড়ার সম্ভাবনা খুব কম। বরং আপনাদের অনেকে মডারেশনে আক্রান্ত হতে পারেন।

সচলায়তনের জন্ম প্রক্রিয়ার সাথে অনেকটাই জড়িত আমি। সচলায়তন একটা স্বেচ্ছাচারিতার খোয়াড়ে পরিনত হোক, এটা ভাবতেই ভীষন কষ্ট হচ্ছে। স্বেচ্ছাচারিতা হলে আমার ব্যক্তিগত সুবিধা বেশী। কিন্তু এসব সুবিধা মুল্যহীন হতে কতক্ষন। সামহয়্যারে যেগুলোর প্রতিবাদ করতাম সেগুলোই যদি এখানে দেখি, হোক না সেটা মুক্তিযুদ্ধের পক্ষে, হোক সেটা ধর্মনিরপেক্ষতার পক্ষে, চোখ বুজে থাকা সম্ভব নয়।

আর ভেতর থেকেও চেষ্টা চলছে ঠিকঠাক করার। ঢাকঢাক গুড়গুড়, লুকোছাপা এই জিনিষটাই বাদ দেয়া দরকার। স্বচ্ছতা শুধু মুখে বললেই হবে না, বিশ্বাস করে কাজে দেখাতে হবে।

সুমন চৌধুরী এর ছবি

উৎস,
অরূপের পরবর্তী আচরণ আমারো পছন্দ হয় নাই। তবে সুমন রহমানের ভুল বুঝবার বিষয়টাও কিন্তু সামনে আসা দরকার। আমার গতকালের মন্তব্যে ব্যাখ্যা করতে চেয়েছিলাম ঠিক কোন কোন পরিস্থিতিতে রাজদন্ড হাতে নেওয়া হবে বা হতে পারে। শুধু এইটুকু মাথায় থাকলেই কিন্তু হয়। তাহলেই আর নীতিমালা নিয়ে এতকথার দরকার থাকে না।

.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

উৎস এর ছবি

সুমন, আমার বক্তব্য হচ্ছে দন্ড থাকলে তার অপব্যবহার রোধ করা মুষ্কিল। এখানে তো এমনিতেই বাছাই করে লোক নেয়া হচ্ছে, এত অবিশ্বাস কেন? আজকে অরূপ এরকম করল, কালকে আরেকজন করবে। উপরে বড় করে ঘোষনা করা হচ্ছে "উচ্চ যেথা শির", আমি তো অরূপ ছাড়া কারো শির উচ্চ দেখি না। সবজায়গায় একটা ধমক দিয়ে ঠান্ডা করার চেষ্টা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।