পেখম তুলে আয় বকম বকম: টাইটানিক-২

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০/০২/২০০৮ - ১২:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভালবাসার সমাধিক্ষেত্রে (টাইটানিক) চড়াইরাভালবাসার সমাধিক্ষেত্রে (টাইটানিক) চড়াইরা

নদী চলল, হেলে দুলে, কোথাও দূর ঘন্টা। সোঁদা গন্ধে রাজকুমারী চন্দন স্নানে হয়ে উঠছেন ঐশ্বর্য রাই বচ্চন। আর পাখিরা তার অধীন, কলরব সময়োচিত। পরিমিত।

চড়াইরা চলে গেল বাণিজ্য করতে। প্রতুলের গানে ডিঙ্গা ভাসাল। টাইটানিক সিনেমার কোন গোমড়ামুখো লাইটম্যান এসে দুটো মাল্টি টোয়েন্টি লাগিয়ে দিয়ে গেল। ক্রস। মোচার খোলার নৌকায় তা ছিল হেবি, ডুবে গেল নৌকা। তার নাম হলে , টাইটানিক-২। চড়াইরা উড়ে চলে গেল, কিন্তু সে কথা কেউ জানল না। ঐশ্বর্য কেঁদে কেঁদে শাড়ির অনেকটা ভিজিয়ে ফেলল।

অভিষেক খবর পেয়ে এল চাটার্ড বিমানে। বৌকে বুকে জড়িয়ে ধরে অনেক সান্ত্বনা দিল। ডিরেক্টার কাট না বলা পর্যন্ত । ফিরতি বিমানে মুম্বই ফিরে প্রথমে ইনসিওরেন্স ক্লেম করে দিল। বাপের নাম- অভিষেক। মায়ের নাম- ঐশ্বর্য।

চড়াইরা অনেক দেশ ঘুরে, অনেক প্রেম করে একদিন হলিউডে গেল। গল্প বেচতে। ঐশ্বর্যকে সেখেনে দেখে তারা তো আহ্লাদে আটখানা। ঐশ্বর্য কিন্তু ভয় পেয়ে গেল, ইনশিওরেন্সেরে টাকায় তার নেলপালিশ কেনা হায়েছিল। কিন্তু কোনটা? মনে পড়ল না। সে অভিষেককে ফোন করে বিপদের কথা জানাল। অভিষেক, খুব বিজি ছিল, শোনার সময় নেই, জাস্ট বলল, কিল দেম। ঐশ্বর্য ঘাবড়ে গিয়ে তাদের বুকের ভেতর লুকিয়ে ফেলল।

অনেকদিন সে দেশে ফিরেছে। পাখিরা আবার তাকে ঘিরে ওড়াওড়ি করে। ঐশ্বর্য স্যান্ডেল ওয়েল মেখে গরম বালির উপর ধুম-ধাম নাচ করে। গোলা পায়রার মত বরফের ওপর শুয়ে নায়কের সাথে সোহাগ করে। কিন্তু মুশকিল একটা আছে। ডিরেক্টার তাকে বলেন, ডার্লিং ফুল গোলা লাগছে, তুমি বকম বকম কর। কিন্তু শব্দ শোনা যায়, কিচিরমিচিরর। ডাবিং মেলে না।
ডিরেক্টারের সঙ্গে ঝগড়া হয়। বুড়ো বচ্চন পাখির ঠ্যাং চিবুতে চিবুতে হাসে।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
কারুবাসনা এর ছবি

ধাঁধা নয় জীবনচরিত।।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুজন চৌধুরী এর ছবি

হ ক্যমনে কি??!!
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কারুবাসনা এর ছবি

কোচ্চেনটা বুঝতে পারলাম না মন খারাপ


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুজন চৌধুরী এর ছবি

কি কইলেন কিছুই বুঝতারিনাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কারুবাসনা এর ছবি

পিচ্চিকালে আমরা খেলি না? সেই যে টুকরা টাকরা জিনিস দিয়া ডিজাইন দেইখা দেইখা বসাইতে হয়? সেইটাই কইলাম তো!

বড়ো বেদনার মতো বাজিলে তুমি হে...


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মাহবুব লীলেন এর ছবি

ঐশ্বর্য মেয়েটা এতো সুন্দর যে তার বিয়ে করা ঠিক হয়নি
তার থাকা দরকার ছিল সবকালে সকলের মনের ফুলদানিতে একমাত্র দুর্লভ ফুল হয়ে

শ্যাজা এর ছবি

লীলেনভাই,
মোমের ঐশ্বর্য তো রয়েইছে মেমসায়েবের যাদুঘরে। মানুষ অ্যাশ নাহয় ঘরকন্না ঘরকন্না খেলা কল্ল এট্টু ।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মাহবুব লীলেন এর ছবি

মানতে পারলাম না
কিছু মানুষ এক সময় ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে উঠে
তখন তাকে সাধারণ বিষয়গুলো বাদ দিতে হয়
এখন চাইলেও সম্ভব না
কারণ একটা বেক্কলের নাম অলরেডি সে তার নামের সাথে লাগিয়ে নিয়েছে

কারুবাসনা এর ছবি

ওরে পাগল!!
অ্যাশ কী রক্ত-মাংসের? সে হচ্ছে অলক্ষ্যে সিলভার নাইট্রেট আর পরোক্ষে জ্বলে সবুজ রঙের শিখা হয়ে। এমনকি সমুদ্রের জলে ফসফরাসও হতে পারে। মানবীরুপে তারে ধরবে কে? হুঁ হুঁ সেখানেই না আসল খেলা!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।