গাঁজিতা ১৯

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: শুক্র, ১৩/০৭/২০০৭ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কান্নি খাওয়া বিলের আড়ে
ফুচকি মাতন ঝোপের ধারে
টান্নি দিয়া ভেটকি মারে শুদ্ধ মানু
ডুবসাঁতারে মুচকি হাসে
মুশায়রাতে টাস্কি খাওয়া মিল্কিবানু
সিল্কি ধূপে
জোছনা পিনিক পল্টি মারে
কল্কি তাঁতে
শঙ্কু সাধক ফুলকি ঝাড়ে


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

শঙ্কু সাধক ফুলকি ঝাড়ে

জোশ মামু

অমিত এর ছবি

পাংখা
_____ ____________________
suspended animation...

সুমন চৌধুরী এর ছবি

করছস কি?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মুহম্মদ জুবায়ের এর ছবি

অতি চমৎকার। আগের গাঁজিতাও ভালো লেগেছিলো, বলা হয়নি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছোটদের ছন্দে বড়দের কবিতা! হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাধক শঙ্কু এর ছবি

সবাইরে প্রণাম...


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।