স্বেচ্ছানির্বাসিত আমি
বিয়ের পর এই প্রথম দেখলাম তোমাকে
চাপা এক আনন্দ তোমার চোখে মুখে
তোমার ভারি নিঃশ্বাসে গতরাতের সুখস্বপ্ন
শাড়ি চুয়ে পড়ে তোমার বেদনার্ত শীৎকার
বিয়ের পর যাবতীয় চিন্তা তোমাকে দিয়েছে মুক্তি
স্বামীর ঘাঁড়ে দায় চাপিয়ে দুঃখবিলাস
বাঙালি নারীর বৈশিষ্ট্য আজো
তুমি তো আর ব্যতিক্রম নও যে
সোজা পথে উলটো হাঁটবে
তোমাকে নিয়ে এখন আর স্বপ্নগুলি
আকাশে ডিগবাজি খায় না
ইচ্ছে করেই স্বপ্ন ভেংগে জেগে ওঠি
প্রবল আক্রোশে চুল ছিঁড়ি
বেরিয়ে পড়ি অনিশ্চিত নিরুদ্দেশে
এখন আর আন্দোলিত হই না নতুন প্রেমে
রাতভর জেগে থাকা চিঠি লেখায়
সবুজ শয্যা আর নেই
ধূসর মরু চারপাশে
শান্তি আজ গুচ্ছ মেঘ
ভেসে বেড়ায়, রঙ বদলায়
এক দেশ থেকে আরেক দেশে
এক জীবন থেকে অন্য জীবনে
স্বেচ্ছানির্বাসিত আমি ভেসে বেড়াই
মেঘের মতোই
মন্তব্য
নতুন মন্তব্য করুন