আইজকা সি.এম.এর মৃত্যুবার্ষিকী। ৩৫ বছর আগে ১৯৭২ সালের ২৮ জুলাই পুলিশ কাস্টডিতে খুন হইছিলেন কমরেড চারু মজুমদার। যাগো খতম করতে চাইছিলেন তারা আরো গাঁইট হইয়া বইছে। টাকা খাওয়া ডিগবাজীমারা বুদ্ধিজীবিরা হোগা দিয়া উন্নয়ন তত্ত্ব বাইর করতাছে। তাঁর অনুসারীদের মধ্যে এক কানু সান্যাল ছাড়া সবাই নিহত অথবা পঙ্গু। কিছুই পাল্টায় নাই। ৩৫ বছর পরেও রাস্তায়-ফুটপাথে-মেঝেতে-দেওয়ালে-ছাদে রক্ত থক থক করতাছে।
শমিত রায়ের একটা কবিতা মনে পড়লো এই প্রসংগে
জাদুঘরকথা
এখনো কাঁচস্ক্রীনে মাথা ঠুকলে এই দ্যাখো রক্ত ছেৎরে যায় আঙুলে হাতুড়ির ভর শীতলার অন্ধকারে ধুনো ধোঁয়া পাক মারে পোস্টারে এই দ্যাখো দেওয়ালে দেওয়ালে দিশেহারা আলোর হলুদে মিশে আমাদের চুপচাপ শিরা কাটা স্নানের ঠান্ডা নুন জমে এই দ্যাখো বাথটাবে সমূদ্্রঝড় ওঠে প্রাণহানি উপকূল সীমান্ত জুড়ে উড়ে যায় আমাদের চাল চুলো বইখাতা তছনছ হলে এই দ্যাখো জাদুঘর বারান্দায় রাখা থাকে আমাদের কেটে ফ্যালা হৃৎপিন্ড
মন্তব্য
বিপ্লব দীর্ঘজীবি হউক
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
প্রেমের নকাশালবাড়ি কবিতায় মাপে
বন্দুকের ধার
কিন্নর আসেনি শুনে আড্ডা দিতে আসে
চারু মজুমদার
--আবু হাসান শাহরিয়ার
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
লাল সালাম কমরেড!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অনেক কথা মনে পড়ে গেল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
শমিত রায়ের খোঁজ খবর জানেন কিছু সুমেরু?
গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা
চারু মিয়া কেমুন আসিলো জানিনা, মাগার স্টালিন আর মাও যা দেখায় দিয়া গেসে, যেই পরিমান মানুষ বলি দিসে বিপ্লবের বেদীতে, তাতে বিপ্লবের দিন মোটামুটি খতম...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সেই খুশীতে আপনে ভালো থাকেন। লজেঞ্চুস খান।
গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা
নতুন মন্তব্য করুন