দ্বিতীয় নিক প্রসংগে

প্রজাপতি এর ছবি
লিখেছেন প্রজাপতি (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ৭:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:
জনাব হর্তাকর্তা ওরফে অরূপ'দা, আমার একটু নিজের নামে আইডি খুলার শখ হইসে। কিন্তু আরেকটা নিক খুলতে কি আলাদা ইমেইল আইডি ইউজ করতে হবে? নাকি দু'টো নিকে একই আইডি নেয়া যাবে? আরেকটা কথা, পাসওয়ার্ড কেমনে বদলাবো বুঝতে পারছি না। একটু বলবেন? এটা জানা খুবই প্রয়োজন। (আপনার অনুমতিক্রমেই ফ্লাডিং করলাম, কেউ কিছু বললে আপনার দোষ কিন্তু!)

মন্তব্য

কনফুসিয়াস এর ছবি
অথবা আরেকটা কাজ করলেই হয়, 'প্রজাপতি'টাকে বদলে 'তিথি' করে দিলেও হয়! পাসওয়ার্ড বদলানো তো সোজা, আমার একাউন্ট- এ ক্লিক করে করা যায়। -কনফুসিয়াস

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রজাপতি এর ছবি
কনফু,কি আশর্য! আমি কোন নিক নিব এটা কি বলেছি নাকি আমি? ধুত! অরূপ'দা তো চলেও গেলো। ইমেল আইডির ব্যাপারটা জানা গেলো না... :-(
সচলায়তন এর ছবি
আলাদা আলাদা ইমেইল অ্যাড্রেস লাগবে পাসওয়ার্ড তো কনফুই বলে দিলো -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

প্রজাপতি এর ছবি
আচ্ছা,থ্যাঙ্কু।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
সচলায়তনে সচল থাকুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।