প্রথম লেখা আবারও

উৎস এর ছবি
লিখেছেন উৎস (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ১০:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:
শুরু করলাম তাহলে, পোস্ট গুলো নিয়ে আসবো, তবে আগে কয়েকটা নতুন ছেড়ে নিই৷

মন্তব্য

ভাস্কর এর ছবি
উৎসরে স্বাগতম... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

উৎস এর ছবি
ধন্যবাদ ভাস্করদা।
সুমন চৌধুরী এর ছবি
গুট। এইবার ফাটাইতে থাকো...
হিমু এর ছবি
এভলিউশন রেভলিউশন।
হযবরল এর ছবি
বহুগামীতা।
হাসান মোরশেদ এর ছবি
'সামহোয়ার ইন বাজার' এ উৎস'র সব পোষ্ট পড়া হয়নি । সচলায়তনে যত্ন করে পড়া হবে । উৎস' কে স্বাগত

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
উৎস ভাই: শব্দটা কী বলেছিলেন? 'গোলরুটি'??? আমি পরে অনেকদিন ভেবেছি - 'গোলরুটি' মানে কী! এখানে একটু আমার মতো সহজ-পাঠ-পাঠক(এবং এরকম কেউ যদি থাকে)দের জন্য কিছু লিইখেন, প্লিজ!
উৎস এর ছবি
গোলরুটি কেন সেটা হিমু বা অরূপ বলতে পারবে, ওরাই শব্দটা বের করেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।