প্রবাহঃ ব্যস্ত সময় যাচ্ছে তবে গোলরুটিতে লেখা শুরু করবো

উৎস এর ছবি
লিখেছেন উৎস (তারিখ: বিষ্যুদ, ০৭/০৬/২০০৭ - ৯:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:
আসলেই একটু ব্যস্ত সপ্তাহখানেক ধরে। আমাদের এখানে জুন মাসে বার্ষিক রিভিউ হয়, এর ওপরই বোনাস, প্রোমোশন। আর মানুষের একটা কমন সাইকোলজি শেষের ঘটনাগুলো বেশী মনে রাখে। ছাত্রজীবনের মতো এখানেও ভীষন প্রতিযোগিতা, কে কার আগে যাবে। হয়তো ইদুর দৌড়, কিন্তু আমিও আবার পেশাদার ধেড়ে ইদুর, এজন্য ব্লগে মনোসংযোগ করতে পারছি না। তবে লিখব, শীঘ্রই

মন্তব্য

সচলায়তন এর ছবি
নামটা কি বাংলা করে দিব? -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

উৎস এর ছবি
তাহলে ভালো হয়
হযবরল এর ছবি
ধেড়ে ইঁদুর আরো বেশী বোনাস পাক। বোনাস পাইয়া কাচ্চি বিরিয়ানী খাওয়ানোর কথা ভুলবেন না যেন।
হাসিব এর ছবি
নাম বাংলা হওনের পরিণতিটা কি? যেখানে বাংলা নাই সেইখানে লগইন করুম কি দিয়া ? যেমন আমার অফিসে । --স্বাক্ষর নাই কোন ।
সচলায়তন এর ছবি
বাংলা তো ওয়েব ভিত্তিক! সমস্যা কি? -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসিব এর ছবি
বাংলা কি আসলেই ওয়েব ভিত্তিক ? আমি তো অভ্র না ব্যবহার করে লিখতে পার‌ছি না । ইউজার নেম ফিল্ডে ফন্ট না থাকলেও কি বাংলা লেখা যাবে ? -------------------- স্বাক্ষর নাই কোন ।
সচলায়তন এর ছবি
হু, কন্ট্রোল + অল্ট + ইউ দিলে ইউনিজয় আসিবো এসকেপ দিলে ইংরিজি আরেকবার দিলে বাংলা -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসিব এর ছবি
কাজ হচ্ছে । ধন্যবাদ । _________________________________ স্বাক্ষর নাই কোন ।
সুমন চৌধুরী এর ছবি
উৎস কাচ্চি রানলে এদিক পাঠাইয়ো...ডিএইচএল দিয়া... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
সৌরভ এর ছবি
এইখানে ভাল খাওয়া-খাদ্যের সুঘ্রাণ পাই .. মনে হয় । ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।